নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারন ছেলে । আমার লেখা ও আমার মত সাধারন । এতে কেউ কিছু মনে করলে আমার কিছু করার নেই ।

ভোরের শিশির ।

আমি একজন সাধারন ছেলে । আমার সম্পর্কে বলার কিছু ই নেই । দেয়ার মত কোন বিশেষ পরিচয় ও নেই । নিজের মন যা বলে তাই বলি ও করি । তাতে কেউ কিছু মনে করলে তাতে আমার কিছু যায় আসে না । তবে কাউকে আঘাত করে কোন কথা বলার চেষ্টা করি না । তবু ও যদি আমার কথা বা কাজে কারো মনে আঘাত লাগে তবে তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত ।

ভোরের শিশির । › বিস্তারিত পোস্টঃ

আর গলাবাজি নয়

১০ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৭

কারো কাছে এই পার্থীব জীবনটাকে খুবই ক্ষুদ্র মনে হয় । আবার কারো কাছে বিশাল । কিন্তু এই জীবনের প্রকৃত স্বাধ কিসে । সেটা ক জনে জানে ? কথায় কথায় ভালবাসার বুলি সবাই ছারে । কিন্তু প্রকৃত ভালবাসার মানে ক জনে জানে ? প্রকৃত পক্ষে কয়জন সত্যিকারে ভালবাসে ? বন্ধুত্বের দোহাই দিয়ে অন্যকে ব্ল্যাকমেইল করা । এর নামই কি বন্ধুত্ব ? বন্ধু বন্ধু বলে তো অনেকেই গলাবাজী করে । এর সার্থকতা রক্ষা করে ক জন ? জীবনটা কোন রাজনৈতিক নেতার বক্তব্যের মাইক নয় । যে একানে একগাদা বুলি কপচালেই সব হয়ে গেল । জীবনের অপর নাম বাস্তবতা । যেখানে ফাও গলাবাজীর কোন স্থান নেই । তাই অযথা গলাবাজী না কাজের দিকে মন দেয়া উচিত্‍ । আমাদের কে বুলিতে নয় কর্মে বিশ্বাসী হতে হবে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.