নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারন ছেলে । আমার লেখা ও আমার মত সাধারন । এতে কেউ কিছু মনে করলে আমার কিছু করার নেই ।

ভোরের শিশির ।

আমি একজন সাধারন ছেলে । আমার সম্পর্কে বলার কিছু ই নেই । দেয়ার মত কোন বিশেষ পরিচয় ও নেই । নিজের মন যা বলে তাই বলি ও করি । তাতে কেউ কিছু মনে করলে তাতে আমার কিছু যায় আসে না । তবে কাউকে আঘাত করে কোন কথা বলার চেষ্টা করি না । তবু ও যদি আমার কথা বা কাজে কারো মনে আঘাত লাগে তবে তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত ।

ভোরের শিশির । › বিস্তারিত পোস্টঃ

অনুভূতি ওছু প্রশ্ন

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪৪

অনেকদিন পর আবার ও ‍লিখতে বসলাম । আজকাল অনুভূতি গুলো খুব ভাল করে ই সাড়া দিচ্ছে । আমি ছোট বেলা থেকে ই একাকি থাকি । সমবয়সি বন্ধুরা একাধিক প্রেম করে । কিন্তু আমি এসবে কখনোই আকৃষ্ট ছিলাম না । আমার একাকিত্ব ই আমার কাছে ভা্ল লাগে । ইন্টারনেট এর সাথে আমি পরিচিত হই ২০১১ সালে । তখন শুধুমাত্র পিকচার ডাউনলোড এর মধ্যেই সীমাবদ্ধ ছিল আমার নেট চালানো । ২০১২ তে ফেসবুক এ প্রথম একাউন্ট থুললাম । তার পর একে একে টুইটার , ব্লগ ইত্যাদির সাথে পরিচয় । তবে কখনোই প্রেম বা এই জাতীয় কোন কিছুতে বিশ্বাস স্থাপন করিনাই । সাথের বন্ধুরা দেখি ২ দিন পর পর গার্লফ্রেন্ড পাল্টায় । মাঝে মাঝে ভাবি । কি লাভ এই ধরনের আজব সম্পর্কে জড়ানোর ! যার কোন ভবিষ্যত নাই । তবে আমি একা আছি বেশ আছি । তবে ইদানিং নিজেকে খুব বেশি একা লাগে । কারন আগে যতই একা ছিলাম । পরিবার এর একটা ছায়া ছিল মাথার উপর । কিন্তু আজকার সেটা ও তো পাচ্ছিনা্ । তাই হয়ত খুব বেশি একা লাগে । মাঝে মাঝে ভাবি । কেন এসেছিলাম এই দুনিয়ায় ! কি দরকার ছিল আসার ! মনে হয় দুনিয়াটা আসলে আমার মত মানুষদের জন্য নয় । অযথাই আমি এই দুনিয়ায় এসেছি । কোন ই দরকার ছিলনা আসার । আসলে বলতে পারি আমি এই দুনিয়ায় বাস করার যোগ্য ই না । একা এসেছি । আবার একাই তো চলে যাব । তবু ও কেন মাঝের এই কয়দিন চলার জন্য এত কষ্ট করতে হবে ? এত পড়ালেখা । তার পর চাকরির জন্য ঘুরাঘুরি । চাকরি পেলে আবার সেই নিয়ম মাফিক চলা ফেরা । কি লাভ এতে ? সবাই বলে জীবনটাকে উপভোগ কর । কিন্তু এই কি উপভোগ করার নমুনা ।???? উপভোগ করার সময়টা কোথায় >???? ছোটবেলায় ভাল করে না পড়লে ভাল চাকরি পাবনা । এই চিন্তায় পড়তে হয় । তার পর চাকরি জীবনে পরের অধীনে গাধার মত খাটতে হয় । নাহলে চাকরি থাকবে না । বুড়ো বয়সের কথা নাহয় না ই বল্লাম । তো এর মধ্যে আসলে উপভোগ করার সময়টা আসলে কোনটা ???? তাই আমার মাঝে মাঝে মনে হয় । দুনিয়ায় হয়ত আমরা শাস্তি ভোগ করার জন্য ই এসেছি । হয়ত তা্ ই !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১:৫১

বাড্ডা ঢাকা বলেছেন: সবাই
বলে জীবনটাকে উপভোগ
কর । কিন্তু এই নি উপভোগ
করার নমুনা ।???? উপভোগ
করার সময়টা কোথায়

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫০

ভোরের শিশির । বলেছেন: ধন্যবাদ ভাই ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.