![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের চলার পথ হলো কুয়াশচ্ছন্ন পথের মত ,
কুয়াশা বেশি হলে যেমন পথ চলা কঠিন হয় তেমনি
কস্ট বেশি হলে জীবন টাও অনেক কঠিন হয়ে যায়
……
কিন্তু আসলে, মানুষের শক্তি ও সম্ভাবনাই হচ্ছে
সবচেয়ে বড় কথা । তা-ই হচ্ছে মানুষের
জীবন । ব্যক্তি মানুষ সূর্যোদয় ও
সূর্যাস্তের মানুষ, দিন ও দিনান্তের মানুষ ।
আর তাই মানুষকে বেঁচে থাকতে হলে কিছু না
কিছু করতেই হয় । সবাই নিজের প্রয়োজনটা
বোঝে । যারা চালাক-চতুর, জীবনে তারা
গুছিয়ে নেয়; যারা বোকা তারা পারে না ।
কিন্তু জীবনে ঠেকে শিখে সবাই । মানুষ ফিরে
ফিরে নিজেকেই দেখতে চায় । তাই স্মৃতির
সাগরে ডুবুরির মতো খুঁজে বেড়ায় অতীতের
মণি-মুক্তা । স্মৃতি ভারাতুর হতে দারুণ
ভাল লাগে ।
মানুষের প্রতি মানুষের মায়া জন্মায়, মায়া
থেকে ভালোবাসাও আসে । কিন্তু শ্রদ্ধা
যদি তার সঙ্গে না মেশে তবে সে ভালোবাসা
এক সময় ফিকে হয়ে যেতে বাধ্য । এক জীবনে
মানুষ যা কিছু অধিকার করে, সবকিছুর জন্যই
নিজেকে দিয়ে মূল্য দেয়- জ্ঞান দিয়ে, শক্তি
দিয়ে, বুদ্ধি দিয়ে, আবার কখনো জীবন দিয়ে।
মানুষ একটা প্রানী ,ক্লাস সিক্স সেভেন এ আমরা
সবাই একটা ভাবস্প্রসারন পড়েছিলাম ,"প্রান
থাকলেই প্রানী হয় কিন্তু মন না থাকলে মানুষ
হয়না "-কথা সত্য ,এই মন মানুষকে আলাদা ও
উন্নত করেছে অন্য প্রানী থেকে । মন না থাকলে
হয়ত আমরা এমন হতাম না । কিন্তু প্রবলেম ও
আছে । বেশিরভাগ মানুষ তার জীবন পরিচালনা করে
মাইন্ড ডিরেকশনে অর্থাৎ মনের ইচ্ছামতো চলে
। আর তখনই মানুষ বেশি ভুল করে কারন মানুষের
মনটা খুবই ইন্নোসেন্ট ,খুব নাজুক ,আর খুব
ভালো । এটা খারাপ না বাট মাইন্ড ডিরেকশান এ
মানুষ যে কাজ গুলো করে তা তৎক্ষনাৎ ভালো
লাগলেও পরে ঠিক মনে হয়না । তবে মন টাকে
আরো সিন্সিয়ারলি ভাবে ব্যবহার করলে হয়ত
ভুল গুলো এড়ানো সম্ভব । অর্থাৎ আমরা
যেটাকে বলি বিবেক দিয়ে ভাবা , তাই
বিবেকসম্পন্ন মানুষ হওয়া আবশ্যক জীবনটাকে
আরো উপভোগ্য করার জন্য ! মানুষের জীবন
আসলে অনেক ভুল করে । প্রত্যকেই নিজের
জীবনকে রিওয়াইন্ড করলে এমন কিছু
ভুলের কথা মনে পড়বে যে গুলো আপনি
শুধরাতে চান ,কিন্তু পারবেন না ! কারন জীবন
পিছনে চলেনা ,সামনে চলে ,চলতেই থাকবে ……
একদিন থামবে । আসলে জীবন অবিশ্রাম, শুধু
মৃত্যুতেই তার বিশ্রাম ।
©somewhere in net ltd.