![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারন ছেলে । আমার সম্পর্কে বলার কিছু ই নেই । দেয়ার মত কোন বিশেষ পরিচয় ও নেই । নিজের মন যা বলে তাই বলি ও করি । তাতে কেউ কিছু মনে করলে তাতে আমার কিছু যায় আসে না । তবে কাউকে আঘাত করে কোন কথা বলার চেষ্টা করি না । তবু ও যদি আমার কথা বা কাজে কারো মনে আঘাত লাগে তবে তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত ।
বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করেছে আজ থেকে ৪৩ বত্সর আগে । এই ৪৩ বত্সর পর ও মানুষের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে । বাংলাদেশ কি সত্যি ই স্বাধীন ? আমরা কি স্বাধীনতা ভোগ করতে পারছি ? এই প্রশ্নগুলোর সত্যিকারের উত্তর কি হবে ? আসলেই কি আমরা স্বাধীন ? যদি তাই হয় । তবে কেন আজ আমাদের ইন্ডিয়ার দাসত্ত্ব করতে হচ্ছে ? ওরা আমাদের কে যুদ্ধে সাহায্য করেছে তার মানে এইনয় যে তাদের কে আমাদের গোটা দেশটাই দিয়ে দিতে হবে বিনিময়ে । কিন্তু আজ আমরা যেন গোটা দেশটাকে ভারতেয় অঙ্গরাজ্য করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি । কেন ? দেশটা কি কারো বাপের সম্পত্তি ? নাকি কেউ দেশটা কিনে নিয়েছে ? কেন আজ ইন্ডিয়া আমাদের ক্রিকেট টিম নিয়ে ষড়যন্ত্র করবে ? আর আমরা ই বা কেন তাদের সমর্থন দিচ্ছি ? ভারত আমাদের সীমান্তে পাখির মত গুলি করে মানুষ হত্যা করছে । আমরা তার বিচার করা তো দূরে থাক । তার প্রতিবাদ টুকো পর্যন্ত করছি না । কেন ? ওরা মানুষ , আমরা কি মানুষ নই ? ওদের টিভি চ্যানেল প্রতিবছর আমার দেশ থেকে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে । আমার দেশের টিভি চ্যানেল কেন তাদের দেশে বন্ধ ? ওদের দেশ আমাদের দেশে বিনা শুল্কে ব্যবসা করছে । আমাদের ব্যবসায়ীদের কেন কড়া শুল্ক গুনতে হচ্ছে ? আমার দেশের রাজনীতি নিয়ে কেন ওরা মাথা ঘামাবে ? ফেলানী হত্যাকারী কেন খালাস পাবে ? ওরা কেন আমার দেশের ছিটমহল ফিরিয়ে দিবে না ? আমার দেশ কেন পানির জন্য তাদের হাতে পায়ে ধরতে হবে ? আমার দেশের সীমান্তে কেন পাকা রাস্তা হতে পারবে না ? সীমান্তে আমার দেশের চাষীর ফসল কেন BSF ছিনিয়ে নিয়ে যাবে ? আমার স্বাধীন দেশ কেন ওদের মুখাপেক্ষী হয়ে থাকবে ? আমার দেশের মন্ত্রী কেন দেশপ্রেম বিসর্জন দিয়ে ইন্ডিয়ার পক্ষে কথা বলবে ? এটাই কি একটা স্বাধীন দেশের চিত্র ? যদি না হয় । তবে প্রশ্নটা আমি ও করছি । বাংলাদেশ কি আসলেই স্বাধীন ?
২| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০৭
পুংটা বলেছেন: ভাই অনেক রাত হয়েছে... ঘুমান।
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১২
ভোরের শিশির । বলেছেন: ভাই পুংটা । আপনার মন্তব্যের উদ্দেশ্য টা কি ?
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২৭
মামুন হতভাগা বলেছেন: বেষ্ট অফ লাক
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:১৭
বেঈমান আমি. বলেছেন: ভোদাই যা ঘুমা
৬| ২৯ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৪:০৬
উপপাদ্য বলেছেন: প্রশ্নগুলোর উত্তর জানাখুব জরুরী। এই প্রশ্নগুলো শুধু আপনার একার নয়। গুটি কয়েক ভারতের দালাল শ্রেনীর লোকজন ছাড়া পুরো দেশের মানুষের মনে এইসব প্রশ্ন ঘোরপাক খাচ্ছে।
কৃকেট নিয়ে ভারতের আগ্রাসনের চাক্ষুষ প্রমান দেখার পরেও যাদের চোখ বন্ধ আছে তাদের জন্য করুনাই থাকবে।
বিশ্বজুড়ে মাথা উঁচু করে দাঁড়াতে হলে ভারত নামক দেশটাকে উষ্টার উপর রাখতে হবে।
৭| ২৯ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৫৬
দেশপ্রেমিক পোলা বলেছেন: স্বাধীনতা দিয়ে কি হবে? ভারতের পেটের মাঝে থেকে ভারতের কথা শুনবা না তা তো হতে পারে না। বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হলেও তো কোন সমস্যা নেই। ভেবে দেখুন নিজেকে বাংলাদেশী না বলে ভারতী বললে আরো বেশি গর্ব বোধ করবেন। এজন্যই অনেকে ভারত আমাদের ক্ষতি করলেও প্রতিবাদ করেনা।
৮| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:০১
বীরেনদ্র বলেছেন: এক এক জনের কাছে স্বাধীনতার মানে এক রকম। ছাগলের কাছে স্কাবাধীনভাবে ঠাল পাতা খাওয়া হল স্বাধীনতা। স্বাধীনতার সঙ্গা আগে শেখেন।
৯| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৬
ভ্রমন কারী বলেছেন: ভাদা গুলিরে.............
১০| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৪
ভোরের শিশির । বলেছেন: বেঈমান @ ভাই । আপনাদের মত কিছু ভারতীয় দালালদের জন্যই আজ বাংলাদেলের এই অবস্থা
১১| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৫
ভোরের শিশির । বলেছেন: উপপাদ্য । ধন্যবাদ
১২| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৮
ভোরের শিশির । বলেছেন: দেশপ্রেমিক । যদি আপনার কথাই ঠিক হত । তবে ভারত আজ অখন্ড ই থাকত । প্রথমে পাকিস্তান অতঃপর বাংলাদেশ গঠনের কোন কারন ই থাকত না । আর গঠন ও হতনা ।
১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪০
ভোরের শিশির । বলেছেন: বীরেন্দ্র । ভাই । আমি তো ছোটখাট মানুষ জ্ঞান বুদ্ধি ও কম । আপনিই একটু কষ্ট করে সংজ্ঞাটা বলে দেন ।
১৪| ৩০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩১
ড. জেকিল বলেছেন: ভাই, নিজের পোস্টে কমেন্টের রিপ্লাই না দিয়ে, কমেন্ট করেন ক্যান? মানুষ তো টের পাইবোনা যে আপনি তার মন্তব্যের উত্তর দিতেছেন
১৫| ৩০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩১
ভোরের শিশির । বলেছেন: ড. জেকিল ভাই । আমি মোবাইল থেকে ব্লগিং করি । এখানে তো রিপ্লাই দেয়ার কোন অপশন দেখছি না । ব্যপারটা বুঝিয়ে দিলে খুশি হব ।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০৩
পাঠক১৯৭১ বলেছেন: আপনি একটা বন্দুক কিনে সীমান্তে গিয়ে মানুষ মারার জন্য ভারতের সাথে লড়াই শুরু করুন!