![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি শার্লি নই! তবে, আমি ফ্রান্সের হত্যাকান্ডকে সর্বোতভাবে নিন্দা জানাই। আমি জানি না মতপ্রকাশের স্বাধীনতার সাথে সাথে "দায়িত্ববোধ" নামে কোন শব্দ ফরাসী অভিধানে আছে কি না। যদি না থেকে থাকে তাহলে তা অন্তর্ভুক্ত করা উচিত বলে মনে করি। স্যাটায়ারে ব্যাঙ্গ-বিদ্রুপ থাকবে সেটাই স্বাভাবিক; তবে শার্লি যা করছে সেটা বিদ্রুপ হিসেবে মানতে আমার আপত্তি আছে। তাদের পত্রিকায় মূলত বিদ্বেষ আর হিংসার বহিঃপ্রকাশ দেখতে পাই। এটা যদি স্বাধীনতা হয় তাহলে বর্ণবাদ, ইহুদী বিদ্বেষ কিংবা ফ্যাসিজম কেন নিষিদ্ধ থাকবে?
"জিহাদী ফ্রাংকেন্সটাইন"; যাকে বিভিন্ন সময়ে পশ্চিমা বিশ্ব নিজের মত করে ব্যবহার করেছে, তাকে উসকে দেবার কাজগুলো শার্লি' রা করে যাচ্ছে বেশ সফলতার সাথেই। আর এর ফল আদতে আমাদের মত দরিদ্র মুসলিম দেশগুলোকেই বয়ে বেরাতে হবে।তবে আমি একই সাথে বিস্মিত আমাদের ধর্মীয় নেতাদের অকার্যকরতা দেখে। পেশোয়ারের হামলার ব্যাপারে যাদের চরম নিষ্ক্রিয় দেখি , তারাই আবার ব্যাঙ্গচিত্র বা অনান্য বিষয়ে সক্রিয় হয়ে উঠেন। তাছাড়া তাদের কথার সাথে বাস্তবতার ফারাকও লক্ষ্যণীয়। আমার ধারণা বিভিন্ন বিষয় উপলব্ধি করে সে বিষয়ে যুক্তিযুক্ত মতামত প্রকাশের সক্ষমতা তাদের অধিকাংশেরই নেই।বিষয়টি বেদনাদায়ক ।এর অন্যতম কারণ ধর্মীয় শিক্ষা ব্যবস্থার দূর্বলতা । এর সাথে আরো কিছু বিষয়ও জড়িত। অথচ তাদের কাছ থেকেই বর্তমান অবস্থায় যথাযথ পদক্ষেপ প্রত্যাশিত ছিল।
©somewhere in net ltd.