নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিহরন

শিহরন › বিস্তারিত পোস্টঃ

পাকিস্তান এর জঙ্গি সমস্যা

২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৮

যুগ যুগ ধরে পাকিস্তান জঙ্গি হামলায় আক্রান্ত। মুলত পাকিস্তান এর অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যাই একে প্রশ্রয় দিয়েছে। পাকিস্তান এর নিরাপত্তা বাহিনীর সাথে তালেবান এর যোগসাজশ ছিল এ নিয়া অনেক গুঞ্জন প্রায়ই শোনা যায়। আমেরিকার চাপে পড়ে তারা বেশ অনেকদিন ধরে উত্তর ওয়াজির স্তানে হামলা চালিয়ে আসছে। এছাড়া তালিবান এর চাপে বেশ অনেক দিন ধরে মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করে রেখেছে। পাকিস্তান এর এসব উল্টা পাল্টা কার্যকলাপ এর জন্য এখন তারা তার ফল ও ভোগ করেছে। মূলত গোঁড়া হতেই তাদের জঙ্গিবাদ এর বিরুদ্ধে অবস্থান করা উচিত ছিল। তালেবান কে কখনই প্রশ্রয়ই দেয়া উচিত নয়। যদি আমরা একটু এদের দিকে তাকাই তাহলে আইএস, বোকো হারাম, আল কায়দা, আল নুস্রা এর মতই এদের কারজকলাপ। ইদানিং নাইজেরিয়াতে বোকো হারামের জঘন্যা কাজকর্ম সবার নজরে এসেছে।পাশাপাশি ইরাক এবং সিরিয়া তে আইএস এর উত্থানও সমগ্র বিশ্বকে নাড়া দিয়েছে। তাই পাকিস্তান এর এসময়ে একটু সতর্ক থাকাটা উচিত ছিল। কিন্তু তারা এক্ষেত্রে ব্যর্থ হয়েছে নিজেদের রক্ষায়। যদি পাকিস্তান এর কুফল এখনো বুঝতে না পারে তবে হয়ত অদুর ভবিষ্যতে এদের জন্য আরও কান্না অপেক্ষা করছে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৯

নিলু বলেছেন: সৃষ্টির বা প্রচ্ছয়ের উদ্দেশ্য যদি থাকে পরকে কাঁদাবো তাতে নিজেকে তো কাঁদতেই হবে , একেই বলে পরিণতি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.