![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভীষন বোকা পোলা, খাইনা আমি কোকাকোলা। আপনারাতো বুদ্ধিমান দেশের মাথা শুদ্ধিখান।
একজন আমাকে এস,এম, এস করে প্রশ্ন করিলোঃ করো কি?
উত্তর আমার ছোট্ট ছিলঃ
তোমার জন্য
বৃষ্টি দিনে,
বিলাপ করি
মিষ্টি কিনে।
জবাবে সে বলিলঃ
কি!
আমায় করলে তুমি এতো এতো অপমান
ভালোবাসি এত্ত তবু নাই কি কোন সন্মান।
পাল্টা জবাবে বলিলাম আমিঃ
আচ্ছা এবার ঝগরা রাখ
খবর কি তা বল,
মধুমিতায় চলছে ছবি
চাইলে যেতে চল।
কঠিন রাগের সাথে ফোঁপানো নিশ্বাসের এক এস,এম,এস আসিল আমার মোবাইল ফোনে:
যাবো না আমি তোমার সাথে
ইতা মিতা মধুমিতা,
আরেক দিকে যাবার জন্য
বাঁধতে পারো জুতার ফিতা।
দেখিলাম যখন রাগ তার উচ্চ শিখরে আরোহন করিতেছে, তখন মাইনাস মাইনাসে প্লাস সুত্র মতে রাগে রাগে গুন হয়ে যাতে খুশি হয়ে যায়! অর্থাৎ আরেকটু ক্ষেপিয়ে দেওয়ার জন্য আমি পাঠালাম এই রকম এক বার্তাঃ
যাও!
সারাদিনই রাগ ভাঙ্গানো হয় যদি
মোর ডিউটি,
এটাই আমার শেষ এস,এম,এস বিদায়
প্রিয় বিউটি।
(তার নাম কিন্তু বিউটি ছিল না, তবে এই নামটা তার বিরাট অপছন্দের নাম ছিল, তাই ব্যাবহার করিয়াছিলাম।)
আমার ব্যাবহৃত সুত্র কাজে দিল, এবং উত্তর এলঃ
তোমার সাথে রাগ করে, কোন লাভ নেই
এইটা আমার জানা,
ঘুরতে যাবো তোমার সাথে বলেইতো কাল
নতুন জামা আনা।
বিঃ দ্রঃ ইহা একটি রম্য কাব্য, কারো জীবনের সাথে মিল খাইলে অনিভিপ্রেত কুকিল থুক্কু কাক তালিয় মাত্র। আর সবটাইতো ভালু বাসার পাগল জানেনতো পাগলে কিনা বলে।
১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
সীমান্ত উন্মাদ বলেছেন: খিক খিক। এইডা টেষ্ট পুষ্টু, বহু বছর পর সীমান্ত উন্মাদ ব্যাক করছে। দেখা যাক আপনাদের সাথে নতুন করে তাল মেলাতে পারি নি...। আমার এই কথায় নিরশ্চিত সবাই কনফিউজড হয়ে যাবে।
ভালা থাইক্কেন অলয়েজ
২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০
একজন আরমান বলেছেন:
ওরে আমি এই কাব্য মনে হয় আন-সেন্সরড শুনিয়া ফেলিয়াছিলাম কোন এক সময় !
প্লাস দিয়া গেলাম রে।
১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
সীমান্ত উন্মাদ বলেছেন: কেমুন আছুইন আরমান?
আর এ কয় কি? ফাস কইরা দিলা দেহি।খিক খি।
ভালা থাইক্কো অলয়েজ।
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১
প্রিয়তমেষূ বলেছেন:
১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
সীমান্ত উন্মাদ বলেছেন:
৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১
আমি ইহতিব বলেছেন: ২য় ভালো লাগা।
১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
সীমান্ত উন্মাদ বলেছেন: বাহ কি ভাগ্য আমার আফু আফনে আইছেন। ধইন্যা ধইন্যা আফনেরে।
ভালা থাইক্কেন অলয়েজ।
৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
তানিয়া হাসান খান বলেছেন: তোমার সাথে রাগ করে, কোন লাভ নেই
এইটা আমার জানা,
ঘুরতে যাবো তোমার সাথে বলেইতো কাল
নতুন জামা আনা।:-*
ওয়াও.....।সুপার...। +++++++++
১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
সীমান্ত উন্মাদ বলেছেন: আরে তানিয়া আফু, কেমুন আছুইন। রিডার থাইকতে আফনের লিখা পড়ছি।
অনেক অনেক ধইন্যা আফনেরে আফু।ভালা থাইক্কেন অলয়েজ।
৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
অদৃশ্য বালক বলেছেন: ওরে ভালুবাসারে!!!!
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৩
সীমান্ত উন্মাদ বলেছেন: ওরে কত আশারে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৭| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১২
সেলিম আনোয়ার বলেছেন: উন্মাদ ভালোবাসা ।ভালো লাগা দিলাম।
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫০
সীমান্ত উন্মাদ বলেছেন: ধইন্যা আফনারে। ভালা থাইক্কেন অলয়েজ।
৮| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫২
ফারজানা শিরিন বলেছেন:
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২০
সীমান্ত উন্মাদ বলেছেন:
৯| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪১
তারছেড়া লিমন বলেছেন: পাগলে কিনা বলে।
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৮
সীমান্ত উন্মাদ বলেছেন: কিতা করতাম কন বাই, ভালা মাইণষের কতা কেউ হুনে না, তাই হাগলে কতা কয়, তাও যদি কোন কাম অয়।
১০| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
হায়রে উন্মাদ আমাকেও কি আপনার সাথে উন্মাদ করে নেয়া যায় ।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০০
সীমান্ত উন্মাদ বলেছেন: আসেন ভাই গলা গলি করে উন্মাদিয় কান্ড কারখানে করি।
১১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫
বাংলার হাসান বলেছেন: একজন আরমান বলেছেন:
ওরে আমি এই কাব্য মনে হয় আন-সেন্সরড শুনিয়া ফেলিয়াছিলাম কোন এক সময় !
প্লাস দিয়া গেলাম রে।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৩
সীমান্ত উন্মাদ বলেছেন: যা কওয়ার আরমানেই কইছে আফনে কি কইলেন?
তবু আওয়ার লাইগ্গা ধইন্যা।
১২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩
একজন আরমান বলেছেন:
কেমুন আর থাকবাইন?
আপ্নাগোরে মিচাইছিলাম বরিশাল থাইকা।
অহন ঢাকা আইয়া পড়ছিরে।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৪
সীমান্ত উন্মাদ বলেছেন: হুম। ভিরি গুড।
১৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮
রীতিমত লিয়া বলেছেন: ব্লগে স্বাগতম। আর রম্য ভালাইছে। +++
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৯
সীমান্ত উন্মাদ বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা অনেক অনেক। ভালা থাইক্কেন অলয়েজ।
১৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০
দেবদাস. বলেছেন: +++++
সুন্দর লিখেছেন , নিয়মিত হবেন ।
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১১
সীমান্ত উন্মাদ বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা। আপনার সাথে থাকলে অবশ্যই নিয়মিত হব।
ভালা থাইক্কেন অলয়েজ।
১৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪২
shfikul বলেছেন: মনে ভাইয়ের কত্ত আশা
হইছে ভাইয়ের ভালুবাসা
পোস্টে দিলাম প্লাস
করেন প্রেমের ক্লাস।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩২
সীমান্ত উন্মাদ বলেছেন: বাহ বঝ.। ধইন্যা ধইন্যা।
১৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪১
আশিক মাসুম বলেছেন: তোমার সাথে রাগ করে, কোন লাভ নেই
এইটা আমার জানা,
ঘুরতে যাবো তোমার সাথে বলেইতো কাল
নতুন জামা আনা।
ভাল বাসতে বাসতে ফকির হইয়া গেলাম।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৩
সীমান্ত উন্মাদ বলেছেন: ফুরাই ফকির গো বাই।
১৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৪
লোনলিফাইটার বলেছেন: ভালো হইছে +++
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৭
সীমান্ত উন্মাদ বলেছেন: থাংকু থাংকু ব্রো।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
রেজিস্টার বলেছেন: ভালা অইছেরে................