নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

সভ্য হওয়া - (আমার সোভিয়েত শৈশব)

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২২

অদ্ভুত সুন্দর ছবি সম্বলিত শৈশবের মিষ্টি গল্প গুলো ধীরে ধীরে স্মৃতির রঙিন মলাট খুলে বের করছি।

মলাট:


এক.



দুই.



তিন.



চার.



পাঁচ.



ছয়.



সাত.



শেষ.



লেখক : সামুইল মাবশাক
অনুবাদ : ননী ভৌমিক
ছবি এঁকেছেন : কনস্তান্তিন রোতোভ



আমার কথা :
আমি যখন ছোটবেলায় অনেক অসুস্থ থাকতাম সেই সময় এই বই গুলো আমার মাথার কাছে রাখা থাকতো। পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে যেতাম ! স্বপ্নে চলে যেতাম রাশিয়ান বুলভার থেকে কোনো নির্জন চকে।

সুন্দর ছবিগুলো তে আর লেখায় সম্ভবত একটা মোহ ছিল যা আজও কাটেনি।
কিংবা স্মৃতিকাতরতা খুব জ্বালায় আমাকে।

আগেও আমার সোভিয়েত শৈশব শেয়ার করেছি। নিচের লিংক থেকে পড়তে পারেন।
ধীরে ধীরে আরো শৈশব ভাগাভাগি করা হবে। ভাগাভাগিতে আনন্দ আছে।

ছবিঃ https://sovietbooksinbengali.blogspot.com/ (রাশিয়ান শৈশবের সম্ভার!)





আরো সোভিয়েত শৈশব :

১। সাত বন্ধু ইয়ুসিকের - ( আমার সোভিয়েত শৈশব )
২।রূপের ডালি খেলা - (আমার সোভিয়েত শৈশব)
৩। জ্যান্ত টুপি (আমার সোভিয়েত শৈশব)
৪।সভ্য হওয়া - (আমার সোভিয়েত শৈশব)
৫। মালপত্র (আমার সোভিয়েত শৈশব)
৬।শেয়ালের চালাকি ১ (আমার সোভিয়েত শৈশব)

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৪

অপ্‌সরা বলেছেন: বাহ ভাইয়া অনেক সুন্দর!!! প্রিয়তে রেখে দিলাম!

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। শৈশব লোপাট হওয়ার আগেই আঁকড়ে ধরুন।
বাকি রাশিয়ান শৈশব গুলো পড়তে পারেন।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৫

অপ্‌সরা বলেছেন: আমার শৈশব জীবনেও লোপাট হবে না মনে হয় ভাইয়া।

আমি শিশুদের সাথেই রোজ রোজ কাটাই আধাবেলারও বেশি।

আর তখনই মজার শৈশব ফিরে পাই।

আমি খুব একটা ধরা বাঁধা রুটিনের ধার ধারি না....

যেমন কাল ছুটির আগ দিয়ে ৪০ মিনিটস আমি হারমোনিয়াম নিয়ে বসলাম ওদের আঙ্গুলে রিড চেপে সুর তুলে আমার ছেলেবেলায় পাওয়া মজার ভালোলাগাটাই শেয়ার করতে।

একই ভাবে আমি ইচ্ছে হলেই টিফিন খাবার পরে ওদেকে বড় বড় চার্ট পেপারে জলরঙ ব্রাশে ডুবিয়ে ইচ্ছে মত রাঙ্গাতে দেই।

মনে পড়ে আহা আমার ছেলেবেলা যে সময় আমার অনেক অনেক ভালোলাগায় বকা খেতে হত...

যদিও আমাকে ঠেকায় কাহার সাধ্য আছে ......

হা হা হা

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কিসু রাশিয়ান বই বিলিয়ে দিন। :)

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৫

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সত্যিই কি ? ধন্যবাদ।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯

চেংকু প্যাঁক বলেছেন: মালাকাইটের ঝাঁপি

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মালাকাইটের ঝাঁপি , জাদু তীর, পেনসিল আর সর্বকর্মার অ্যাডভেঞ্চার ধীরে ধীরে সবই হবে আশা করি !
পেনসিল আর সর্বকর্মার অ্যাডভেঞ্চার আর রূপের ডালি খেলা আমার সবসময়ের প্রিয় !

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৫

অপ্‌সরা বলেছেন: ৪. ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯ ০

চেংকু প্যাঁক বলেছেন: মালাকাইটের ঝাঁপি

ভীষন প্রিয়!!!!!

তানুসকা!
তামা পাহাড়ের ঠাকুরন!!!!!!!!

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মালাকাইটের ঝাঁপি , জাদু তীর, পেনসিল আর সর্বকর্মার অ্যাডভেঞ্চার ধীরে ধীরে সবই হবে আশা করি !
পেনসিল আর সর্বকর্মার অ্যাডভেঞ্চার আর রূপের ডালি খেলা আমার সবসময়ের প্রিয় !

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭

অপ্‌সরা বলেছেন: ভাইয়া পেনসিল আর সর্বকর্মার বইটা আমি বড় হয়ে অনেক খুঁজেছি।

আর কোথাও কখনও পাইনি :(

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমার আপাতত দুই কপি আছে। আরো খুজছি। পেলে জানাবো :)

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪

মলাসইলমুইনা বলেছেন: পেনসিল আর সর্বকর্মার এডভেঞ্চারটা নেক্সট লেখায় আনুনতো প্লিজ I দেখি বন্ধ হওয়া স্মৃতি দরজাটা খুলে ছোট বেলার দিনগুলোতে যাওয়া যায় নাকি আবার !

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দেরি হবে যে। ওটার শুধু ছবি দিল হবে না , লেখা দিতে হবে। তবে আসার কথা খুব তাড়াতাড়িই পোস্ট করবো। :)
ভালো থাকবেন। ধন্যবাদ।

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

লায়নহার্ট বলেছেন: {ইয়াকভ পেরেলমান}

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অঙ্কের খেলা দেয়া যায় কিনা দেখি। লিস্টে অনেক আছে। ধীরে ধীরে দেব।
ধন্যবাদ জানাবেন।

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর ছবিগুলো, সাথে ছন্দের তালে ছড়া পড়ে বড়ই মুগ্ধ আমি।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শৈশবে ওই দুইটাই খুব টেনেছে তাই আজও ছাড়তে পারিনি।
বাকি পোস্ট গুলো দেখতে পারেন। ধন্যবাদ আপনাকে।

১০| ২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আহা !

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৪৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শিশুতোষ ছড়ার বিশাল ভান্ডার রাশিয়ান শৈশব । আর ছবি ? কি মনোমুগ্ধকর !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.