![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালো থাকব নিরন্তর।
করোনা, এরকম কোরো না। এমন করে মাথার উপর চড়ো না। আমি তোমার থেকে বয়সে বড় না?…
এমনটাই বলতে ইচ্ছে করছিল সকাল সকাল। কারণ? শুনুন তবে। সকালবেলা রুজি রোজগারের তাগিদে রাস্তায় বের হয়ে সামনের করোলা গাড়িটাকে দূর থেকে করোনা পড়েছিলাম। চোখের সামনে মূর্তিমান করোনা দেখলে মনের অবস্থা যে সদ্যবর্ষণস্নাতা প্রকৃতির মত স্নিগ্ধ শান্ত হয় না সেটা বলা বাহুল্য। করোনা ছড়াচ্ছে হাওয়ায় হাওয়ায়। তার থেকেও বেশি ছড়াচ্ছে করোনাভীতি। বিশ্ববিদিত আমাদের গুজবপ্রীতি।
সত্যি বলতে পরিস্থিতি যথেষ্ট গন্ডোগোলিয়াস। সতর্কতা অবলম্বন অবশ্যই করুন। বাইরে বেরোলে আপনার মুখোশের ওপর আর একটি মুখোশ পড়ুন। বাইরে থেকে ফিরেই হাত ধুন। এ তো বেসিক হাইজিন। সবাই জানে। তবে হাত ধোয়ার কথায় মনে পড়ল। যাদের একটু হাতটান আছে মানে এই যারা ধরুন পকেটমার, তাদের বলি, এই সময় কাজ বন্ধ রাখো ভায়া। কারণ পকেট মেরে হয়তো মানিব্যাগ বের করলে, কিন্তু বিনামূল্যে পেয়ে গেলে কিছু অদৃশ্য করোনা। অন্যের পকেট ফুরুত করতে গিয়ে নিজের প্রাণপাখি সুরুত করে খাঁচার বাইরে বেরিয়ে পড়া কোনো কাজের কথা না। তাই যদ্দিন করোনা তদ্দিন অন্যের পকেটে হাত দেওয়ার কাজটি কোরো না। রুজিরুটির ব্যবস্থা করতে রাজনীতিতে যোগ দিতে পারো। চোরেদের ও লাইনে ভালই সম্মান ও প্রতিপত্তি। শুধু করোনার জায়গায় দিতে হবে ধর্ণা। করোনা না বলে বলতে হবে করছি না, করব না।
তবে করোনা ভাইরাসকে বলা যেতেই পারে, করোনা তুমি কেন মরো না? কিম্বা করোনা, তোর মড়ামুখ দেখতে চাই।
২| ১৭ ই মে, ২০২০ রাত ১:৫১
মুহা. নাজিম উদ্দীন বলেছেন: লেখালেখির তেমন অভ্যাস নেই। আপনাদের ভালোলাগা আমার চলার পথের অনুপ্রেরণা। ভালো থাকবেন।
৩| ২২ শে মে, ২০২০ রাত ১:৫৪
শায়মা বলেছেন: হা হা ঠিকই বলেছো ভাইয়া!
করোনা কেনো তুমি মরোনা!!!!!!
২২ শে মে, ২০২০ রাত ১:৫৮
মুহা. নাজিম উদ্দীন বলেছেন: জন্মিলে মরিতে হইবে - এই করোনাও একদিন মরিবে... শুধু অপেক্ষা।
মন্তব্যের জন্য ধন্যবাদ, বোন।
৪| ২৭ শে জুন, ২০২০ দুপুর ১২:২৩
রাকু হাসান বলেছেন:
ব্লগে স্বাগতম ভাই। ব্লগে নতুন একটি তারার উদয়ে শুভেচ্ছা। অনেক ভাল থাকুন । আরও লেখা চাই.... পড়তে চাই । ভালো থাকবেন । শুভকামনা ।
২৭ শে জুন, ২০২০ দুপুর ১২:৫৭
মুহা. নাজিম উদ্দীন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। সত্যি বলতে কি আমার কাছে অন্যান্য সোশ্যাল মিডিয়ার চেয়ে ব্লগটাই অধিকতর ভালো লাগে। এখানে অনেক কিছু শেখার আছে, শেখা যায়। এখানে সবাই মৌলিক চিন্তার অধিকারী। আপনার জন্যও অনেক শুভকামনা
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০২০ রাত ১:২৯
আল-ইকরাম বলেছেন: পড়লাম। রম্য ধাঁচে বেশ লিখেছেন। অনেক ভাল লাগলো। শুভেচ্ছা অগনিত।