নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নীল শুভ্র

প্রকৃতিকে যখন খুব কাছ থেকে দেখি, মুগ্ধ হই তার শুদ্ধতায় । পেয়ে যাই স্বপ্ন দেখার প্রেরণা । একটি সুন্দর, জীবন্ত পৃথিবীর স্বপ্ন । পেয়ে যাই ঐ মানুষ গুলোকে, যারা জীবনের সুন্দরতম সত্যে মিশে গেছেন অবলীলায় । জানি না আর কতদূর । তবে জানি, এই পথের শেষে আমার স্বর্গ ।

স্বপ্নীল শুভ্র › বিস্তারিত পোস্টঃ

গল্প: আইরিন

২০ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:০২

এই মেয়ে এদিকে আসো তো...!

দাড়াও...! নড়বে না...! একদম নড়বে না...!

আই সি...!

তোমার নাম আইরিন না...?

হ্যা...! তুমি অবশ্যই আইরিন।



সাত আট বছরের এই মেয়েটা কেরামত সাহেবের কথায় পাত্তাই দিচ্ছে না...তবে কিছুটা অবাক হয়েছে মনে হয়...



আইরিন তোমার বাড়ি মিরপুর...

তুমি গত একমাস আগে হারিয়ে গিয়েছিলে...!

তবে তোমার ভাগ্য ভাল...! কোন খারাপ লোকের পাল্লায় পরনি...!...

এখন চিন্তার কোন কারণ নেই...

নাউ ইউ আর সেইফ উইথ মী...!

উইথ মিস্টার আতাউল গনী কেরামত...!...

গনী বানানে ঈ-কার হবে...! চল তোমাকে বাড়ি পৌছে দেই...! বাসায় গিয়ে আমরা দুজন একসাথে খেতে বসবো...! আমি বেশি খাবো না । কড়া করে এককাপ চা আর দুটা টোস্ট হলেই চলবে...!



বলেই কেরামত সাহেব মেয়েটার হাত ধরে টেনে নিতে চাইছেন...!



এর পরের ঘটনা ভয়াবহ এবং নৃশংস...!

মেয়েটা কেরামত সাহেবের হাত কামড়ে দিয়েছে...! কামড়ে দিয়েই দৌড়...!



কেরামত সাহেবের হাত থেকে রক্ত পরছে...!...কিন্তু তার সেদিকে খেয়াল নেই...!... তিনি ডেকেই যাচ্ছেন...!



আইরিন কোথায় যাস তুই...!

এই বদমাশ মেয়ে...!

কোথায় যাস ?



এখন মেয়েটা কিছুটা ভড়কে গেছে...! কারণ চুল দাড়ি পাকা ঐ বুড়োটা এখন তার পেছন পেছন ছুটছে...! খুবই অপরিচিত দৃশ্য...!

হয়তো এজন্যেই সে দৌড় থামিয়ে হঠাৎ হাউ মাউ কান্না শুরু করেছে...!



ঢাকা শহরের রাস্তায় এইরকম ঘটনা খুব একটা ঘটে না...লোকজন সেই কখন থেকেই অবাক হয়ে এই নাটক দেখছে...!

এখন একজন এগিয়েছে...লোকটাকে ধরে জিজ্ঞেস করলো...



চাচা সমস্যা কি...?...

বাচ্চাটাকে ভয় দেখাচ্ছেন কেন !



ঐ মেয়েটার নাম আইরিন...! ও একমাস আগে হারিয়ে গেছে...!...বাড়ি মিরপুর...

আমি ওকে খুঁজে পেয়েছি...!...কিন্তু দেখেন মেয়েটা পালাচ্ছে...



চাচা আপনি ভুল করছেন...! আমি ওকে চিনি...! ও আইরিন না...! ওর নাম বৃষ্টি ! আমার স্কুলের দাড়োয়ানের মেয়ে...! ঐ যে স্কুল দেখছেন না...? আমি ঐ স্কুলের হেডমাস্টার...!



মিথ্যা কথা বলেন কেন...! আপনি টেলিভিশনে দেখেন নাই...!...

আমি আপনাকে পুলিশে দিবো...!





এই বুড়োকে এইভাবে চিৎকার করতে দেখে হেড মাস্টার সাহেবও যেন একটু ভড়কে গেলেন...!



লোকটা চিৎকার করেই যাচ্ছে...! কেউ কিছু বুঝতে পারছে না...! পেছন থেকে কার যেন গলা শুনা যায়...! ২৭-২৮ বছরের এক ছেলে এগিয়ে আসছে...



দেখি সবাই একটু সাইড দেন প্লীজ...! প্লীজ সবাই সরে যান...উনি আমার বাবা...! একজন মানসিক রোগী...! প্লীজ কেউ কিছু মনে করবেন না...!





কেরামত সাহেব...! পেশায় একজন ব্যাংকার ছিলেন। তিন ছেলের বাবা। একটা ছোট মেয়েও ছিল...!

নাম আইরিন...!

কেরামত সাহেব একদিন বাসায় ফিরে জানলেন মেয়েটাকে পাওয়া যাচ্ছে না...!...বাড়িতে কান্নাকাটি...!

বিভৎস অবস্থা...!



ঐ কান্না এখন থেমে গেছে...!...সবাই ক্লান্ত হয়ে গেছে...!...মেয়েটা ফিরে আসেনি...!...আজ থেকে ১১ বছর আগের কথা...!



থামেনি শুধু কেরামত সাহেবের খোঁজাখুঁজি...! মানুষ মরে যাবার চেয়ে হারিয়ে যাওয়া বেশি কষ্টের...! এখনকার খোঁজার ধরণ অবশ্য ভিন্ন...! এখন তিনি ঐ বয়সের যে কোন মেয়েকে দেখলেই আইরিন ভাবেন...!...ভাবেন মেয়েটা হারিয়ে গেছে...! তাকে বাড়ি পৌছে দিতে হবে...!



এখন ঐ মেয়েটাকে খুঁজতে গিয়ে নিজেই হারিয়ে যান...! এদিকে পরিবারের বাকিদের হয়েছে যত যন্ত্রণা ! তাই বেশিরভাগ সময় তাকে পাঁচ তলার বারান্দায় তালা দিয়ে রাখা হয়...!

তাও মাঝে মাঝে কিভাবে যেন বের হয়ে যান ! আর নানান বিপত্তি ঘটান...যেমনটা আজকে ঘটিয়েছেন...!



লোকটাকে প্রায় টেনে নিয়ে যাচ্ছে তার ছেলে...! তিনি জোরে শব্দ করে কাঁদছেন...! হেডমাস্টার সাহেব এমন কান্না কখনো শুনেন নি...

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৩২

শরৎ চৌধুরী বলেছেন: টাচি।

২০ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৫

স্বপ্নীল শুভ্র বলেছেন: কষ্ট করে পড়ার এবং আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
অন্যমনস্ক শরৎ ভাই ।

২| ২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৬

সুমন কর বলেছেন: কাহিনী ভাল লাগল।

২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৭

স্বপ্নীল শুভ্র বলেছেন: ধন্যবাদ ভাই।

৩| ২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৬

ইমরান সাগর বলেছেন: পড়ে মজা পাইলাম.....

২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৩

স্বপ্নীল শুভ্র বলেছেন: ধন্যবাদ ভাই।

৪| ২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২২

সুরাজ হাসান বলেছেন: ভালো লাগলো......

২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

স্বপ্নীল শুভ্র বলেছেন: ধন্যবাদ সুরাজ হাসান ভাই...

৫| ২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

ডি মুন বলেছেন: বাহ, অন্যরকম ঢঙে লেখা দারুণ গল্প।

ভালো লাগলো।

ভালো থাকুন। ভালো লিখুন । শুভকামনা রইলো।

২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

স্বপ্নীল শুভ্র বলেছেন: আপনার মন্তব্যটি আমার জন্য দুর্লভ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
আপনিও ভালো থাকবেন...শুভকামনা রইলো আপনার জন্যেও...
অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.