![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যে আঁধারের বন্দিনী আমারে আলোতে নিয়ে যাও
তারে ধরি ধরি মনে করি
ধরতে গেলেম আর পেলাম না
ধরি ধরি মনে করি
ধরতে গেলেম আর পেলাম না
দেখেছি,
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
বহু দিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে,
বহু দিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে,
সুজনের সঙ্গে হবে দেখা শুনা।
তারে আমার আমার মনে করি,
আমার হয়ে আর হইলো না
আমার আমার মনে করি,
আমার হয়ে আর হইলো না
দেখেছি,
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।
সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে,
সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে
মরমে জ্বলছে আগুন আর নেভে না।
আমায় বলে বলুক লোকে মন্দ,
বিরহে তার প্রাণ বাঁচে না
বলে বলুক লোকে মন্দ,
বিরহে তার প্রাণ বাঁচে না
দেখেছি,
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।
পথিক কয় ভেবো নারে ডুবে যাও রূপসাগরে,
পথিক কয় ভেবো নারে ডুবে যাও রূপসাগরে,
বিরলে বসে করো যোগ-সাধনা।
একবার ধরতে পেলে মনের মানুষ,
ছেড়ে যেতে আর দিও না
ধরতে পেলে মনের মানুষ,
ছেড়ে যেতে আর দিও না
দেখেছি,
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।
তারে ধরি ধরি মনে করি
ধরতে গেলেম আর পেলেম না
ধরি ধরি মনে করি
ধরতে গেলেম আর পেলেম না
দেখেছি,
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।
১৪ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪৪
শেহজাদী১৯ বলেছেন: হ্যা আমি লিখসি কি বোর্ড দিয়ে
তার আগে অনকই লেখসে কলম দিয়ে।
তারও আগে লালন শাহে লিখছে মুখ দিয়ে।
২| ১৪ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪৩
শেহজাদী১৯ বলেছেন: যে দুইজন পেলাস দিলেন তাদেরকে জানাই ধন্যবাদ।
এই গান শুনতে শুনতে পোসট লিখে ফেলছি।
৩| ১৪ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:৫৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
লেখক বলেছেন: হ্যা আমি লিখসি কি বোর্ড দিয়ে
তার আগে অনকই লেখসে কলম দিয়ে।
তারও আগে লালন শাহে লিখছে মুখ দিয়ে।
================================
হা, হা, হা!!! তাই তো বলি এতো চেনা চেনা লাগে কেন!!!
৪| ১৪ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:২০
মনিরা সুলতানা বলেছেন: প্লাস টা পছন্দের গানে দিয়েছি
সত্যি বলতে যত পরিচিত গান ই হোক না কেন, লিরিক সবসময় সবার মনে থাকে না।
৫| ১৪ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:৩৮
আহমেদ জী এস বলেছেন: শেহজাদী১৯ ,
শেহজাদীর রঙ্গরস তো বেশ !
১ নম্বর মন্তব্যের উত্তরে তারই রেশ..................
৬| ১৪ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:২৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন।
৭| ১৪ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৪৯
আরইউ বলেছেন:
এধরণের পোস্টের মানে কী! লিরিকস পোস্ট করার আগে নিজে থেকে দু‘ চারটা কথা লিখতে পারতেন।
৮| ১৪ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৪৯
রূপক বিধৌত সাধু বলেছেন: শেহজাদী ১৯ বলেছেন: যে দুইজন পেলাস দিলেন তাদেরকে জানাই ধন্যবাদ। এই গান শুনতে শুনতে পোসট লিখে ফেলছি।
মনিরা সুলতানা বলেছেন: প্লাস টা পছন্দের গানে দিয়েছি সত্যি বলতে যত পরিচিত গান ই হোক না কেন, লিরিক সবসময় সবার মনে থাকে না। গানটা আমার পছন্দের। লিরিকসও মনে ছিল। লাইকটা মূলত পছন্দের কারণে দেওয়া।
৯| ১৪ ই অক্টোবর, ২০২২ রাত ১১:২২
পোড়া বেগুন বলেছেন:
সুন্দর কাব্য কথা, ভালো লেগেছে।
আরও লিখুন। শুভকামনা রইলো।
১০| ১৫ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
এ গানটার গীতিকার ও সুরকারের নাম : বাউল কৃষ্ণ প্রসন্ন সেন। কোথাও বা দেখা যায় নবনীতা দাস বাউলের নাম।
নিন, কিছু গানের লিংক দিয়ে গেলুম। কোনটা বেশি ভালো লাগলো?
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এই অপূর্ব গানটি কি আপনি লিখেছেন?
লালনের গানের মতো!
বেশ হয়েছে।