নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নীল শুভ্র

প্রকৃতিকে যখন খুব কাছ থেকে দেখি, মুগ্ধ হই তার শুদ্ধতায় । পেয়ে যাই স্বপ্ন দেখার প্রেরণা । একটি সুন্দর, জীবন্ত পৃথিবীর স্বপ্ন । পেয়ে যাই ঐ মানুষ গুলোকে, যারা জীবনের সুন্দরতম সত্যে মিশে গেছেন অবলীলায় । জানি না আর কতদূর । তবে জানি, এই পথের শেষে আমার স্বর্গ ।

স্বপ্নীল শুভ্র › বিস্তারিত পোস্টঃ

কোকিলের কোন নীড় নেই

২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৯

অনেক ঘনিষ্ঠ বন্ধু ছিলো...তবে সময়ের বিবর্তনে বন্ধুত্বটা রাখতে পারিনি...একজন অপরাধী... একজন খুনির সাথে মানুষ বন্ধুত্ব্ব রাখে না...!...

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রেম করে বিয়ে করেছিলো ব্যাচমেট এক মেয়েকে...!...অবশ্য কদিন পরেই কেন জানি দুইজন দুইজনের শত্রু হয়ে গেল...!...শুধু ঝগড়া...!...শুধু ঝামেলা...!...আমরা বেশ কয়েকবার ঝামেলা মিটিয়েছি...

তবে হঠাৎ ও যে এমন একটা কান্ড করে বসবে ভাবতেও পারিনি...!...একদিন রাত চারটায় ওর কল পেলাম...!...রিসিভ করে শুধুই ওর কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম...!...ফোনটা রেখে দেওয়ার আগে শুধু বলেছিলো...

স্বর্ণাকে খুন করেছি দোস্ত...!...আমাকে পুলিশে দে...!!!...

এই ছেলেটা আমাদের ব্যাচের সবচেয়ে চুপচাপ স্বভাবের ছিলো...!...কেউ ওকে তেমন ঘাটাতোও না...!...তবে আমি কিছুটা ঘাঁটিয়েছি...বেশ ভালো বন্ধু ছিলো আমার...!...

কথা কম বলতো...তবে যখন বলতো তখন ওর সাথে যতক্ষণ খুশি কথা বলে কাটিয়ে দেয়া যেত...!...একটা কাজ আমি খুব ভালো করতে পারি...!...তা হচ্ছে পর্যবেক্ষণ...!...

কোন কনভারসেশানে ও সবসময় অপর ব্যক্তিটাকে উপরে রাখার ট্রাই করতো...!...কখনই এটাকিং কিছু বলতো না...!...ঐ ব্যক্তিটা যেন কিছুতেই বিব্রত না হয় সে দিকে ওর সবসময় খেয়াল ছিলো...!...আর এ কারণেই মনে হয় ওর সাথে কথা বলে ভালো লাগতো...!...তবে এতে এক জায়গায় সমস্যা হত...যাকে সে জোর করে উপরে তুলে রাখতো , সে কখনো আবার ওকেই নিচে ভেবে বসতো...!...ওকে বেশ কয়েকবার বলেছিলাম এ নিয়ে...লাভ হয়নি...

কি একটা অধ্যায় ওর জীবন...!...ছেলেটার জীবনের প্রতিটা ঘটনাই ওর বিপক্ষে গেছে......একমাত্র ঐ বিয়েটাই ভেবেছিলাম ওর ভাগ্য ফেরাবে...!...

তবে ফেরায়নি...দুর্ভাগ্যের পূর্ণতা দিয়েছে...!...সকালে নিজেই গিয়েছে পুলিশের কাছে...!...

তবে তারপরের ইতিহাস বিস্ময়কর...ওর জন্য কোর্টে যাবার মতও কেউ ছিলোনা তখন...আমিও না...!...একজন একা , অসহায় খুনির কি ফাঁসি না হয়ে পারে...?...হলও তাই...আমরা কেউ কোন খবরও নেইনি...কেন নিবো...?...ও একজন খুনি...!!!...

বেশ কিছুদিন পর পত্রিকায় দেখলাম... ফাঁসির আসামি পালিয়েছে জেল থেকে...!!!...ডিটেইলস পড়ে যখন জানলাম এ আসামি আমাদের টিটু...!...তখন অদ্ভুত অনুভূতি হয়েছিলো...!...তবে অনুভূতিটা শেষে ঘৃণায় কনভার্ট হয়েছে...!...হাহ...!...খুন করে জেলে যখন গিয়েছিলা...তখন তো খুব অনুতপ্ত ছিলা...!...এখন কেন পালাও তাহলে...?...

ঐদিন রাতে মোবাইলে একটা এসএমএস পেলাম...অপরিচিত একটা নাম্বার থেকে...!...লিখা ছিলো...

"পৃথিবীর সব না হোক , অন্তত কিছু অন্যায়ের শাস্তি হওয়া উচিত ! আমার অন্যায়ের শাস্তি আমি নিজেই দিতে চাই । এ ভারটা আমি ওদের হাতে দিয়ে স্বস্তি পাচ্ছি না! "

কার লিখা বুঝতে অসুবিধা হয়নি বিন্দুমাত্র ...এবং ও কি বলতে চাচ্ছে তাও আমি ঠিক বুঝেছিলাম...! দৌড়ে গেছি ওর বাসায়...ওর এখন মৃত্যুভয় নেই...আমি জানতাম ও অন্তত একবার হলেও এ বাসায় আসবে...

তবে গিয়ে লাভ হয়নি...নিচতলার আকবর চাচার কাছে শুনলাম...পুলিশ লাশ নিয়ে গেছে...!!!..আপাতত ওকে পাওয়া যাবে ওসমানী মেডিকেলের মর্গে...!...সে ইচ্ছা আমার ছিলো না...

মোবাইলে একটা আনরীড মেসেজ দেখলাম....

"দোস্ত...পৃথিবীতে কোন ভালো মানুষ নেই...আমিও না...তবে এই মানুষ গুলোকে নিয়েই ছিলো অনেক স্বপ্ন.........নাহ...তা কেউ মেনে নেয়নি...আপাতত একটা গান শুনাই....

আর একবার...
যদি তোমাদের দলে নাও খেলায়...
বন্ধু তোমায়...
এ গান শোনাবো বিকেল বেলায়...

ভালো থাকিস তোরা..."...


টিটু...!...ভালো মানুষ আছে...!!!...তা বুঝানোর সময় তুই আমাকে কেন দিলি না...?...

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৮

অপূর্ণ রায়হান বলেছেন: মন খারাপ হয়ে গেলো। অনেক উত্তর জানার আকাঙ্ক্ষা রয়ে গেলো +

ভালো থাকবেন ।।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪৫

স্বপ্নীল শুভ্র বলেছেন: অনেক উত্তর আমার ণিজেরও জানা নেই ভাইজান...
ভালো থাকবেন...:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.