নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানিনা কি লিখতে চাই,কি বা বলতে চাই,কত শত অব্যক্ত কথনগুমরে মরে হৃদয়ের কারাগারে .....

শেহজাদী১৯

আমি যে আঁধারের বন্দিনী আমারে আলোতে নিয়ে যাও

শেহজাদী১৯ › বিস্তারিত পোস্টঃ

মানুষ আমি আমার কেনো পাখির মত মন

৩০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:২৭



বিধাতা আমাকে দেয়নি দুইটি পাখা
তবু আমার মনেতে স্বপন আঁকা
উড়ে উড়ে যাই দূর আকাশের পথে
সাদা সাদা মেঘ ভেলাদের সাথে সাথে।


বসে থাকি চেয়ে পড়ে থাকি গৃহকোন
উড়ে যায় এই পাখির মতন মন।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৪

কামাল৮০ বলেছেন: বিধাতা আপনাকে পাখা দেয়নি কিন্তু মানুষ আপনাকে উড়ার ব্যবস্থা করে দিয়েছে।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
তুমি যদি পাখি হয়ে উড়ে যাও বনে
আমাদের কথা কভু পড়বে কি মনে?
বন থেকে বনে যাবে উড়ে
দূর থেকে যাবে বহুদূরে
আসবে কুলায় ফিরে পাখিদের সনে।
আমরা হেথায় রবো তোমার বিহনে।।

অনেক কাল আগে লিখেছিলাম, তাও মুখস্থ আছে দেখে নিজেকে ধন্যবাদ দিলুম :) কলেজ ফার্স্ট ইয়ারের শেষ বা সেকেন্ড ইয়ারের শুরুতে। তো, যে-পাখিকে নিয়ে লেখা, সেই পাখিটা সত্যিই উড়ে গেছে :( :( :)

কামাল ভাই ভালো বলেছেন। বিধাতা আপনাকে পাখা দেন নি, কিন্তু মানুষ আপনাকে ওড়ার ব্যবস্থা করে দিয়েছে। আবার দেখুন, মনে মনে উড়ে যাওয়ার ক্ষমতা পাখির নাই, মানুষের আছে :)

ঝড়ের মধ্যে পাখিরা কীভাবে টিকে থাকে? আমার স্ত্রী বাসায় পাখি পোষে আমার ইচ্ছার বিরুদ্ধে। ওগুলো দেখলে আমার কষ্ট লাগে। আমরা পাখির মতো হতে চাই, কিন্তু পাখি হওয়ার মধ্যে যে কত ভয়াবহ বিপদ আছে, তার কথা ভাবি না কখনো। প্রথম বিপদ হলো, আপনি কথাই বলতে পারবেন না :( আপনি যদি হন টিয়া, তাহলে কাক থেকে ঈগল পাখি, সবার শিকার হবেন আপনি।

তাইলে, "মানুষ আমি, আমার কেন পাখির মতো মন?"

অনেকদিন পর শেহজাদী এলেন এই নিকে। কবিতা নিয়ে।

কবিতার জন্য শুভেচ্ছা।

৩| ০১ লা অক্টোবর, ২০২২ রাত ১২:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: উড়তে পারলে ভালোই হতো। যানজটে নাকাল হতে হতো না।

৪| ০১ লা অক্টোবর, ২০২২ রাত ৮:৫৯

আখেনাটেন বলেছেন: উড়ে উড়ে যাই দূর আকাশের পথে
সাদা সাদা মেঘ ভেলাদের সাথে সাথে।
--- কিশোরীদের নিত্যদিনের স্বপন। :D

দেশে সময়ের সাথে অবশ্য সাদা-কালো মেঘের ঠোকাঠুকিতে স্বপন-টপন দেখা ছেড়ে বেশির ভাগেরই কালবৈশাখী ঝড়ের সাথে আনাগোনা জীবন পার। :(( :((

*গৃহকোন < গৃহকোণ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.