![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথা গুলো অনেক আগেই বলতে চাচ্ছিলাম। তেমন গুছিয়ে উঠতে পারি নি। আজকে বলি।.
কিছুদিন পর বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ, আপনি কি এক্সাইটেড ? আমি কিন্তু অনেক এক্সাইটেড! তবে জানেন, একটা বড় আশংকাও আছে আমার মনে! আশংকাটা হচ্ছে, বাই চান্স বাংলাদেশ যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়, তবে বিরাট কিছু ঝামেলা এবং অন্যায় তৈরি হবে। না ভাই, ফাজলামি করছি না। আমি সিরিয়াস...!!!
কেন ঝামেলা তৈরি হবে বলছি....ধরেন বাংলাদেশ অস্ট্রেলিয়াকে একদম বাংলাওয়াশ করে দিলো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তখন করবেন কি, হুংকার দিয়ে বলবেন, দলের প্রত্যেক খেলোয়াড়কে বসুন্ধরায় একটা করে ফ্ল্যাট আর দামী দেখে একটা করে গাড়ি দিয়ে দাও...!!! আমরা ক্রিকেট আবেগী মানুষ তখন চোখ মুছতে মুছতে বলে উঠবো সুবহান-আল্লাহ্...!!! এই না হলে নেত্রী...!!!
এক মিনিট...!!! এদেরকে এই পর্যন্ত কত টাকা দেয়া হয়েছে এর কি কোন হিসেব আছে আপনার কাছে ? কতটা ফ্ল্যাট দেয়া হয়েছে ? কতটা গাড়ি ? কেন একটা ভালো সিরিজ খেললেই তাদেরকে কোটি কোটি টাকা দিতে হবে ?
খোঁজ নিয়ে দেখেন জাতীয় দলের প্রত্যেকটা খেলোয়ারের ব্যাংক ব্যালেন্স কত। খোঁজ নিয়ে দেখেন এদের প্রত্যেকের নামে ঢাকায় কয়টা ফ্ল্যাট অলরেডি আছে ! তারপরেও কেন আবার এইসব তাদেরকে দিতে হবে ? হ্যাঁ ভালো খেলার জন্য পুরষ্কার আপনি তাদের দিতেই পারেন, তবে এভাবে দেয়াটা সম্পূর্ণ অযৌক্তিক...!!!
আমি এই কথা কেন বলছি জানেন ? আপনার দেশের দিকে তাকান, এই দেশের কত মানুষ রেলষ্টেশন গুলোতে খোলা আকাশের নিচে ঘুমায় আপনি জানেন ? এইদেশের কত মানুষ সারাদিন ভিক্ষা করে বেড়ায় আপনি জানেন ? অবশ্য মাননীয় অর্থমন্ত্রী নাকি বলেছেন এই দেশে কোন ভিক্ষুক নাই ! আপনি শিক্ষার উপরে ভ্যাট বসান, আর কয়দিন পর পর যখন আপনার সোনার ছেলেরা চার ছয় মারে, সাথে সাথে তাদের নামে ফ্ল্যাট লিখে দেন...!!!...কোনদিন তো দেখি নাই এইদেশের কোন ছেলে কিছু আবিষ্কার করলে তার নামে ফ্ল্যাট লিখে দিতে ? তাইলে এত পড়ালেখা করার দরকার কি ? সবাইকে বলেন ব্যাট বল নিয়ে মাঠে নেমে যেতে ! নতুন নতুন ভ্যাটের যন্ত্রণা নাই, উপরন্তু অশিক্ষিত গন্ড-মূর্খ হলেও কোন সমস্যা নাই, গাড়ি বাড়ি সব আপনার...শুধু শিখতে হবে বলটাকে কিভাবে পিটাতে হবে...!
এই দেশের ছেলে মেয়েরা পাবলিক পরীক্ষায় ভালো রেজাল্ট করলে তাদেরকে বৃত্তি দেয়া হয়। কত দেয়া হয় ? মাত্র কয়েক হাজার টাকা...যেখানে প্রতিটা স্টাম্প ভাঙার জন্য মুস্তাফিজুর রহমানদের দেয়া হয় বাড়ি আর গাড়ি...!...দয়া করে সম্মানের দোহাই দেখাবেন না, আমার আত্মসম্মানবোধ থেকেই বলছি, এই ব্যাপারটা কয় বছর আগে মাথায় ঢুকলে আমি জীবনেও সরকারী পুরষ্কারের নামে এই তিরস্কার নিতে যেতাম না...!
এই দেশে শিক্ষকদের বেতন দিতেই সরকারের যত কার্পণ্য...!...সাকিব আল হাসানকে ১০টা গাড়ি দিতে কোন সমস্যা নাই !...শিক্ষকদের পে স্কেল নিয়ে আন্দোলন দেখে অর্থমন্ত্রী বলে বসবেন, এরা অশিক্ষিত...!...এদের যাচ্ছেতাই ভাবে পদন্নোতি দেয়া হয়, মাত্র ১০ বছরেই এরা প্রফেসর হয়ে যান...!...তবে হ্যাঁ অর্থমন্ত্রীর “১০ বছরে প্রফেসর হয়ে যান”-কথায় কিছুটা যুক্তি আছে...এটা নিয়ে পরে বলবো...
বিশ্ববিদ্যালয় গুলোর গবেষণা ক্ষাতে খরচের জন্য সামান্য কিছু বরাদ্দ থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে বরাদ্দকৃত ৪২৫ কোটি ৫০ লক্ষ টাকার মধ্যে গবেষণা খাতে বরাদ্দ মাত্র ৪ কোটি ৫০ লক্ষ টাকা (মোট বাজেটের ১ দশমিক ০৬ শতাংশ)! আর একজন শিক্ষকের গবেষণা ভাতা মাত্র ১৫০০ টাকা ! আর অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় তো বুড়িগঙ্গার ভারী জলে ভাইসা আসছে, এরা আবার কিসের গবেষণা করবে...!!!...এই দেশের মানুষ আবেগ খায় গবেষণার লোভ দেখিয়ে এদের ভোট পাওয়া যায় না...কোথায় খরচ করতে হয় আর কোন কাজকে উৎসাহিত করতে হয়, এটা সরকারের লোকেরা জানে না, আমি তা বিশ্বাস করি না...তার পরেও কোন্ স্বার্থ আর কোন্ রাজনৈতিক কৌশল তাদেরকে এই উলুবনে মুক্তোছড়ানোয় অভ্যস্ত করিয়েছে এটা একটা বড় প্রশ্ন।
আমাদের পাশের দেশ ইন্ডিয়ার ক্রিকেটারদের দেখেন... এদেরকে তুলতে তুলতে এমন এক জায়গায় তোলা হয়ে গেছে, এখন এরা নিজেদের অনেক বেশি বড় ভাবতে শুরু করেছে...মাটিতে এদের পা পড়ে না...!!!ভাই শোনেন...আপনার আর বেদের মেয়ে জোছনার মধ্যে কোন তফাৎ নাই...আপনি ব্যাট বলের খেলা দেখান, আর বেদের মেয়ে জোছনা দেখায় সাপের খেলা...তফাৎ শুধু আমি খেলা দেখে আপনাকে বেশি টাকা দেই, আর জোছনাকে কম দেই...আমি টাকাটা না দিলে আপনার এই ভাব আর থাকবে না...!.এদের তুলনায় আমাদের মাশরাফি সৌম্য সরকাররা এখনো যথেষ্ট বিনয়ী...। তবে এদের যেন অন্ধ করে দেয়া না হয়...!
সাকিব আল হাসানদের আমরা মন থকে ভালোবাসি। এরা ওয়েস্টইন্ডিজ আর জিম্বাবুয়ের খেলোয়াড়দের মত না যে এই রকম অপ্রয়োজনীয় অপচয় এদের পেছনে না করলে এরা আর ক্রিকেট খেলবে না। তবে যদি এটাই হয়, তাইলে ভাগেন সামনে থেকে...!!!...আপনার ব্যাট বলের সংঘর্ষ না দেখলেও দেশ অনেক ভালো চলবে...!.তবে হ্যাঁ...একটা খেলার পেছনে মার্কেটিং আর জুয়া মিলিয়ে যে পরিমান ব্যাবসা হয়, তার হিসেবে মাঠের ২২ জন খেলোয়াড় এমন কিছু পেতেই পারেন...তবে আসল কথা হচ্ছে...সব মিলিয়ে এইসব করে দেশের কোন লাভ নাই...সাময়িক ফ্যান্টাসি ছাড়া সাধারণ মানুষের কোন লাভ নাই এবং দেশের মানুষের ট্যাক্সের টাকা এই কাজে খরচ করার কোন যৌক্তিকতা নাই...!!!
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৬
স্বপ্নীল শুভ্র বলেছেন: অনেক কৃতজ্ঞতা...
আর একটা কথা, আপনার প্রোফাইলের নামটা ভালো লেগেছে.
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৭
আমি শঙ্খচিল বলেছেন: কথা ঠিক আছে কিন্তু এতটুকু বোধ মনে করি আপনি আর গুটি কয়েক মানুষের মাঝেই আছে , বাকিরা সাময়িক আনন্দ পেয়েই খুশি ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪
স্বপ্নীল শুভ্র বলেছেন: বাকিদের মধ্যেও বোধটা জাগা উচিত...
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৪
আরণ্যক রাখাল বলেছেন: হুম
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেক আগের আমার মনের কথা। ধন্যবাদ।