![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলাদেশি ....আমি বাঙালী....আমি মুসলিম....আমি বাংলার জন্য জীবন দিতে সর্বদা প্রস্তুত ।
ঘটনাঃ বিনাশুল্কে ট্রানজিট দেয়া হল।
কারনঃ নিজের বাড়ির উঠান ব্যাবহার করতে চাইলে কি প্রতিবেশীর কাছে ট্যাক্স চাওয়া যায়? এটা নিতান্তই অভদ্রতা। (জনৈক বিশিষ্ট উপদেষ্টা)
ঘটনাঃ সুন্দরবনে ট্যাংকার ডুবির পরেও ভারতীয় জাহাজ চলতে দেয়া।
কারনঃ হঠাৎ করেই তো প্রতিবেশীর জাহাজ বন্ধ করা যায় না।
ঘটনাঃ সীমান্তে ফেলানির লাশ এবং প্রতি সপ্তাহে এমন একটি করে ঘটনা।
কারনঃ আমাদের দেশের লোকজন চোরাচালান করে তাই ওরা শাস্তি দেয়। ওরা অনেক রহম করে চাইলে এর চেয়ে অনেক বেশী মারতে পারত। লাশ যে ফিরত দেয় এটাই বা কম কিসে।
ঘটনাঃ বিশ্বকাপে ঘটানো নাটক সমূহ।
কারনঃ বাংলাদেশ এমন এক জাতী যাঁদের উনারা জন্ম দিয়েছেন এবং আজও উনাদের মুখাপেক্ষি (উনাদের ধারণা)। ঐ দেশে আমাদের এত গুণগ্রাহী আছেন যে আমাদের এমণ কাজ করতে প্রতিক্রিয়া চিন্তা করা লাগে না। কিন্তু প্রতিক্রিয়া দেখার পর আরও সাবধানী (
wink emoticon
)
ঘটনাঃ বাংলাদেশ হইতে ব্যান্ডউইথ রপ্তানি।
কারনঃ এত অব্যাবহ্রিত ব্যান্ডউইথ দিয়ে কি করব এর চেয়ে দাদারা এই ব্যান্ডউইথ নিয়ে ওনাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ইন্টারনেট এর আলক বারতিকা পৌঁছে দিক। (যদিও এই ব্যান্ডউইথ বাংলাদেশের গ্রামের স্কুল কলেজ বা অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে দিলে তরুন সমাজ নিজেদের উদ্যগে এই সকল প্রতিষ্ঠানে দূর শিক্ষণ চালু করতে পারত। যেহেতু এরা রবীন্দ্র ভক্ত এবং কবিগুরু বলেছিলেন "চাষার ছেলে পুলে বিশ্ববিদ্যালয় দিয়ে কি করবে!" সেহেতু গ্রামের চাষার ছেলে পুলের চেয়ে দাদা দের দেশের দাদারা যদি এই ব্যান্ডউইথ দিয়ে একটুও উপকৃত হয় তবেই তাদের শান্তি।)
আমাদের দাবিঃ Guardian রিপোর্ট অনুসারে ৬৩৬ মিলিওন ভারতীয় জনগনের স্যানিটারি ল্যাট্রিন নেই এবং তাদের মতে এই জন্য ই নাকি ভারতে অনেক ধর্ষণের ঘটনা হয়। তাই আমাদের দাবী এই ব্যান্ডউইথ না দিয়ে দয়া করে স্যানিটারি ল্যাট্রিন সল্পমুল্যে (ছাড়ে) রপ্তানি করুন। এতে করে প্রতিবেশীর অনেক বেশী উপকার হবে।
গার্ডিয়ানের রিপোর্ট টির লিঙ্কঃ (Click This Link
আসুন নিমকহারাম না হয়ে এই দাবী পুরনের জন্য আমাদের জনপ্রতিনিধিদের কাছে আকুল আবেদন জানাই।
পুনশ্চঃ ফেলানি সহ সকল হতভাগা বাংলাদেশী যাঁদের লাশ ফিরে পেয়েই আমরা তৃপ্তির ঢেঁকুর তুলি তাদের নিকট ক্ষমা চাই আমাদের ক্ষমা করে দাও আমরা যে বিভক্ত জাতী আজ। তোমরা ক্ষমা না করলে আরও বেশী বিভক্ত হব এবং নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনব।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৪
শেখ এম উদ্দীন বলেছেন:

এই হইল আমাদের পুরুস্কার