![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলাদেশি ....আমি বাঙালী....আমি মুসলিম....আমি বাংলার জন্য জীবন দিতে সর্বদা প্রস্তুত ।
জন্মযুদ্ধকে এভাবে আত্মিকরন করে নেয়ার পরেও যাঁদের ভারত প্রীতি কমে না তাঁদের কি বলব?
সেনাবাহিনী দিয়ে সহযোগিতা করার মানে এই নয় তোমরাই সব করে ফেলেছ আর বাংলার দামাল ছেলেরা বসে বসে হুক্কা টেনেছে।
মুক্তি যুদ্ধের চেতনা না জেনেই যারা চেতনা চেতনা বলে ফেনা তুলে ফেলে তাঁদের এই ছবি দেখলেই কি আর না দেখলেই কি।
কেউ কি আছে এর প্রতিবাদ করবে নাকি আমাদের নতুন প্রজন্ম ও ধরেই নিয়েছে এটা ভারত পাকিস্তান যুদ্ধ ছিল যা দাবীর জন্যই সেই ৪৪ বছর পূর্বে ঐ নাটক রচিত হয়েছিল।
মা বোনের ইজ্জত দিলাম, বুকের রক্তে জমিন লাল করলাম আমরা আর এটা নাকি ভারত পকিস্তান যুদ্ধ?//
কোথায় আমাদের জ্ঞানী গণ এখন কি হল আপনাদের? ঘুমিয়ে রয়েছেন কারন দাদা দের ব্যাপারে যত চুপ থাকব ততই স্বার্থ সিদ্ধ হবে এই তোঁ?
থাকেন ঘুমিয়ে থাকেন। একদিন সময় আসবে যেদিন বাংলার জনগন এই নব্য সম্রাজ্যবাদিদের শোষণ হতে নিজেদের মুক্ত করবে সেই দিনের অপেক্ষাতে থাকালাম।
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২১
শেখ এম উদ্দীন বলেছেন: আমার বাবা দেশের জন্য যুদ্ধ করেছেন এমনকি সনদ পত্র খানাও নেন নাই। আর আমি দেশের এমন একটা অর্জন কে চুরি করা নিয়ে কিসের আশাতে কথা বলছি??
ভারত বিরোধিতা মানেই রাজাকার?? হাসাইলেন জনাব
ভাসানি বার বার বলেছিল আমাদের অস্ত্র দেও আমাদের সৈন্য দেওয়া লাগবে না, এই সকল দিক বিবেচনা করেই বলেছিলেন। আর তা বুঝতে মাথা লাগে অন্ধ তাবেদার রা এগুলা বুঝবেও না আর বুঝার চেষ্টাও করবে না।
ভাই আপনাকে আগেও বলেছি আপনি যদি কোন দিকে মাথা বিক্রয় করে থাকেন হোক সে জামাতি কিংবা নব্য চেতনা ব্যবসায়ী আমার কথা আপনার ভালো লাগবে না।
নিরপেক্ষ ভাবে শুধু বাংলাদেশের দালালি করি আমি তাই ভারত পাকিস্তান দুই দেশের দালাল দেরই দেখতে পারি না।
১৩ দিনের যুদ্ধকে যদি নয় মাসের দ্ধারা পরিবর্তন করেন তাহলে ৩০ লক্ষ শহীদের অপমান করা হয় এই টুকু বুঝেন?
সাধারণী করনের সুত্র আপনাদের অন্ধ করে দিচ্ছে ভাই। যারা পোস্ট দিচ্ছে তারা কে কি তা এই ভারচুয়াল জগতে এতো সহজে সিদ্ধান্তে পউছতে দেয় বলে জানি না।
ভালো থাকুন বাংলাদেশের দালাল হন।
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
কলাবাগান১ বলেছেন: "মুক্তিযোদ্ধার" ছেলের গা জ্বলে !!!!
ওরা তো ১৩ দিন পাকিস্হানের সাথে সরাসরি যুদ্ধু করেছিল...ওদের কাছে আত্মসমর্পন করেছিল জেনেভা কনভেনশন মেনেই।
আজ আইএস এর সাথে যুদ্ধে আসাদ জয়ী হলে.. আসাদ ও বলবে স্বাধীনতা পেয়েছি, আবার ইরাক সরকার ও বলবে স্বাধীনতা পেয়েছি
আপনাকে আবার অনুরোধ করছি আপনি আর নিজেকে মুক্তিযোদ্ধার ছেলে বলে পরিচয় দিয়েন না...... আজ যতজন এই টপিক নিয়ে পোস্ট দিয়েছেন, সবাই তো জামাতি-রাজাকার সমর্থক..... তো আপনি ও যদি নিজেকে সেই কাতারে ফেলতে চান... সরাসরি বলেই ফেলুন....মুক্তিযোদ্ধার ছেলে বলেন কিসের আশায়!!!