নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার এই পথ চলাতেই আনন্দ ।

দৃষ্টিসীমানা

দৃষ্টিসীমানা › বিস্তারিত পোস্টঃ

সহজ পদ্ধতিতে ওটস খাওয়া

১৪ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৩


ক) ওটস - ১/৪ কাপ
গুড়া দুধ -১ টে চা
হরলিক্স - ১ টে চা
মধু - ১ চা চা
খ) পছন্দের বিভিন্ন ফলের টুকরা মিশাতে পারেন , শুকনো ফল মিশিয়ে খাওয়া যায় ।কর্ণফ্লেক্স অথবা মুড়ি নিমকি ইত্যাদি মিশালেও ভাল লাগতে
পারে ।
প্রানালীঃ ক- এর সব উপকরণ একসাথে মিশিয়ে নিন । এখন ১ কাপ অল্প গরম পানি মিশিয়ে নিন । মাইক্র ওভেনে ১ মিনিট গরম করুন । একটু ঠাণ্ডা পানি মিশিয়ে নিন ফিরনির মত হবে । এখন ইচ্ছা হলে খ এর উপকরণ থেকে পছন্দ মত মিশিয়ে নিতে পারেন ।

বিঃদ্রষ্টব্য -- আজকাল কাজের লোক পাওয়া যায় না তাই অল্প বয়স থেকে প্রত্যেকের স্বনির্ভর হওয়া উচিত আমি মনে করি । রেসিপি পড়ে কেউ রাগ করবেন না
প্লিজ 8-| :)

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

সুমন কর বলেছেন: মাইক্রো ওভেন নেই তো !! :( চেষ্টা করতে হবে।

শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪৫

দৃষ্টিসীমানা বলেছেন: সুপ্রভাত
মন যখন প্রয়োজন বোধ করে তখন তার আগমনও ঘটে যায় ।

১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৯

দৃষ্টিসীমানা বলেছেন: ফুটন্ত পানি মিশয়ে নিলেও একি ফলাফল হবে । তখন -( মাইনাস ) সহজ পদ্ধতি হবে । তবে চলে, আমরা আগে যেমন চলতাম । ভাল থাকুন ।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩২

শাহরিয়ার কবীর বলেছেন:
পোষ্ট পড়ে রাগ হয়নি ...............

১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪৮

দৃষ্টিসীমানা বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা ।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:২৫

শিখণ্ডী বলেছেন: জিনিসটা কি ছাতু জাতীয়? আইটা কলা দিয়া খাওন যায় না?

১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৫২

দৃষ্টিসীমানা বলেছেন: এটি গমের চিড়ার মত । হ্যাঁ কলা দিয়েও খাওয়া যায় । সবজি দিয়েও খওয়া যায় । ভাল থাকুন সব সময় ।

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:১৫

ডঃ এম এ আলী বলেছেন:
এতদিন Oats এর নাম শুনেছি কিভাবে কি করমভাবে খাওয়ার মধ্যে চলে আসে সে বিষয়ে তেমন জ্ঞান ছিলনা । পোস্টটি পাঠে কৌতুহল হওয়ায় Oats এর সাথে আরো একটু পরিচিতির জন্য একটু খাটাখাটুনি করতে হয়েছে । বাংলাদেশে Oats এর চাষ বলতে গেলে নাই । তবে বুঝা গেল Oats মোটামুটি একটি সিরিয়াল জাতীয় খাদ্যদ্রব্য , যাকে অনেকেই ছাতু তৈরীর উপাদান হিসাবেও ব্যবহার করতে পারে তবে ইউগটের সাথে বিভিন্ন জাতের ফল মিশিয়ে খেতে পারে ।
আপনার রেসিপিটা পছন্দ হয়েছে ও সেটা ফলো করে ঘরেই তৈরী করছি , খেতে বেশ সুস্বাদু । অনেক ধন্যবাদ রেসিপি দেয়ার জন্য ।
Oats গাছের একটি ছবি এখানে সংযোজন করা হল।

১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৫৮

দৃষ্টিসীমানা বলেছেন: ধন্যবাদ আপনাকে , ওটশ এর সুন্দর সঠিক বর্ণনার জন্য । শুভ কামনা ।

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৬

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতিউত্তরের জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.