নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানিনা কি লিখতে চাই,কি বা বলতে চাই,কত শত অব্যক্ত কথনগুমরে মরে হৃদয়ের কারাগারে .....

শেহজাদী১৯

আমি যে আঁধারের বন্দিনী আমারে আলোতে নিয়ে যাও

শেহজাদী১৯ › বিস্তারিত পোস্টঃ

ঈদ মুবারাক

১৪ ই মে, ২০২১ রাত ১:২৬



সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। রমজানের স্মৃতির মত চেয়েছিলাম ঈদ স্মৃতি নিয়েও কিছু লিখবো। কিন্তু হয়নি লেখাটা। তবুও এই চাঁদ রাতে মনে পড়ে মেহেদীর লাল টকটকে হাতে সেই অপরুপ গন্ধ নিয়ে ঘুমিয়ে পড়া। সকালে উঠে সবার আগে চেক করা মেহেদীর রং গাঢ় হলো তো???

মা যথারীতি রান্নাঘরে। সেমাই আর পোলাও এর গন্ধে ঈদের গন্ধ ভেসে আসে। তাড়াতাড়ি গোসল, নতুন জামা, বন্ধুদের বাসায় বেড়াতে বের হওয়া দল বেঁধে। সারাদিন পর ক্লান্ত শ্রান্ত হয়ে ঈদের অনুষ্ঠান টিভিতে।

কোথায় হারিয়ে গেলো সেসব দিন? সেসব ঈদ! করোনাকালে যাওয়া হয় না কোথাও। তাই আসেন আমরা যার যার বাড়ীর সেমাই বাটি আর নতুন জামা না হোক ঈদের সেই পুরোনো পাঞ্জাবী আর শাড়িজামার ছবি দিয়ে ঈদ পালন করি সামুতেই। আর ভারচুয়াল সালামী দিতে তো দোষ নেই তাইনা?? সেই ভারচুয়াল সালামী চাইলাম সবার কাছে। জটিলভায়ের কাছে সবার আগে দাবী রেখে ঘুমাতে গেলাম। সকাল সকাল চাই সবার বাড়ির সেমায়ের বাটি।

সবাইকে ঈদ মুবারাক আর ঈদের সালাম। সালামী ভারচুয়াল না দিয়ে সরাসরি না দিতে পারলেও.....

দেখে নিন পোস্টে দেওয়া ছবিটা। আর ছবির পদ্ধতিতে বলেই দেওয়া আছে কেমন করে পাঠাবেন। পাঠাতে চাইলেই বিকাশ নাম্বার শেয়ার করে দেবো। হে হে ..

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০২১ রাত ১:৩৫

ডঃ এম এ আলী বলেছেন:



বিকাশের বিকাশ ঘটুক কাঙ্খিতভাবে ।
ঈদে সালামি পেলে খুশি হয় না এমন পাবলিক খুব কমই আছে এ দুনিয়ায়।
আর সালামির পরিমাণ যত বেশি হয়, খুশির মাত্রাও বেড়ে যায় তার কয়েক গুণ।
যথা সময়ে সালামী পৌঁছে যাবে ।
ঈদ হোক আনন্দঘন সকলের সাথে ।

ঈদের অগ্রীম শুভেচ্ছা রইল ।

১৪ ই মে, ২০২১ রাত ১:৩৯

শেহজাদী১৯ বলেছেন: যাক তবু আপনি এলেন। নির্ভিক মানুষ হয়ে। আমি তো ভাবলাম সেলামী চেয়ে বিপদে পড়লাম। এই পোস্ট আর খুলেও দেখবে না কেউ। আপনার সেলামীর আশায় থাকলাম সেলামী পেলেই ছবি তুলে এইখানে পসবার সাথে শেয়ারও করা হবে। আপনি সময় করে আমার বাড়িতে এসে ঈদের সেমাই খেয়ে যাবেন। ঈদ মুবারাক।

২| ১৪ ই মে, ২০২১ রাত ১:৪৬

ঢুকিচেপা বলেছেন: আমি তো ছবি দেখে তাড়াতাড়ি এলাম বিকাশ নম্বর দিতে যেন সকালে ঘুম থেকে উঠেই দেখতে পারি টাকা এসে গেছে।
কিন্তু একি !!!!!

পালাই, পালাই

১৪ ই মে, ২০২১ রাত ১:৪৯

শেহজাদী১৯ বলেছেন: বিকাশ নাম্বার দিয়া যান সাথে মোর বিকাশ নাম্বারডাও নিয়া যান। সম পরিমান দিলেই চলবে।

১৪ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৫৩

শেহজাদী১৯ বলেছেন:
আপনার জন্য ইশপিশাল

৩| ১৪ ই মে, ২০২১ রাত ১:৪৮

জটিল ভাই বলেছেন: তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
আপনার পোস্টে নিজের নাম দেখিয়া আমি শিহরিত :D তাই আমার সবগুলো কার্ড পাঠিয়ে দিলাম। ইচ্ছেমতো খরচা করুন
:)

১৪ ই মে, ২০২১ রাত ১:৫৩

শেহজাদী১৯ বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ। বড়ই খুশি হইলাম। যাই এখুনি শপিং করে আনি।

এই নেন আপনার জন্যও পাঞ্জাবী আর সাথে ম্যাচিং মাস্ক




৪| ১৪ ই মে, ২০২১ রাত ২:১১

জটিল ভাই বলেছেন:

অনেক অনেক জটিলবাদসহ শুভেচ্ছা জানাই। সত্যি আপনার পোস্টে একটা ঈদ-ঈদ (খুশি-খুশি) আমেজ লাগছে :)
তবে আপনি এবারতো বহুদিন বাদে ঢু দিলেন। নিশ্চিত অনেক জমিয়ে শপিং করলেন :) তবে ভালো লাগলো শপিং করতে গিয়ে আমার জন্য কিনতেও ভুল করেননি দেখে :)
কিন্তু পোস্ট দিয়েতো আপনার ঘুমিয়ে পরার কথা ছিলো :P
আপনার জন্য আমার তরফ হতেও ক্ষুদ্র প্রয়াস :)

১৪ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৪৪

শেহজাদী১৯ বলেছেন: আসলেও ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে এই ড্রেস পরে ছবি তুললাম।

১৪ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৫০

শেহজাদী১৯ বলেছেন: জটিলভাই শাড়ি পরে আমাকে খুব সুন্দর লাগছে। তাই আপনার জন্য স্পেশাল সেমাই

৫| ১৪ ই মে, ২০২১ রাত ২:২৯

নেওয়াজ আলি বলেছেন: ফিলিস্তিন হতে বাংলাদেশ মৃতপিতার সন্তানের ঈদ। গুম, খুন, যুদ্ধ এবং দুর্ঘটনা এইসব মনুষ্য সৃষ্টিতে ঈদ। বিধাতার সৃষ্টি মহামারীতে ঈদ। অভিশাপ এবং আনন্দ।

১৪ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৪৬

শেহজাদী১৯ বলেছেন: হ্যাঁ শত বছরের অভিশাপ নিয়ে ঈদ। তবে যতক্ষন বেঁচে আছি একটু আনন্দে বাঁচি।
ঈদের সেমাই খান নেওয়াজ ভাই


৬| ১৪ ই মে, ২০২১ রাত ২:৪১

রাজীব নুর বলেছেন: সমস্যা হলো আমার বিকাশ নেই।

১৪ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৪৭

শেহজাদী১৯ বলেছেন: বিকাশে সেমাই পাঠালাম। খেয়ে ফেলেন রাজীবভাই।

৭| ১৪ ই মে, ২০২১ রাত ৩:২৪

স্থিতধী বলেছেন: সকাল সকাল চাই সবার বাড়ির সেমায়ের বাটি

সেমাই না, আপনি হালিম চাইলে ভাবতে পারতাম।

সালামী ভার্চুয়াল কি রিয়েল, পাওয়াতেই যত আনন্দ, দেয়াতে বড় কস্ট! :((

তবু দিলাম। একেবারে কড়কড়া নোট। ঈদ মোবারক! :)

সকাল সকাল চাই সবার বাড়ির সেমায়ের বাটি

সেমাই না, আপনি হালিম চাইলে ভাবতে পারতাম।

সালামী ভার্চুয়াল কি রিয়েল, পাওয়াতেই যত আনন্দ, দেয়াতে কস্ট! :((

তবু দিলাম। একেবারে কড়কড়া নোট। ঈদ মোবারক! :)

১৪ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৪৮

শেহজাদী১৯ বলেছেন: থ্যাংক ইউ ভাই আমিও সালাম করে সেলামী নিয়ে নিলাম'।

নেন সেমাই খান

৮| ১৪ ই মে, ২০২১ দুপুর ১২:২৪

রাজীব নুর বলেছেন: করোনা মহামারী এখনও তার থাবা বিস্তার করে রেখেছে। কেড়ে নিচ্ছে বহু প্রাণ। আমাদের জন্মভূমিতে এখন সে ভয়াবহ রূপ নিয়ে বিরাজমান। সতর্কতার বিকল্প নেই। বেঁচে থাকলে ঈদ আরও আসবে জীবনে। ঘরে থাকুন, নিরাপদ থাকুন।

১৪ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৪৮

শেহজাদী১৯ বলেছেন: ঘরে আছি। নিরাপদে আছি কিনা জানিনা/

তাই বিকাশ সেমাই।

৯| ১৪ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: ঈদ মোবারক।

১৪ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

শেহজাদী১৯ বলেছেন: ঈদ মুবারাক মাইদুলভাই।

১০| ১৪ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

জটিল ভাই বলেছেন: শাড়িতে ছবির মানুষটির চেয়ে নিশ্চিত আপনাকে আরো বেশি সুন্দর লাগবে :)
অনেক অনেক ধন্যবাদ। পনার এই আন্তরিকতার জন্য আমার পক্ষ হতে ছোট্ট উপহার :)

১৪ ই মে, ২০২১ রাত ৮:২১

শেহজাদী১৯ বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।

১১| ১৪ ই মে, ২০২১ রাত ১১:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এই লন কড়কড়া ২০০ টাকা

১৪ ই মে, ২০২১ রাত ১১:২৮

শেহজাদী১৯ বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ। আইসক্রিম কিনে আনি।

১২| ১৬ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ঈদ মোবারক।
বাংলাদেশে কি ২০০ টাকার নোটও আছে নাকি?
আমার জানা ছিল না।
কত কিছু যে জানি না।

১৯ শে মে, ২০২১ রাত ১০:৫৩

শেহজাদী১৯ বলেছেন: আছে তো। দেখেন নুরুভাই দিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.