নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগ আমার বাসার ড্রয়িং রুমের মত, আমি এখানে যেকোনো কিছু দিয়ে সাজাতে পারি আপনার পছন্দ না হলে বলতে পারেন আমার কোন আসবাবটির অবস্থান বা ডিজাইন আপনার পছন্দ হয় নি এবং কেন হয় নি। তবে তা অবশ্যই ভদ্র ভাষাতে। ভাষার ব্যবহার করতে জানা অনেক বড় একটি গুন

শেখ এম উদ্‌দীন

আমি বাংলাদেশি ....আমি বাঙালী....আমি মুসলিম....আমি বাংলার জন্য জীবন দিতে সর্বদা প্রস্তুত ।

শেখ এম উদ্‌দীন › বিস্তারিত পোস্টঃ

অ্যাডমিন (বৃন্দ) এর নিকট একটি জিজ্ঞাসা [ফলোআপ পোষ্ট]

২৪ শে মে, ২০১৫ সকাল ৮:১৬

আমি গত ১২ মে ২০১৫ তারিখে বিকাল ৩ঃ০৯ ঘটিকাতে একটি পোষ্ট দেই এই একই শিরোনামে। যেখানে আমি সম্মানিত অ্যাডমিন বৃন্দের সদয় দৃষ্টি কামনা করেছিলাম। তাঁদের অনুরধ করেছিলাম যেন আমার মত নতুন এবং দুর্বল লেখকদের জানানোর জন্য একটি পোষ্ট দেন যাহা হইতে আমরা জানতে পারব আসলে আমাদের লিখার কোন গুনগত মানের পরিবর্তন করলে তা নির্বাচিত পোষ্টের পাতাতে যাবে। কিন্তু অদ্য পর্যন্ত এই ব্যাপারে কোন কিছুই পেলাম না।


এই পোষ্টে অনেক ভাই বললেন কবিতা লিখেন তাইলে যাবে দিলাম এক খানা কবিতা তাও দেখলাম আসলো না। তখন বুঝলাম হয়ত শক্তিশালী লেখনি না হলে আসার সম্ভাবনা থাকে না। এমন কিছু শক্তিশালী লেখিনির উদাহরণ নিচের ছবিতে দিলাম।



কিন্তু এর অনেক পোষ্ট পড়ে আমি নিজেই সন্তুষ্ট হতে পারলাম না। যদিও এর কারন হয়ত আমার জ্ঞানের স্বল্পতা যার দরুন এই সকল নির্বাচিত পোষ্টের শিল্প মর্যাদা বুঝে উঠার ক্ষমতা আমার হয় নি। এই জ্ঞানের স্বল্পতা দূরীকরণের উদ্যেশে ই আমি এই পোষ্ট গুলো দিচ্ছে যেন অ্যাডমিন বৃন্দ দয়া করে আমাকে এই জ্ঞান স্বল্পতা হতে উদ্ধার করেন। নিচে আমার সাম্প্রতিক কিছু পোষ্ট দিলাম।



এই পোষ্টগুলোর একটিও যদিও নির্বাচিত পাতাতে আসে নি তবে উনারা দয়া করে আমার সকল পোষ্ট প্রথম পাতাতে ছাপান (যদিও ভয়ে আছি এই পোষ্ট দেবার পরে সেই সুবিধা টুকুন কেড়ে নেয়া হয় কিনা, কারন বাঙ্গালী কেড়ে নিতে বড্ড পারদর্শী)। অতপর গত ২২ মে জাফর স্যার কে নিয়ে একটি লিখা দিলাম যা দুই ঘণ্টাতে ৯৬ বার পঠিত হয় এবং আজ সকাল পর্যন্ত ৫১০ বার পঠিত বিধি বাম এই লেখাতেও হয়ত শৈল্পিক জ্ঞানের অভাবে কোন অলঙ্কার দিতে ভুলে গেছি ফলে এটিও আসলো না নির্বাচিত পোষ্টের তালিকাতে।



সর্বশেষে অ্যাডমিন বৃন্দকে আমি করজোড়ে মিনতি করে বলছি ভাই আমাদের মত শৈল্পিক জ্ঞানের অভাব সম্পন্ন লিখকদের জন্য দয়া করে কি একটু বলা যাবে কীভাবে লিখলে বা কোন বিষয়ে লিখলে অথবা কোন কোন অলঙ্কার থাকলে বা বাদ দিলে একটি লিখা আপনাদের নির্বাচিত পোষ্টের পেইজে আসবে ভাই-বোন গণ?

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৫ সকাল ৮:৪০

জাম্মাম খাঁ বলেছেন: রাইঠ

২| ২৪ শে মে, ২০১৫ সকাল ১০:২০

এন জে শাওন বলেছেন: হুম আমিও একই সমস্যায় ভুগিতেছি।

৩| ২৪ শে মে, ২০১৫ সকাল ১০:৪৪

জামাল হোসেন (সেলিম) বলেছেন: লিখার দরকার লিখে যাই। ( ব্যাস্ত জীবনে যদিও সময় পাই খুব কম) মনের তাগিদে লিখি। তার পর পোষ্ট দেই। নির্বাচিত না অনির্বাচিত কখনো ভেবে দেখার ফুরসত পাইনি। নির্বাচিত পাতার যে আলাদা একটা ভ্যালু আছে আজ বুঝতে পারলাম। সে যাই হোক, লেখকের দাবীর সাথে একাত্ততা প্রকাশ করছি। কেহ কিছু জানতে চাইলে তাঁকে জানতে দেয়া উচিত।

২৪ শে মে, ২০১৫ সকাল ১১:২৪

শেখ এম উদ্‌দীন বলেছেন: নিরবাচিত মানেই একটি ভালু ভাই।
অমন কোন পেজ না থাকলে চাহিদাও হয়ত থাকতো না।
আমিও মনের খোঁড়াক যোগাড় করার জন্য লিখি।

আমি জানতে চাই। :)

৪| ২৪ শে মে, ২০১৫ সকাল ১০:৪৭

আমি মিন্টু বলেছেন: আমাদের দাবী আমাদের দাবী মানতে হবে মানতে হবে ।

২৪ শে মে, ২০১৫ দুপুর ১:০৩

শেখ এম উদ্‌দীন বলেছেন: পুরোনো ডায়ালগ
তবে মানবে কিনা তা অ্যাডমিন ভাই বোন দিগই জানেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.