![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারন ছেলে । আমার সম্পর্কে বলার কিছু ই নেই । দেয়ার মত কোন বিশেষ পরিচয় ও নেই । নিজের মন যা বলে তাই বলি ও করি । তাতে কেউ কিছু মনে করলে তাতে আমার কিছু যায় আসে না । তবে কাউকে আঘাত করে কোন কথা বলার চেষ্টা করি না । তবু ও যদি আমার কথা বা কাজে কারো মনে আঘাত লাগে তবে তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত ।
কোথায় স্বাধীনতা ?
দেখিনাই চোখে
পরাধীন আমার শুধু
মনিব বদলেছে .
দেশ স্বাধীন হয়েছে ৩ যুগের ও বেশি সময় . প্রকৃত স্বাধীনতা কয়জন পেয়েছি ? স্বাধীনতা মানেকি মা বোন দের ধর্ষিত হতে দেখা ? তবে কেন আজ আমাদের এই স্বাধীন দেশের রাস্তা ঘাট , স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে মেয়েরা ধর্ষিত হচ্ছে ? কি লাভ স্বাধীন ভূখন্ড পেয়ে যদি মা বোনের ইজ্জন ই রক্ষা না হলো . মা বোনদের সম্মান রক্ষায় ই তো মুক্তিযুদ্ধারা অস্ত্র হাতে নিয়েছিল . তবে কেন স্বাধীন দেশে ও তার নিরাপদ নয় ? নিজের ভাই এর হত্যার প্রতিবাদেই তো যুদ্ধারা অস্ত্র হাতে হানাদার হটিয়েছিল . তবে কেন আজো অলিতে গলিতে মিলছে লাশ ? তবে কি হানাদার রা ফিরে এসেছে ? কারা সেই হানাদার ? কি তাদের পরিচয় ? কেন আজ পুলিশের স্ত্রী ও যৌতুকের কারনে নির্যাতীত হচ্ছে ? তার বিচার করবে কে ? নিজের বেডরুমে ও যদি জীবনের নিরাপত্তা না থাকে . তবে দাম কি এই স্বাধীনতার . শত খুন করে ও যদি রাজনৈতিক ছত্রছায়ার পার পেয়ে যায় খুনি . তবে লাভ কি এই সরকারে ? ন্যায় কথা বলার প্রতিদান যদি মৃত্যু হয় . তবে আইন কোন কাজে লাগে ? কে দেবে এসবের জবাব ?
©somewhere in net ltd.