নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সীমান্ত উন্মাদ, ব্যাক এগেইন।!!!

যেখানেই উন্মাদনা তোমারসেখানেই সীমান্ত আমার !!আমি কেমন বাকিটা বুইঝা লইয়েন সবাই।

সীমান্ত উন্মাদ

আমি ভীষন বোকা পোলা, খাইনা আমি কোকাকোলা। আপনারাতো বুদ্ধিমান দেশের মাথা শুদ্ধিখান।

সীমান্ত উন্মাদ › বিস্তারিত পোস্টঃ

নেতা...এবং অর্থ...;););)

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৫

মাথা জোড়া টাক তার

মস্ত যে ভূড়ি,

খুব নাকি বড় লোক

গাড়ি এক কুড়ি।



দুটি তার কারখানা

চারখানা বাড়ি,

ফেভারেট শ্যাম্পেন

খান নাতো তাড়ি।



কোটি টাকা লোন নেন

শোধ তিনি দেন না,

প্রয়োজনে ঘুষ দেন

নেই তাতে ঘেন্না।



আজকাল জনসেবা

তিনিও করছেন,

সুনামের ঝুড়িটাকে

ছাই দিয়ে ভরছেন।



এই ফাঁকে নিজস্ব

চমচাও গড়ছেন,

অর্থের জোরে তাই

নেতা হয়ে পড়ছেন।



এমপিতে দাঁড়ালেন

ছড়ালেন খুব নোট,

গননায় দেখা যায়

পেয়েছেন দশ ভোট।।

:P:P:P:P:P:P:P

মন্তব্য ১০ টি রেটিং +৬/-১

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৭

বোকামন বলেছেন: হূম .... নেতা !!!

৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

সীমান্ত উন্মাদ বলেছেন: পুড়ি তাগো ক্ষেতা।

২| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: রাবিশ! দুষ্টু!

এসব দেখতে হয়, বলতে হয় না;)

ছড়া সুন্দর হইছে :)

০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৭

সীমান্ত উন্মাদ বলেছেন: ওরা রাবিশ..।। ওরা দুষ্টু। ওরা চতুর ওরা ভন্ড। ;)

৩| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

মাক্স বলেছেন: ছড়া সুন্দর হৈসে++++
তবে মনে হয় দুইবার আসছে, ঠিক করে দিয়েন!

০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫২

সীমান্ত উন্মাদ বলেছেন: ঠিক কইরা দিছি। ধইন্ন্যা আপনেরে

৪| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৯

বোকা ডাকু বলেছেন: আরে মিয়াবাই উনারা দুষ্টামি কৈরা দুই একটু টেকা পয়সা করছে তাতেও আপনাদের চোখ যায়! ! ! :-& :-& :-& /:) /:)

৫| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৫

একজন আরমান বলেছেন:
এমপিতে দাঁড়ালেন
ছড়ালেন খুব নোট,
গননায় দেখা যায়
পেয়েছেন দশ ভোট।।
=p~ =p~ =p~

৬| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:

এমপিতে দাঁড়ালেন
ছড়ালেন খুব নোট,
গননায় দেখা যায়
পেয়েছেন দশ ভোট।।

৭| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩১

ফারজানা শিরিন বলেছেন: এই ফাঁকে নিজস্ব
চমচাও গড়ছেন,
অর্থের জোরে তাই
নেতা হয়ে পড়ছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.