![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নূর হোসেনের দেহটা ২৭ বছরের পুরনো হয়ে গেছে।কিন্তু এতটা বয়সেও সে এতটুকুন বদলায়নি।বরং সে আগের মতই আছে। সেই আগের মতই হালকা পাতলা গড়ন, সেই কোকড়ানো অগুছালো চুল।সেই হাড় মাংসের পেটা শরীর। একটুও বদলায়নি সে। বদলায়নি তাঁর ঝলসানো নীল রঙ্গের জিন্সের প্যান্ট। নষ্ট হয়নাই বুক পিঠে লেখা গনতন্ত্রের পোস্টারটি। এখানেও নূর হোসেনের খটকার মত লাগে। যখন পেটের ঠিক ডান পাশে গুলিটা এসে লাগলো প্রথমে একটা শীতল অনুভূতি টের পেলো সে। তাঁর পর কয়েক সেকেন্ড। খুব যন্ত্রণা হচ্ছিল তাঁর,তবু সে মনে মনে প্রার্থনা করছিল বুকের যে অংশটায় স্বৈরাচার নিপাত যাক লেখাটি আছে সেটা যেন রক্তের দাগে নষ্ট না হয়ে যায়। নূর হোসেন আরো একবার কেঁপে উঠেছিল, তাঁর পিঠের যে অংশে গণতন্ত্র মুক্তিপাক লেখা ছিল রক্তের স্রোত বেয়ে সেদিকেই যাচ্ছে।নূর হোসেনের চোখে তখন পানি জমাট বেধেছে। সে প্রার্থনা করছে কোনো ক্রমেই যেন তাঁর লেখা গুলো নষ্ট না হয়ে যায়।এই লেখাগুলোর উপরেই যেন নির্ভর করছে দেশের গণতন্ত্রের মুক্তি। স্বৈরাচার এক নরপশুর হাত থেকে প্রিয় জন্মভূমির মুক্তির। তাঁর পর নিরবতা। সুনসান- শান্তি শান্তি শান্তি।
মৃত হয়েও নূর হোসেন আজ মৃত নয়।তাঁর বুক পিঠে লেখা আজও সেরকমই আছে যে রকম থাকার কথা ছিল। সেই সাতাশির দশ নভেম্বর থেকে আজ পর্যন্ত নূর হোসেন এখানেই। এই চত্বরে যেখানে ইট বালু সিমেন্ট দিয়ে তাঁর নাম কেউ লিখে দিয়েছে।তাঁর আশে পাশেই সে ঘুরে বেড়ায় গুলিস্তান, বঙ্গবন্ধু এভিনিউ, বায়তুল মোকাররমের এ রাস্তা ও রাস্তা। এর মধ্যেই অনেক কিছুই বদলেছে। বদলেছে মানুষ,বদলেছে রাস্তা,বদলেছে আশে পাশের ইট পাথরের ইমারত। কত পুরনো মুখ হারিয়ে গেছে কত নতুন নতুন মুখ এসেছে। আগের থেকে মানুষ এখন অনেক বেশী বেড়েছে।
তাঁর পুরনো ব্যাবিট্যাক্সিটা প্রথম প্রথম এখানে সেখানে দেখা যেত। তাঁর পর আর দেখতে পায়নি। এখনতো ঢাকা শহরে আর ব্যাবিটেক্সি চলে না। তাঁর বদলে এখন এসেছে সিএনজি অটো রিক্সা। কিন্তু নূর হোসেনের কাছে তাঁর বেবি ট্যাক্সিটিকেই ভাল লাগতো। বেবি টেক্সির সেই পেট্রলের পোড়া গন্ধ সেই বট বট বট ইঞ্জিনের বিকট শব্দ। অনেক দূর থেকেই জানান দিত নূর হোসেনের বেবি টেক্সি।
মৃত্যুর ঠিক কিছু মূহুর্ত আগে প্রিয় নেত্রী শেখ হাছিনার সাথে তাঁর দেখা হয়েছিল। নেত্রী তাঁর সামনেই গাড়িটি থামিয়ে ছিলেন। হাত দিয়ে ইশারা করতেই সে সামনে ছুটে যায়। শেখ হাছিনা অনেকটাই শাসনের সুরে বললেন ,– জলদি জামা গায়ে দাও, পুলিশ তো তোমাকে গুলি করবে। উদোম বুকে পিঠে স্লোগান লেখা নূর হোসেন তার প্রিয় নেত্রীকে পায়ে হাত দিয়ে সালাম করলো। নেত্রীর শাসনে যেন সে নতুন উদ্যোমে প্রচন্ড সাহসী হয়ে উঠলো। প্রিয় নেত্রীর আশির্বাদে নিজেকে গর্বিত অনুভব করলেন। তাঁর পর আবার শ্লোগান দিতে দিতে ছুটে গেলেন উত্তাল জনসমুদ্রের দিকে। তখন কেইবা জানে এই যাওয়াই যে তাঁর জীবনের শেষ যাওয়া।
আজ এত বছর পর নূর হোসেনের মন ভাল নেই। তাঁকে তাঁর যন্ত্রনা কুড়ে কুড়ে খাচ্ছে। না পাওয়ার যন্ত্রনা,হতাসার যন্ত্রণা,অপমানের যন্ত্রণা। যে যন্ত্রণা গুলির আঘাতও তাঁকে দিতে পারেনাই। যখন সে দেখে তাঁর প্রিয় নেত্রীর পাশে দাঁড়িয়ে সেই নরপশুটি নির্জজ্জের মত শুকরের হাসি হাসছে। নিজেকে তখন খুব অপরিচিত মনে হয় নূর হোসেনের। অপরিচিত লাগে প্রিয় নেত্রীকে। বুকে পিঠে লেখা গনতন্ত্রের শ্লোগানগুলো থেকে তখন ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আসে। ব্যাথায়, যন্ত্রনায় কুঁকড়ে ওঠে নূর হোসেন। যন্ত্রণা, কেবল যন্ত্রণা, কেবল যন্ত্রণা।নূর হোসেন কি কাঁদছে? তাঁর তো কাঁদার কথা ছিলনা! তবে এ কান্না তাঁর কিসের?
১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৫
আমি শঙ্খনীল কারাগার বলেছেন: ধন্যবাদ আপনাকেও আপনার মুল্যবান মন্তব্যটি করার জন্য। নূর হোসেনদের মন এভাবে আর কতকাল খারাপ থাকবে তা ভবিষ্যতই বলতে পারে। তবে আমি একজন আশাবাদী হিসেবে সকল সময়ই আশা করে যাব একদিন হয়তো দিন বদলাবে। যখন রাজাকার আর স্বৈরাচারের স্থান এই বাংলার মাটিতে হবেনা।
২| ১০ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০১
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ঠে লেখা গনতন্ত্রের শ্লোগানগুলো থেকে তখন ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আসে। ব্যাথায়, যন্ত্রনায় কুঁকড়ে ওঠে নূর হোসেন। যন্ত্রণা, কেবল যন্ত্রণা, কেবল যন্ত্রণা।নূর হোসেন কি কাঁদছে? তাঁর তো কাঁদার কথা ছিলনা! তবে এ কান্না তাঁর কিসের?
++++++
১০ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৭
আমি শঙ্খনীল কারাগার বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে গল্পটি পড়ার জন্য।
৩| ১০ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৪
ক্লান্ত তীর্থ বলেছেন: নূর হোসেন ভালো থাকুক!
১০ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৮
আমি শঙ্খনীল কারাগার বলেছেন: নূর হোসেন ভালো থাকুক!
৪| ১০ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩০
কলমের কালি শেষ বলেছেন: চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন বর্বর ইতিহাস । +++
১০ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৯
আমি শঙ্খনীল কারাগার বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
৫| ১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৭
খেলাঘর বলেছেন:
নুর হোসেনের আত্মত্যাগ বুঝার ক্ষমতা কিছুতেই বাংগালীরা পাচ্ছেন না।
ণুর হোসেনের রক্তের স্রোতের অনুকুলে নৌকা বইছে।
১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০৭
আমি শঙ্খনীল কারাগার বলেছেন: যথার্থ বলেছেন।
৬| ১১ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৪
স্বপ্নবাজ অভি বলেছেন: প্রচন্ড আক্ষেপের ! নূর হোসেন ভালো থাকুক !
১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১০
আমি শঙ্খনীল কারাগার বলেছেন: আক্ষেপ নিয়ে নূর হোসেনদের ভাল থাকা হয়না। ধন্যবাদ ব্লগটিতে সময় দেয়ার জন্য।
৭| ১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৫
খেলাঘর বলেছেন:
নুর হোসেন বুঝতে পারেননি যে, তিনি কাদের জন্য এতটুকু করতে চেয়েছিলেন।
১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১২
আমি শঙ্খনীল কারাগার বলেছেন: নূর হোসেন বুঝতে পারেননি যে, তিনি কাদের জন্য এতটুকু করতে চেয়েছিলেন।
৮| ১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০২
হাসান কালবৈশাখী বলেছেন:
গল্পটি ভাল লাগলো।
যে প্রত্যাশা নিয়ে নূর হোসেনরা তাদের জীবন উৎসর্গ করেছিলেন
তা বাস্তবািয়িত হয়নি বললে ভুল হবে। অনেকটাই হয়েছে।
জাগরন থাকবে, চলমান .....
১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬
আমি শঙ্খনীল কারাগার বলেছেন: ধন্যবাদ গল্পটি পড়ার জন্য।
৯| ১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬
খেলাঘর বলেছেন:
নুর হোসেন না বুঝে আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন।
২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৯
আমি শঙ্খনীল কারাগার বলেছেন: ধন্যবাদ গল্পটি পড়ার জন্য
১০| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:১৮
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হায় নূর হোসেন ...........
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নূর হোসেনদের মন ভালো না থাকারই কথা
২৬ বছর পার হয়ে গেলো যে প্রত্যাশা নিয়ে
নূর হোসেনরা তাদের জীবন উৎসর্গ করেছিলেন
তা পুরোপুরি বাস্তবািয়িত হয়নি আজো।
ধন্যবাদ আপনাকে সুন্দর কথামালায় নূর হোসেনদের
অতৃপ্ত বাসনা তুলে ধরার জন্য।
নূর হোসেনকে জানতে ক্লিক করুন