![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারন ছেলে । আমার সম্পর্কে বলার কিছু ই নেই । দেয়ার মত কোন বিশেষ পরিচয় ও নেই । নিজের মন যা বলে তাই বলি ও করি । তাতে কেউ কিছু মনে করলে তাতে আমার কিছু যায় আসে না । তবে কাউকে আঘাত করে কোন কথা বলার চেষ্টা করি না । তবু ও যদি আমার কথা বা কাজে কারো মনে আঘাত লাগে তবে তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত ।
বেশ কদিন হল ইউটিউব দিয়ে গোগল এ্যাডসেন্স এ এ্যপ্রুভাল নিয়েছি । ভিডিও আপলোড করেই যাচ্ছি । কিন্তু কিছুই বুঝতে পারছি না । তাই এই ব্যাপারে যাদের ভাল জানাশোনা আছে তাদের কাছ থেকে পরামর্শ আশা করছি । আমার আগের একটা এডসেন্স এর একাউন্ট ও ডিজেবল হয়ে গেছে । সেটা ইনেবল করার কোন পদ্ধতি থাকলেও জানাবেন আশা করি ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৬
ভোরের শিশির । বলেছেন: আমার জানার মূল বিষয় হলো গোগল এডসেন্স থেকে কিভাবে টাকা উপার্যন করতে পারবো । আর আমার এডসেন্স ইউটিউব দিয়ে নেয়া ।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৩
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ট্রাফিক বাড়ান। বাইরের দেশের ট্রাফিক হলে ভালো হবে। আর ট্রাফিক বাড়ানোর জন্য ইউনিক এবং ক্রিয়েটিভ পোস্ট দেন। গুগল এডসেন্সে টাকাটা পার ক্লিক বেসিস, সো যত বেশি ট্রাফিক ততো বেশি ক্লিক হওয়ার সম্ভবনা আছে। ইউরোপ, আমেরিকার ক্লিকে বেশি আয় হয়। মিনিমাম থ্রেশহোল্ড হল ১০০ ডলার, এবং পেমেন্ট সিস্টেম সরাসরি ওয়ার ট্রান্সফার এবং চেক দুরকমই আছে। গো এহেড।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৯
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: আপনি স্পিসিফিকলি কি জানতে চান ??? আগের একাউন্ট ডিসেবল হয়ে থাকলে নিশ্চয়ই গুগুল থেকে আপনাকে একটা মেসেজ / নোটিফিকেশন দেয়া হয়েছে সেটাই এর কারণ দেয়া আছে।