![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন এক জন্মদিনে নিতু গিফট করেছিলো এই বাশিটা...!
আমি বাশি বাজাতে জানি না তা সে জানে...!
তাও দিয়েছিলো...!
ওর সাথে একবার একটা পিকনিকে গিয়েছিলাম...কুষ্টিয়ার লালন আখড়ায়...!
চারদিকে শুধু জীবন টগবগ করে...!
সন্ধ্যার কিছু আগে শুনলাম কে জানি চিকন সুরে বাশি বাজাচ্ছে...!...
খুঁজে পেতে দেরি করিনি...
প্রথম দেখাতেই চোখে পরলো , বুড়ো লোকটার গায়ে আমার মত সিমেন্টের আস্তর নেই...!...
ধুসর চুল গুলোতে কোন দুশ্চিন্তা নেই...!...
কিছু না বলে বসে গেলাম তার সামনে...!...
কি যেন একটা গান...!
খুব চেনা চেনা লাগছে...! ধরতে পারছি না...!...অবশেষে গান চেনার চেষ্টা বাদ দিলাম...আমার মস্তিষ্কের কোষ গুলো মায়াটা জমিয়ে রাখে...!
সুর না...
নিতু কখন জানি পেছনে এসে দাড়িয়েছে...!...হঠাৎ দেখে কিছুটা চমকে গিয়েছিলাম...!...সে কেন জানি হাসছে...!... বলল...
তোমার জন্য বাস ছাড়তে দেরী হচ্ছে...! উঠে এস...
অতঃপর উঠতে হল...!...বুড়ো সাধককে বলে এসেছিলাম আবার আসবো...
পরের জন্মদিনেই পেয়ে গেলাম বাশিটা...!...সাথে একটুকরো কাগজ...!...তাতে লিখা...
"এরপর যখন বুড়োর কাছে যাবে , বাশিটা নিয়ে যেও..."
আমি ভুলেই গিয়েছিলাম ঐ ঘটনা...!...ও যে এভাবে মনে রাখবে তা ভাবতে পারিনি...!
তার ঠিক দেড় বছর পরে একদিন ওর একটা কল পেলাম...! বললো...
রহাত...! রাতে জোছনা দেখতে বের হবো...আসবে...?
বললাম...অবশ্যই আসবো...!
ও বললো...বাশিটা নিয়ে এসো...!
আমি হাসি...! বাশি তো বাজাতে পারি না এখনো...!...তাও নিয়ে গেলাম...!...
এতক্ষণ কোন কথা হয়নি...! রিক্সায় চড়ে বসার বিশ মিনিট পর হাসি হাসি মুখে নিতু জিজ্ঞেস করলো...
কেমন আছো...?...
বললাম...ভালো...
বাশি নিয়ে এসেছো...?
হুম...!
বাজাও...!
ও এমন নির্বিকার ভাবেই কথা বলে...কিন্তু আজকে আরও অদ্ভুত লাগছে...! আমি কিছুই বলতে পারছি না...
আমার ভাব দেখেই ও বুঝে গেছে...!...আজকেও বাশি শুনা হবে না...!...এর আগেও এমন ঘটনা ঘটেছে...!
বাশি তুমি বেজেও বাজলে না টাইপ ঘটনা...!
নিতু খুব ভালো গান গায়...ওকে বললাম...একটা গান গাও...!
প্রথমে না করেও নিজেই গাওয়া শুরু করেছে...!
"আমি শুনেছি সেদিন তুমি...
সাগরের ঢেউ এ চেপে...
নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো......"
আকাশের বিশাল রূপার থালাটা মনে হয় নিচে নেমে আসছে...!
পীচ ঢালা পথে রাতের বেলায় যেন মরীচিকা দেখছি...! রাস্তাটাকে মনে হচ্ছে বিশাল সমুদ্র...! চোখের সামনে ভেসে আসছে কিছু এলোমেলো শব্দ....!
"চন্দ্র এসেছে নেমে
সাগরের কাছাকাছি...
মাছেরা সব এরে ওরে
করছে ডাকাডাকি...
ধরায় পরেছে আলো তখন...
গগন ঘন কালো...
শালবনে থোকায় থোকায়...
জ্বলে কিসের আলো...!
দেখল নারে দেখল না কেউ,
এমন আলোর খেলা...
সাগর জলে একলা আমি,
ভাসাই আপন ভেলা...
লোনা জলে লাশ ভাসে...
চেনা যায় না মুখ...
অতল জলে মৃত্যু কোলে...
বিরল মধুর সুখ..."
লাশটা কার ঠিক বুঝতে পারছি না...! মনে হয় আমার...!...কিন্তু আমি দেখছি কিভাবে...!!!...
[...রাহাতের একটা লাল মলাট করা ডায়েরী আছে...!..সে তাকে কখনই নিরাশ করেনি...!...সব সময় পাশে থেকেছে...কিন্তু আজকে নিরাশ করছে...!...
সে কিছুই লিখতে পারছে না...!...
শেষে অবশ্য লিখেছে কয়েক লাইন...!...
"নিতু...!...আমার সব কথাই তুমি কিভাবে জানি বুঝে যাও...! কিন্তু তুমি মনে হয় জানো না... আমি প্রতি রাতে তোমার দেয়া বাশিটা বাজাতে চাই...!...তবে বাশিটা সুর জানে না...!...নাকি আমি নিজেই জানি না....!..."....]
©somewhere in net ltd.