![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কস্ট লাগে..চারিপাশে তাকালে..
হা কস্ট লাগে যখন দেখি পাঞ্জাবী টুপি পড়া লোকটার দোকানে সবাই আশা নিয়া যায় যে হয়ত ভাল জিনিস পাবে কিন্তু সেই লোক টাও ওজনে আপনাকে ঠকিয়ে দেয়!!! তখন কস্ট লাগে!
যখন দেখি বোরকা আর নিকাব পড়া মেয়ে গুলো ও সন্ধ্যের পর লেকে বসে বয়ফ্রেন্ড এর সাথে রোমান্স করে! !! তখন কস্ট লাগে...
যখন দেখি পাচ ওয়াক্ত নামায পড়া... মুখ ভরতি দাড়ি আর টাখনুর উপর প্যান্ট পড়া ছেলেটাও হাতে সিগারেট নিয়ে ধোয়া ছাড়ে.... সত্যিই কস্ট লাগে তখন! !!
কস্ট হয়। যখন মানুষ রোবটের মত মসজিদে এসে কয়েকটা সিজদা ঠুকে বেড়িয়ে যায় আবার চায়ের দোকানে বসে গীবতে লিপ্ত হয়!!
কস্ট হয়... ওই মা বোনদের জন্য যারা নামায পড়ে আবার বসে পড়েন ওই হিন্দি সিরিয়ালের সামনে!!!
কস্ট হয় সত্যি কস্ট হয়!! এমনটা হবার কারন কি সেটাই ভাবিয়ে তুলে!!! কারন আমরা বাহ্যিক দিক দিয়ে ঠিক আছি কিন্তু আমাদেরদের ভিতর টা ভুল, প্রানহীন!! আমাদের আত্নার মৃত্যু হয়েছে !! যে মাংসপিণ্ড টা পবিত্র হবার কথা ছিল সেটা একদম কলুষিত... কালো হয়ে গেছে..
ভালো হওয়া সহজ নয়! কিন্তু খারাপ হওয়াও সহজ নয়!! আজ আমি আপনি খারাপ... কিন্তু ভেবে দেখুন একদিনে আমরা এমন হয়ে যায়নি!! হঠাত করে আপনি খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে যান না.. কারন শয়তান অত বোকা না! শয়তান অনেক দূরদর্শীজ্ঞান সম্পন্ন.. আজ আপনাকে একটু ভুল পথে নিয়ে গেছে.. কাল একটু... তারপর একটু... এভাবেই খারাপের মধ্যে আপনপনাকে ডুবিয়ে দিয়েছে... মৃত্যু ঘটেছে আপনার আত্বার! এটি একদিনে সম্ভব নয়.. কখনই নয়!! আস্তে আস্তে মৃত্যু হয়েছে আত্মার!! আজ একটা ভুল কে আশ্রয় দিয়েছি, শয়তান তার পথে একটু এগিয়েছে! তারপর আরেকটা ভুল.. তারপর আরেকটা...খারাপ কে খারাপ মনে করিনা আমরা এটাই সবচেয়ে ভুল! আমাদের উচিত ছিল ভাল কাজের দিকে আহবান করা আর খারাপ থেকে বিরত রাখা!! কিন্তু কস্ট হয়.. যখন একে অপরকে খারাপ কাজের দিকে ডাকি কিন্তু ভাল কাজের দিকে নয়!! আফসোস তাকিয়ে দেখি.. পাচজন বন্ধুর মধ্যে দুইজন নামাজ পড়লে নামাজের সময় ডাক দিলে অন্যরা আসেনা .. কিন্তু যখন বলে ইউটিউব এ নতুন হিন্দী গান আসছে সেটা দেখতে হুমড়ি খেয়ে পড়ে ঠিক ই.... আফসোস লাগে.. এখন এক বন্ধু আরেক বন্ধু কে মেসেজ দেয় এই নাও লিনক নতুন ভিডিও গান এসেছে রোমান্টিক !! কিন্তু কেউ বলেনা এই বইটা পড় যেটা পড়লে তুমি ভাল মানুষ হবে!! এভাবেই আজ শুরু ভুল পথের যাত্রার... কিন্তু আমরাই পারি একে অপরকে একটু ভাল কাজের কথা বলার মাধ্যমে.... বলতে হবে এটা খারাপ! ! খারাপ কে ভাল বলে মানলে আপনার আত্মার মৃত্যু নিশ্চিত!!!
শয়তান কে প্রশ্রয় দেয়া যাবেনা নাহলে আস্তে আস্তে ভুল থেকে ক্রমশ ভুলের দিকেই যাত্রা হবে....
ভাল হওয়া কঠিন... তবে চেস্টা করা উচিত নয় কি???
২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৮
অন্যরকম আমি বলেছেন: হা
২| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অবশ্যই চেষ্টা করা উচিত।
২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৮
অন্যরকম আমি বলেছেন: জি ভাই
৩| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: চেষ্টা চালিয়ে যান। আপনার উসিলায় অনেকে ঠিক হবেন ইনশাআল্লাহ...
২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৯
অন্যরকম আমি বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৫
আবু তালেব শেখ বলেছেন: মানুষ পথভ্রুষ্ট জাতি।
কষ্টতো একটু লাগবেই