নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্যরকম ,বাট খুব সাধারন ।

অন্যরকম আমি

খুব সাধারন বাট অন্যরকম …

অন্যরকম আমি › বিস্তারিত পোস্টঃ

জীবন ভাবনা -৩

০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৫



জীবন রহস্যময় ,গতিশীল,জটিল এক জিনিস ,আসলে জিনিস না , জিনিস বললে ভুল হবে ,
জীবন একটা ব্যাপার ,
একটা ভাবনা ,
একটা সত্য ……
অস্তিত্বহীন কিন্তু সর্বত্র বিরাজমান , তাকে ঘিরেই চলছে সব ……
যেমন সময় চলছে , সাথে জীবন ও চলছে ……
দিন যায় । বছরের পর বছর ঘুরে শীত, বসন্ত,
গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত - আগে যেমন
আসতো, এখনো তেমনি আসে, ভবিষ্যতেও
আসবে । কিন্তু মানুষ আসে একবারই, যখন
যায় চিরকালের জন্যই যায়; কেউ শুকনো
পাতার মতো ঝরে বিলীন হয়ে যায়, কেউ
রেখে যায় অবিনাশী স্মৃতি ।

জন্মগ্রহণমাএই মানুষ পরকালের টিকিট
হাতে ছুটতে শুরু করে ঘন্টায় ষাট্ মিনিট
গতিতে, কারো সাধ্য নেই রূখবার । সময় বড়
প্রবঞ্চক, খোলা আইসক্রীমের মতো
খাওয়া হোক বা না হোক ক্রমশ গলতেই
থাকে । আর তাই বেঁধে দেওয়া সময়ের
মাপকাঠিতে জীবন মহার্ঘ্য, অত্যন্ত
মূল্যবান । কিন্তু তাই বলে সে ভয়ে
সারাক্ষণ কুঁকড়ে থেকে পকেটে ভরে রাখবার
মতো কিছু নয় । যা যাবেই তা ধরে রাখবার
অতিরিক্ত আগ্রহ দেখিয়ে আসলে কোন
লাভ নেই ।
জীবন চলমান । ছক বাধাঁ ও ভাঙ্গার খেলা ।
শত পরিকল্পনার পরও ভবিষ্যতটা
অনিশ্চিত । আর তাই অদ্ভুত তার
আকর্ষণ, অনাবিল তার বৈচিএ্য । এগিয়ে
যেতে হবে, এগিয়ে যাবার নামই জীবন । থেমে
যাবার নাম মৃত্যু ……

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৫

কানিজ রিনা বলেছেন: বেশভাল

২| ০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৩

অন্যরকম আমি বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.