![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলাদেশি ....আমি বাঙালী....আমি মুসলিম....আমি বাংলার জন্য জীবন দিতে সর্বদা প্রস্তুত ।
একটি পোষ্ট নির্বাচিত পোষ্ট হওয়ার জন্য তার কি কি যোগ্যতা থাকতে হয়?
আশা করি গঠনমূলক এবং সঠিক তথ্য ভিত্তিক উত্তর পাব।
ভালো থাকুন সবাই। ভাল থাকুক আমার মাতৃভূমি।
১২ ই মে, ২০১৫ বিকাল ৪:০১
শেখ এম উদ্দীন বলেছেন: বলেন ভাই নিজের কাজ পরের জন্য ফেলে রেখে কি লাভ?
২| ১২ ই মে, ২০১৫ বিকাল ৩:২৬
বিদগ্ধ বলেছেন: লেখতে থাকুন। এদের সাথে অভিমান করলে লেখার ফোকাস হারিয়ে ফেলবেন।
লেখার মান থাকলে নির্বাচিত কোনদিন কোথাও হবেই।
৩| ১২ ই মে, ২০১৫ বিকাল ৩:৩৩
মিন্টুর নগর সংবাদ বলেছেন: অ্যাডমিন (বৃন্দ) এর নিকট আমারো একটি জিজ্ঞাসা আমার লেখা কি কারনে প্রথম পাতায় যাচ্ছে না ।
৪| ১২ ই মে, ২০১৫ বিকাল ৩:৫৩
কানাই স্যার বলেছেন: প্রথম পাতার উপযোগী লেখা না হলে কি করে প্রথম পাতায় যাবে ভাই? লিখতে লিখতে লেখক হতে হয় জানেন না? এই যে আমার কথাই ধরুন। আমার সঙ্গে তো এডমিনের কোন খায় খাতির নাই। আমার লেখা তো প্রথম পাতায় ছেপেছে? ভাল তো। ভাল না? আগে খেয়াল করে দেখুন, আপনার লেখা কতটা সমসাময়িক। খেয়াল করুন, কি ধরণের লেখা প্রথম পাতায় যাবার যোগ্যতা রাখে। তাহলেই বুঝতে পারবেন।
১২ ই মে, ২০১৫ বিকাল ৩:৫৭
শেখ এম উদ্দীন বলেছেন: ভাই আপনার প্রোফাইল পিকচার কি এর কারন নাকি লেখা?
আসলে আমি অনেক নির্বাচিত লেখা পড়ি কিন্তু মাঝে মাঝে এর চেয়ে অনেক ভালো লেখাও নির্বাচিত পোষ্ট হয় না।
যদিও আমি ওত ভালো লেখি না তবে অনেকেই অনেক নির্বাচিত পোষ্টের চেয়ে ভালো লিখে।
এবং আমি মনে করি অনেকেই আমার সাথে এক মত হবেন।
দুঃখিত আমি যদি আপনাকে কষ্ট দিয়ে থাকি।
৫| ১২ ই মে, ২০১৫ বিকাল ৪:০১
শেখ এম উদ্দীন বলেছেন: আপনার কোন কোন লেখা প্রথম পাতাতে এবং কোন কোন লিখা নির্বাচিত হয়েছে একটু বললে আমি পড়ে দেখতাম আসলে আমার লিখাতে কি উন্নতি করতে হবে।
http://www.somewhereinblog.net/blog/kanaisir
৬| ১২ ই মে, ২০১৫ বিকাল ৪:২২
আদম_ বলেছেন: লেখা যতো বাজে ও বিদঘুটে হবে, নির্বাচিত পাতায় যাবার সম্ভাবনা ততো বেশি। কবিতা লেখলে তা নির্বাচিত পাতায় যাবেই যাবে। যত বেশি আবাল মার্কা কবিতা ততো বেশি চান্স। সামু বল্গ একটা কবিতার ভাগাড় (এই শিরোনামে একটা বল্গ দিবো তাড়াতাড়ি)। নির্বাচিত পাতা পড়ে মাথা গরম করে লাভ নেই।
১২ ই মে, ২০১৫ বিকাল ৫:৩৪
শেখ এম উদ্দীন বলেছেন: দিলাম তাইলে একটা কবিতা কি বলেন আদম ভাই :প
৭| ১২ ই মে, ২০১৫ বিকাল ৪:৪২
জনতার রায় বলেছেন: সামু ব্লগের অধিকর্তারা কোন মতের অনুসারী, সেটা জেনে সেই মতের বিরোধীদেরকে পচিয়ে যে কোন পোস্ট দিলেই সেটা নিরবাচিত পাতায় যেতে বাধ্য।
৮| ১২ ই মে, ২০১৫ বিকাল ৫:৩৭
শেখ এম উদ্দীন বলেছেন: আদম ভাইয়ের কথা মত দিলাম এক কবিতা দেখি সামু কেমন করে?
৯| ১৩ ই মে, ২০১৫ ভোর ৬:২৫
শেখ এম উদ্দীন বলেছেন: সামু আর কেমন করব টাইমলাইন কবিতা দিয়া ভইরাগেল এই এক কবিতা পোষ্ট দেয়ার সাথে সাথেই
তাই আমার জিজ্ঞাসা
আজ যে সামুতে কবিতার বাধ ভেঙে গেল গো।
এত কবিতার ভিড়ে আমারটি খুঁজে পাওয়া দায়
ইহা কি এমনি এমনি হইল নাকি কারো অভিনয়?
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৫ বিকাল ৩:২১
নুর ইসলাম রফিক বলেছেন: কেউ উত্তর দেবে না ভাই,কারন সবাই ভিতুর ডিম।
কারণটা পড়ে বলছি।