নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্যরকম ,বাট খুব সাধারন ।

অন্যরকম আমি

খুব সাধারন বাট অন্যরকম …

অন্যরকম আমি › বিস্তারিত পোস্টঃ

হাসিমুখ

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৪৬

হাস্যজ্জ্বল চেহারার যে মানুষটি
আপনার সামনে দাড়িয়ে অনর্গল
বকবক করছে আর কথার মাঝে জোক্স
বলে হাসিয়ে তুলছে আপনাকে ……
হয়ত তাকে দেখে কিঞ্চিত হিংসা উঁকি
দিচ্ছে আপনার মনের মাঝে ……
আহা ! নাজানি কতই না সুখী মানুষ
উনি ! !! কিন্তু আপনি হয়ত জানেন
না আপনার থেকেও সে মানুষটি অনেল
দু:খী তার দু:খ ভুলে থাকতে সে এই
পথ বেছে নিয়েছে ,হাসিমুখে সবার
সামনে আসে ,সবাইকে হাসিয়ে যায় …
আবার সবার আড়াল হলেই হাস্যজ্জল
চেহারায় বিষাদের ছায়া নামে , মনের
মধ্যে একগুচ্ছ কস্ট তাকে চেপে ধরে
আর চোখের কোণে একফোটা জল
আটকে থাকে ,পলক ফেলতেই সেই
ফোঁটাটা গড়িয়ে পড়ে ……………
সবার অলক্ষ্যে গড়িয়ে পড়া সেই এক
ফোঁটা জল যতক্ষণে শুকিয়ে যায়
ততক্ষনে আপনার সামনে একটা
হাস্যজ্জল মুখমন্ডল দন্ডায়মান
…………

সেই হাসিমুখ …ঠোঁট দুটো খুব দ্রুত
নড়ছে ,বাতাসের সাথে অজস্র শব্দ
বেড়িয়ে আসছে সেখান থেকে
…………… আপনার মনে হয়ত হিংসা
উঁকি দিচ্ছে ……আহা ………………!!!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১১:২৫

দ্যা ফয়েজ ভাই বলেছেন: ভালো লাগা রইল

১২ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৫০

অন্যরকম আমি বলেছেন: ধন্যবাদ ভাইয়া

২| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৫৭

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: লেখাটি ভাল লাগল। আমার দুঃখ আমার কাছেই থাক। ভালটুকু দিতে চাই অন্যকে।

৩| ১২ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৫৩

অন্যরকম আমি বলেছেন: হুম থনক্স

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.