![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারন ছেলে । আমার সম্পর্কে বলার কিছু ই নেই । দেয়ার মত কোন বিশেষ পরিচয় ও নেই । নিজের মন যা বলে তাই বলি ও করি । তাতে কেউ কিছু মনে করলে তাতে আমার কিছু যায় আসে না । তবে কাউকে আঘাত করে কোন কথা বলার চেষ্টা করি না । তবু ও যদি আমার কথা বা কাজে কারো মনে আঘাত লাগে তবে তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত ।
অনেক দিন আগে থেকে ই চেষ্টা করছি কি একটা করার । অনেক ঘুরাঘুরি ও টাকা খো্য়ালাম । কিন্তু কিছুতেই কিছু হলনা । অনলাইনে ও অনেক চেষ্টা করলাম । কিন্তু ফলাফল শুন্য । এই নিয়ে ব্লগে আগে ও পোস্ট দিছি । কিন্তু কোন লাভ হয় নাই । ফ্রিল্যান্সিং এর চেষ্টা করলাম । তাতেও ইনভেষ্ট করা লাগে । কিন্তু ইনভেষ্ট করার মত সামর্থ ও তো নেই । অনেক কেই শুনি অনলাইন থেকে টাকা কামাতে । কিন্তু আমি আজ পর্যন্ত পারলাম না । তাই এখানে আপনাদের সাথে শেয়ার করছি । যদি কারো কোন পদ্ধতি জানা থাকে আশা করি তথ্য দিয়ে সাহায্য করবেন । এই ব্যাপারে আমি সবার কাছে সাহায্য চাই ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৬
ভোরের শিশির । বলেছেন: ধন্যবাদ ভাই ।
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১০
হেল্পফুল হাব বলেছেন: দুঃখিত, উপরে ২য় লিঙ্কটি সংশোধন করে দিলাম। এখানে।
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৩
দ্যা ফ্রীল্যান্সার বলেছেন: ইংরেজী এবং কম্পিউটারের উপর ভাল দক্ষতা ছাড়া এক্ষেত্রে কিছুই করতে পারবেন না। অনলাইনে আয়ের ক্ষেত্রে আমাদের দেশের সমস্যা ইংরেজী ভাষায় মারাত্মক দূর্বলতা।
০৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
ভোরের শিশির । বলেছেন: জ্বী ভাই । এইটাতো মূল সমস্যা । কিন্তু কি করব বলে । !!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৯
হেল্পফুল হাব বলেছেন: টাকা নয় আপনি যদি সময়, ধৈর্য ও ইচ্ছেগুলোকে ইনভেস্ট করতে পারেন তাহলেই সম্ভব অনলাইনে আয় করা। তবে এর জন্য আপনার গাইড লাইনের প্রয়োজন হতে পারে।
তাই আশা করছি এই প্রশ্নের উত্তরটি আপনার অনেক কাজে লাগবে।
এছাড়াও এই সম্পর্কিত আরো কিছু প্রশ্নোত্তর পাবেন এখানে।