নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

উত্তরের বিপরীতে দক্ষিণের অবস্থান

০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৫



এভাবে দেখা হবে ভাবিনি
জানি পৃথিবীটা অনেক ছোট।
ক্রমশ আঁটো হয়ে আসছে আরো।
দূরত্ব কমছে উত্তর আর দক্ষিণের
পাল্টে যাচ্ছে পারিপার্শ্বিক আবহ।
যদিও তোমার আমার অবস্থান উত্তর কিংবা দক্ষিণ মেরুতে নয়
ছিলাম এই শহরের কোনো এক কোণে
অথবা বড়োজোর অন্য কোনো শহরে।
দেশ ছেড়ে অন্য কোনো দেশে নয়
শহরেই ছিলাম।
অলি গলি , মহল্লা কিংবা মোড়ের চায়ের
দোকানে বসে ভেবেছি মাঝে মধ্যে
তবুও দেখা হোক চাইনি এভাবে।

ইস! ভুল একটা কথা বলে ফেলেছি দেখছি !
খেয়াল করিনি।
তোমার আমার অবস্থানের কথা নিয়ে
ভুল বলে ফেলেছি ,
মিথ্যে নয় , নিতান্তই ভুল মাত্র।

উত্তরের বিপরীতে দক্ষিণের অবস্থান
ব্যাপারটা আচমকা ভুলে বসেছিলাম।
তোমার আমার অবস্থান ঠিক বিপরীতমুখী ছিল
যদিও এই মুহুর্তে মুখোমুখি দাঁড়িয়ে
দুজনার মাঝে সাময়িক দূরত্ব কম হলেও
সময়ের বিস্তর ফারাক।

খানিক বাদে চলে যাবে জানি
কুশলাদি ছাড়া বিস্তারিত শোনার কিংবা বলার
প্রয়োজনবোধ করিনি দুজনই ।
এরপর চলতে থাকবে সময়
কমতে থাকবে উত্তর আর দক্ষিণের দূরত্ব
পৃথিবী উষ্ণ থেকে উষ্ণতর হবে
বরফ গলবে অ্যান্টার্কটিকায়
সমুদ্রের তেলে ভেসে উঠবে
মরা মাছ।
আর আমি দক্ষিণে দাঁড়িয়ে
ক্রমশ ঘামতে থাকবো
তৃষাতুর অভাগা চাতকের মত।

-----------------------------
কর্পোরেট ডেস্ক থেকে
০৮.১০.১৮

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩১

হাবিব বলেছেন:




আপনার লেখাগুলো দেখে হিংসা হচ্ছে, আমিও যদি পারতাম।
আমার ব্লগ বারান্দায় এসে আপনার মূল্যবান মতামত দিয়ে ধন্য করবেন।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার লেখার মিস করিনা স্যার। ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

২| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫১

শেখ মফিজ বলেছেন: ভালো লেগেছে । শুভকামনায় ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন। শুভকামনা রইলো ।

৩| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৮

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি! ভালো থাকবেন।

৪| ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাহ চমৎকার লিখেছেন জনাব। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ জানবেন। আপনার জন্যেও শুভকামনা।

৫| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো থাকবেন রাজীব ভাই। নিরন্তর ভালোবাসা।

৬| ৩১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

খায়রুল আহসান বলেছেন: এরপর চলতে থাকবে সময় - সময় বয়ে যায়, স্মৃতি রয়ে যায় অনুভবে, ভাবনায়।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভাই থাকবেন স্যার। অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.