![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার স্বপ্ন
উন্মাদ কবি
আমার স্বপ্ন!
সে তো স্বপ্নে দেখা রাজকন্যা।
ডাগর ডাগর চোখ, বাকা চাহনি,
ঠোঁটের কোনোয় এক চিলতে হাসি
কণ্ঠ যেন তানপুরার তারের সুর।
আমার স্বপ্ন!
প্রিয়ার চোখের কাজল
বার বার অভিমানের অশ্রু তে মুছে যাওয়া
আবার নতুন করে চোখের নিচে,
ঘন কাজলের আস্তরন।
আমার স্বপ্ন!
ঘন মেঘে ঢাকা আকাশ
দু চারটে গর্জন
অবিরাম বৃষ্টির মাঝে
কিশোরের বল নিয়ে ছোটাছোটি
সর্দি গরমি হয়ে বিছানায় নিবাস।
আমার স্বপ্ন!
হাতির পদ পৃষ্ঠে পৃষ্ঠ হওয়া
আরুষ্ট পিঁপড়ের প্রান।
কূপমণ্ডূকের আকাশ পানে প্রার্থনা
পরাধীনতার শিকল ছিঁড়ে
স্বাধীনতার আশে।
আমার স্বপ্ন!
সাহারার পাথরের নিচে
বেঁচে থাকা ক্ষুদ্র পোকামাকর,
জলের আশে ছোটাছোটি
বাস্তবতার আঘাতে নিঃষ্পেষিত।
আমার স্বপ্ন!
কবি গুরুর নির্ঝরে স্বপ্ন ভঙ্গ।
গড়া হবে শুরু, একটি দিন থেকে
অজানা নতুনের সন্ধানে।
স্বপ্নের মাঝে শুরু, স্বপ্নের মাঝে ই শেষ।
প্রথম স্বপ্ন আর শেষ স্বপ্নের মাঝে অসমতা।
তবু ও আমি দেখি স্বপ্ন, আমার স্বপ্ন।
©somewhere in net ltd.