নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারন ছেলে । আমার লেখা ও আমার মত সাধারন । এতে কেউ কিছু মনে করলে আমার কিছু করার নেই ।

ভোরের শিশির ।

আমি একজন সাধারন ছেলে । আমার সম্পর্কে বলার কিছু ই নেই । দেয়ার মত কোন বিশেষ পরিচয় ও নেই । নিজের মন যা বলে তাই বলি ও করি । তাতে কেউ কিছু মনে করলে তাতে আমার কিছু যায় আসে না । তবে কাউকে আঘাত করে কোন কথা বলার চেষ্টা করি না । তবু ও যদি আমার কথা বা কাজে কারো মনে আঘাত লাগে তবে তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত ।

ভোরের শিশির । › বিস্তারিত পোস্টঃ

অনলাইনে ইনকাম

১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৪

অনলাইনে টাকা কামানোর অনেক চেষ্টা করলাম । কিন্তু কিভাবে করবো তা ই বুঝতেছিনা । কেউ কি এই ব্যাপারে হেল্প করতে পারবেন ??????????

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৭

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ওডেস্ক এ কাজ করতে পারেন।

২| ১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৭

জগাই মাধব বলেছেন: আপনার কি বিশেষ কোনো বিষয়ে দখ্যতা আছে? তা হলে ওই বিষয় এ কোথায় কাজ করা যায় তা গুগল এ সার্চ দিয়া দেখতে পারেন। যদি অদেস্ক বা ফ্রীলান্সার এ সেল করার মত সার্ভিস এ আপনার দখ্যতা থাকে তা হলে ওয়েলকাম তো অদেস্ক ওয়ার্ল্ড।

আর যদি বিশেষ কোনো টেকনিকাল বিষয় এ দক্যাতা থাকার বদলে যদি আপনি থীয়রিতিকাল কোনো বিষয় এ দখ্য হন তা হলে আপনি এডসেন্স সাপোর্ট করে এমন কোনো ব্লগ এ ব্লগিং করতে পারেন।

ইউটুব বেসড ভেদিও ব্লগিং ও এখন বেশ জনপ্রিয়। এই লাইন এও ভাবতে পারেন। দিতায়ল্স কোনো হেল্প লাগলে মেইল এ একটা গুতা মারেন। সাহায্য করতে পারলে খুশি হব।

[email protected]

২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৭

ভোরের শিশির । বলেছেন: আপনাকে মেইল পাঠাতে চেয়েছিলাম . কিন্তু [email protected] ইনভেলিড দেখায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.