![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদ মিনারের সামনে বসে যেদিন মোমবাতি দিয়ে লিখছিলাম, "তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা ।" কি যেন অনুভব করছিলাম বার বার ! কি ভেবে হঠাৎ উঠে দাড়িয়ে চারদিকে একবার তাকালাম ।
অসংখ্য তরুণ তরুণী এক সাথে বলছে, " জয় জয় জয় বাংলা ! তুমি কে আমি কে ? বাঙালি বাঙালি!"
পৃথিবীতে এর চেয়ে সুন্দর কোন দৃশ্য আছে বলে আমার জানা নেই । নিতান্ত বেরসিক কোন মানুষ, যে কোন ভাবেই বুঝে না যে, কিভাবে একজন নিজের দেশের জন্য জীবন দিতে পারে; সেও হয়তো এই দৃশ্য দেখলে আনমনে বলে উঠবে, " এবার যুদ্ধ করবো, চাই স্বাধীনতা !"
সারা পৃথিবীর ইতিহাসে যা হয়নি তা আমরা অনেক বার করে দেখিয়েছি । একটা দেশের ঘুরে দাঁড়ানোর জন্য প্রথমেই দরকার একটা সচেতন তরুণ সমাজ । আমার মনে হয় আমরা সেই তরুণ সমাজকে পেয়ে গেছি । একটা দেশের উন্নতির জন্য যে সংখ্যক তরুণ দরকার আমাদের এখন তা আছে । আমি জানি, বাংলাদেশ খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবে । এখন সময় কাজ করার ।
দেশপ্রেম বলতে তো আসলে বুঝায় দেশের মানুষ গুলোকে ভালোবাসা, দেশের মানুষ গুলোকে বিশ্বাস করা । আমরা কি প্রকৃতপক্ষে তা করতে পেরেছি ? আমাদের রাজনৈতিক দল গুলো কি শুধুমাত্র নিজেদের বেতন ভাতা বৃদ্ধি ছাড়া আর কোন বিষয়ে একমত হতে পারে ? কেন পারে না ? কেন আজকে খুব ছোট কোন পর্যায় থেকে সবচেয়ে উঁচু পর্যায় পর্যন্ত দুর্নীতিতে আক্রান্ত ? আপনি আমি কি পারি না নিজের একটা ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে ? কেন আজকে আমাদের বিশ্ববিদ্যালয় গুলোতে রাজনীতি আমাদের শিক্ষার পথে একটা অকারণ দেয়াল হয়ে দাঁড়াচ্ছে ?
ছাত্র রাজনীতি ব্যাপারটা খারাপ না আমি এক কোথায় স্বীকার করবো। এটা না হলে হয়তো বাংলাদেশই হতো না ! কিন্তু ছাত্র রাজনীতি বলতে এখন যে স্বীকৃত সন্ত্রাস চলছে তার বলি তো হচ্ছে আমাদের শিক্ষা ব্যাবস্থা ! আজকে সাধারণ ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের হলে উঠতে ভয় পায় । কারণ রাজনৈতিক মারো কাটো মনোভাব । পাবনা বিশ্ববিদ্যালয়ে গত কয়েকদিন আগে পরীক্ষার হলে শিক্ষক কে অস্ত্র দেখানো হয়েছে ! রাজনৈতিক ক্ষমতা সম্পন্ন কিছু শিক্ষার্থী নামক সন্ত্রাসী ল্যাব ভাংচুর করেছে !
আমার প্রশ্ন, এই অবস্থায় ছাত্র রাজনীতি আসলেই কি আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করবে ? যদি তৈরি করে, তবে কি আমরা এমন উশৃঙ্খল কিছু মানুষের কাছে আমাদের নেতৃত্ব তুলে দিচ্ছি ? যারা মনে করে, তাদের দেশের জন্য কাজ করতে হবে, তাই বিশ্ববিদ্যালয়ের ক্লাস রুমে তাদের দেখা যায় না, আবার এই কারণে যদি তাদের পরীক্ষা দিতে না দেয়া হয়, তবে শিক্ষকদের অস্ত্র দেখতে হয় ? আমি কোন দলকে একচেটিয়া সমর্থন বা কোন দলের একচেটিয়া বিরোধীতা করছি না । অন্যায়ের প্রতিবাদ করছি । সন্ত্রাসীর একমাত্র পরিচয়, সে সন্ত্রাসী । তা সে যে দলেরই হোক ।
ভাই কথা একটাই, আসেন না এবার একটু ঘুরে দাড়াই । দেখেন, কত সুন্দর একটা দেশ আমাদের ! চেয়ে দেখেন, আমাদের ১৬ কোটি মানুষের ৩২ কোটি হাত ! এই হাত গুলো যদি একসাথে কাজ করতো, তবে অনেক আগেই বাংলাদেশ পৃথিবীর অন্যতম শক্তিতে পরিণত হতো । আমি মোটেও বাড়িয়ে বলছি না ।
ভাই, শাহবাগ আমাদের কি দিয়েছে, তা নিয়ে আলোচনা সমালোচনা করতে করতে এখন অনেকেই বিশ্রামের সময় পান না, কিন্তু এই প্রশ্ন গুলোকে ছাপিয়ে উঠে যে একটা প্রাপ্তি , তা হচ্ছে, অনেক দিনের ধূলা জমা একটা চেতনা আবার জেগে উঠেছে, বাঙালি জাতি আরেকবার এক পতাকার নিচে দাঁড়িয়েছে ।
ভাই, চলেন না এটাকে ধরে রেখে আমরা এগিয়ে নিয়ে যাই দেশটাকে । দেশ আমাকে কি দিলো, না দিলো, তা না ভেবে !
কসাই কাদেরের ফাঁসির রায়ে ঐ জাগ্রত তরুণদের প্রাণঢালা অভিনন্দন ।
©somewhere in net ltd.