নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

ব্লগ ডে ২০১৯ কাউন্ট ডাউন পোস্টঃ সিনায় সিনায় লাগে টান।

২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০১



প্রিয় কাল্পনিক ভালোবাসা' র উপর দিয়ে কি ঝড় যাচ্ছে বুঝতে পারছি। প্রচন্ড প্রেসার সামাল দিয়ে তিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। নীল সাধুজী শীতের রাতে কাঁপুনি গায়ে লাগাচ্ছেন না। স্বেচ্ছাসেবকরা সেবা দেয়ার জন্য নাম দিয়েছেন। উদ্দেশ্য ওই একটাই। ১১ তম বাংলা ব্লগ দিবস যেন সফল হয়। দিনশেষে বুকের হাঁপরে একরাশ সুবাতাস নিয়ে যেন সবাই বাড়ি ফেরে। সেই সুবাতাস প্রতিফলিত হবে ব্লগের পাতায় পাতায়।

আমার এই পোস্ট সর্বদা ক্রিয়াশীল ওই মানুষ গুলোর জন্য। যারা ব্লগ দিবসের সফল করার তাগিদে ক্রিয়াশীল , যারা পাশে থেকে ক্রিয়াশীল , যারা রেজিস্ট্রেশন করার মাধ্যমে ক্রিয়াশীল , যারা উৎসাহ অনুপ্রেরণা আর শুভকামনা প্রদান করে ক্রিয়াশীল। ১১ তম বাংলা ব্লগ দিবস উদযাপন আসলে তাদেরই জন্যে।

এটাই আমার শেষ কাউন্টডাউন পোস্ট। আর মাত্র একদিন বাকি। তারপর সেই কাঙ্খিত মহেন্দ্রক্ষণ ! ছোট বেলায় সবচেয়ে আনন্দের সময় ছিল ঈদের আগের দিন আর সবচেয়ে খারাপ লাগতো ঈদের দিন পড়ন্ত বিকালে , সন্ধ্যার আগ আগ দিয়ে। সন্ধ্যা বেলায় মনটা এমনিতেই হু হু করে কেন জানি আর ঈদের দিন সন্ধ্যায় ছিল ভীষণ রকম খারাপ।
আজ মনে হচ্ছে প্রোগ্রামটা ২০ তারিখে না হয়ে ভালোই হয়েছে। কালকের দিনটা পাওয়া যাচ্ছে। কিন্তু কাল যখন ফুরিয়ে যাবে তখন কেমন লাগবে ?

ব্লগারদের মধ্যে রক্তের সম্পর্ক নেই। আছে রাজনৈতিক মতভেদ , ভিন্ন দর্শন , ধর্মের ভিন্নতা , রেষারেষি , বিশ্বাসের বিভেদ , কিংবা কবিতা আর গল্পে দ্বন্দ। কিন্তু এতো কিছুর মাঝেও কোথায় যেন একটা টান অনুভূত হয়। এটা আত্মিক কিংবা বুকের বামপাশে যেটা থাকে সেটা হয়তো জানান দেয়। থাক , কাটা ছেঁড়াই যাবো না , কোনো তত্ত্বে যাবো না।

সামু একটা প্লাটফর্ম আর ব্লগাররা ট্রেনের ইঞ্জিন আর বগিগুলো পরস্পর একসাথে লাগানো। একেক বগিতে যাত্রীর ধরন আলাদা। একেক বগি একেক রকম কিন্তু টান অনুভূত হয় ওই আংটাটা লাগানোর জন্য । সামু ব্লগ ওই আংটাটা লাগিয়ে দিয়েছে। এই টান অনুভূত হয় বলেই শ্রদ্ধেয় চাঁদগাজী নিখোঁজ থাকলে অস্থির লাগে , সনেট কবির অনুপস্থিতি মন খারাপ করায় , প্রিয় ভাইয়ের খোঁজ নাই বলে দুঃচিন্তা হয়। ঠিক সেরকম শের শায়রী বা জুলভার্ন এর প্রত্যাবর্তন উৎফুল্লতা বাড়ায়। এই ব্লগটা ছিল বলেই প্রিয় ইমন জুবায়েরের জন্য রাতের আকাশের দিকে একবারের জন্য হলেও তাকাতে ইচ্ছা হয়।

আগামীকাল ব্লগ ডে উদযাপন অনুষ্ঠান। ২৫ তারিখ , বড় দিন। শুভেচ্ছা রইলো। কাল সরকারি ছুটি থাকলেও আমাদের কামলা দিতে হবে। কথা দিয়েছিলাম সবার জন্য অপেক্ষা করবো। কথা রাখা হবে কিনা জানিনা , তবে দেখা হবে নিশ্চয়।
ব্লগারদের লেখা নিয়ে অসাধারণ একটা ম্যাগাজিন হাতে পাবো কাল।চোখ জুড়ানো প্রচ্ছদ , ধন্যবাদ দিয়ে ছোট করে অপরাধ বাড়াবো না। ওই ম্যাগাজিন টা আমার কাছে একটা সম্পদ। প্রিয় রাশিয়ান শৈশবের বইগুলোর সাথে আগলে রাখবো আজীবন।

'বাঁধ ভাঙার আওয়াজ ' -- আহঃ। হমম , 'বাঁধ ভাঙার আওয়াজ ' নিয়েই দেখা হবে কাল, প্রিয় দেখা-অদেখা , চেনা অচেনা মুখ গুলোর সাথে। 'আওয়াজ ' বেঁচে থাক। এই 'আওয়াজ' ই অন্তত বেঁচে থাকার মানে হোক। নিরন্তর শুককামনা।

মন্তব্য ৫৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১০

জাহিদ হাসান বলেছেন: আমি আসবো না। যদিও খুব কাছেই আছি। /:)

২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঢাকার বাইরে থাকবেন নাকি ?

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৩

শের শায়রী বলেছেন: ই ব্লগটা আছে বলেই কিছু চির অদেখা মানুষ কে বড় আপন মনে হয়।

২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঠিক তাই প্রিয় ব্লগার।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২১

তারেক_মাহমুদ বলেছেন: গত বছর ছিলাম সেই স্মৃতি আজও জ্বলজ্বল করছে তাই এই মহা আয়োজন মিস করার ইচ্ছে নেই। তাছাড়া এ বছর সামু ব্যান হওয়ার পর পুনরায় ফিরে এসেছে পুরাতন ব্লগাররা আবারও ফিরতে শুরু করেছে তাই কালকের দিনটা আশাকরি অনেক আনন্দময় হবে।

২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অবশ্যই আনন্দময় হবে। :)

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: মহেন্দ্র ক্ষণ সন্নিকটে লাগছে ভাল তাই
কত চেনা মুখ প্রিয় মুখ— দেখা যদি পাই
ভাবতেই কেমন উৎফুল্ল মন এ যেন এক মহ লগন
বসে আছি তারি অপেক্ষায়

২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অপেক্ষায় আছি। কাল তবে দেখা হবে প্রিয় কবি।

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৯

জাহিদ হাসান বলেছেন: না। ঢাকাতেই থাকবো। শাহবাগের থেকে ৫-৬ কিলোমিটার দূরে। তবুও আসছি না। আমার ভাল্লাগে না ! :D

আমি নিবন্ধন রেজিষ্টেশন কিছুই করিনি। হা হা হা

২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বলেন কি ! :(

৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মাহেন্দ্রক্ষনের অপেক্ষায় রইলাম।
অনেক কিছু কাটছাট করতে হয়েছে
শুধু ব্লগ-ডেতে সবার সাথে পরিচিত
হবার লোভে।

২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কাল দেখা হবে। তবে কাল যদি আমার ছুটি থাকতো খুব ভালো হতো। সকাল সকাল যেতে পারতাম।

৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৯

আলমগীর সরকার লিটন বলেছেন: খুবি ভাল বলেছেন তারপরও
অনেক শুভেচ্ছা জানাই-

২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আসছেন কি কাল ? দেখা হলে ভালো লাগবে।

৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ যেনো আশা পূর্ণ করেন
যেনো যেতে পারি। দোয়া করিয়েন ভাইয়া জি

২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ছবি আপু , বেশি করে ফ্লিম আনবেন। :)
দেখা হবে কাল ইনশাল্লাহ।

৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪০

মলাসইলমুইনা বলেছেন: স্বপ্নবাজ সৌরভ,
দেশের বাইরে থাকা ব্লগারদের কথা ওমর খৈয়ামই সবচেয়ে ভালো বলেছেন "দূরের বাদ্য লাভ কি শুনে ?"
পন্ডিত ব্যক্তিদের কথা আমি সাধারণত অবহেলা করিনা ।
কিন্তু স্বভাবের বাইরে যেয়ে এইবার আপনাদের আনন্দে আমিও আনন্দিত হচ্ছি । হাহাহা ----।
সিরিয়াসলি সাকসেসফুল আনন্দময় একটা ব্লগ ডে-র কামনা আপনাদের জন্য ।

২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
যে মানুষ গুলোকে ভীষণ অনুভব করবো , তাঁদের মধ্যে আপনি একজন। ভালো থাকবেন।

১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাংলাদেশের আবহাওয়া বিভাগ (বিএমডি)
কাল-পরশু দু’দিনের জন্য দেশবাসীর জন্য
দুঃসংবাদ দিয়েছে। আবহাওয়া অফিস বলছে,
বুধ-বৃহস্পতি সারা দেশেই হালকা থেকে মাঝারি
বৃষ্টিপাত হতে পারে। তখন শুরু হতে পারে শৈত্যপ্রবাহ।
জানিনা কি হয় !!!!!

২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আজ সকাল থেকেই ঠান্ডা বাতাস বইছে। কাল কি হবে কে জানে।বাঁধা অতিক্রম করা ছাড়া উপায় নেই।

১১| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৮

বাকপ্রবাস বলেছেন: ফুলে সৌরভে ভরে উঠুক ব্লগারদের পারষ্পরিক হৃদ্যতা ভালবাসায় আমারদের চারপাশ সমাজ ও দেশ ও মানবতা

২৪ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

আমার সামুর মানুষ গুলো ভালো থাকুক। অনুভব করবো আপনাকে।

১২| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২০

রোকনুজ্জামান খান বলেছেন: পুরো অনুষ্ঠান টি লাইভ এ দেখতে চাই।

২৪ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

ভালো প্রস্তাব। পরিকল্পনা থাকতেও পারে। ধন্যবাদ।

১৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৪

পদ্মপুকুর বলেছেন: পারিবারিক ঝামেলায় থাকতে পারবো না। খুব মিস করবো বলে মনে হচ্ছে। তবে কাছে না থাকলেও পাশেই থাকবো সবসময়।
ব্লগডে সফল হোক।

২৪ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

ঝামেলা থাকবে। অনেকেই আসতে পারবে না , তারমানে এই নয় যে পাশে থাকবে না। আপনাকে খুঁজে নেবো , অনুভবে।

১৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:


অনেক উৎসাহ নিয়ে অপেক্ষা করছেন সবাই

২৪ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার জন্যেও অপেক্ষা করছি শ্রদ্ধেয় ।

১৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১০

রাজীব নুর বলেছেন: আমরা যারা ব্লগ ডে'তে আসবো না। ইচ্ছা থাকজা স্বত্তেও আসতে পারবো না।
তাদের জন্য প্রতিটা মুহুর্তের ছবি পোষ্ট দিবেন। এবং মজার ঘটনা গুলো লিখবেন।

২৪ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

কার কার সাথে দেখা হবে এমন একটা কাল্পনিক তালিকা ছিল।কাল হয়তো বাস্তবে আপনাকে পাবো না , তবে একজন রাজীব নূরের সরব উপস্থিতি থাকবে। :(

১৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৫

নুরহোসেন নুর বলেছেন: শুভ কামনা রইলো,
ভাইয়া আশাকরি নতুন নতুন ছবি পাবো।

২৪ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

আপনিও থাকছেন না। :(

১৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

ইসিয়াক বলেছেন: ভালোবাসা ভরা শুভেচ্ছা রইলো সবার প্রতি।

২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমার ভাবতে খুব খারাপ লাগছে যে , আপনার সাথে আজ দেখা হবে না। :(

১৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বুদ্ধিদীপ্ত কিছু মানুষ দেখার জন্য মুখিয়ে আছি। ইনশাআল্লাহ আসবো।
অনেক দূর থেকে আসবো। দিনে দিনে ফিরতে হবে।
৩টা টু ৫টা অন্তত দুই ঘন্টা হলেও সকলের সাহচর্য উপভোগ করবো।

২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:




এই জিনিসটা মাথায় রাখা দরকার ছিল। যারা এতদূর থেকে আসবেন তাদের জন্য কোন ব্যবস্থা। আপনি যে এতো কষ্ট করে আসবেন জেনে ভালো লাগছে , এই পোষ্ট আসলে আপনাদের জন্যই। দেখা হবে।

১৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫১

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ সৌরভ,




সিনায় সিনায় টান দিয়ে বাঁধ ভাঙার আওয়াজ উঠুক ব্লগ ডে'র দিনটিতে।
বড়দিনের আলোকমালায় রঙিন হয়ে উঠুক ব্লগবৃক্ষটি।
শুভেচ্ছা সবাইকে।

২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

আপনাদের সাথে দেখা হবে আজ , মনে হলেই ভিন্ন এক অনুভূতি হচ্ছে। ভালো থাকবেন স্যার। বড়দিনের শুভেচ্ছা।

২০| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: একেবারে হৃদয়নিংড়ে উজার করে লিখেছেন . . .

দারুন
যেন সকলের মনের না বলা কথাগুলোই রুপ পেলো।

একটা সফল, সুন্দর আর নিরাপদ ব্লগডের স্মৃতি হয়ে থাকুক অমলিন মহাকালের খাতায়

২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
হৃদয় নিংড়ে যদি শেষ ফোঁটা নিঃশেষ করেও লেখা হয় তবুও এই অনুভুতি প্রকাশ হবে না। ভালোবাসার বিদ্রোহী মানুষটা , ভালো থাকবেন। দেখা হচ্ছে তবে।

২১| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ১১তম ব্লগডে সফল হোক, শুভ কামনা থাকল ।

২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ব্লগ ডে সফল হোক। ভালোবাসা রইলো।

২২| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় ভৃগু ভায়ের কথার প্রতিধ্বনিত করেই বলবো একেবারে হৃদয় নিংড়ানো আবেগের বহিঃপ্রকাশ পোস্টের প্রতি ছত্রে ছত্রে উঠে এসেছে। আমরা সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় রইলাম। সুন্দর সুন্দর ছবিই আমাদের ভরসা।
শুভকামনা জানবেন।

২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমরা সাধ্যমত জানানোর চেষ্টা করবো প্রিয় ভাই।
ভালো থাকবেন আপনারা , যারা দূরে থেকেও এক্কেবারে কাছে আছেন।

২৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২০

রূপম রিজওয়ান বলেছেন: ১২:২০ বাজে। দিনের কাউন্টডাউন শেষ। এবার আর কয়েক ঘন্টার অপেক্ষা!
জয়তু সামু।

২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
জয়তু সামু। দেখা হবে , খানিক অপেক্ষার পর। শুভেচ্ছা নিন।

২৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৫৬

ডঃ এম এ আলী বলেছেন:



শুপ্রভাত।
দিনের কাউন্ট ডাউন শেষ
এখন প্রহড়ের অপেক্ষা ।
অন্তরের অন্তস্থল হতে
এর সাফল্য কামনা করছি ।
সকলের জন্য রইল
অগ্রীম শুভেচ্ছা ।

২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
জানেন কি স্যার , এই যে কাউন্টডাউন শেষ হলো -- এইটার জন্যেও খারাপ লাগবে।
শুভ সকাল। শুভেচ্ছা নিন।

২৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১০

রাজীব নুর বলেছেন: সমস্ত ব্লগাররা মিলে একটা ব্লগারস ক্লাব করা যায় কিনা দেখুন। আপনি প্রস্তাব দিন।

২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সুন্দর একটা প্রস্তাব দিয়েছেন। আপনি সশরীরে থাকলে বিষয়টা উপস্থাপন করতে পারতেন। আমার মনে হয় আজকের পরে সামুর অনেক দরজা খুলে যাবে। নতুন চিন্তা আসবে , ভাবনা আসবে। শুভকামনা রইল।

২৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫২

নতুন নকিব বলেছেন:



ব্লগ ডে ২০১৯ কাউন্ট ডাউনে দেয়া আপনার এই পোস্ট আসলেই সিনায় সিনায় টান লাগানোর মত!

এতটাই সুন্দর করে উপস্থাপন করেছেন, এক টানে পোস্ট মন্তব্য সব পড়ে শেষ করলাম।

ব্লগ মিলনমেলা সফল হোক। শুভকামনা সবার জন্য।

২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় মানুষ গুলোকে দেখবো , ভালো লাগছে।
আপনি আসছেন তো ?

২৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৮

প্রামানিক বলেছেন: বছরে একটাই অনুষ্ঠান, না এসে থাকতে পারি -- - --

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

দেখা হলো তাহলে। খুব ভালো লাগলো। আপনি আসলেই একজন মজার মানুষ।

২৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৩

শিখা রহমান বলেছেন: সৌরভ ব্লগ ডের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।
আশা করছি খুব আনন্দে কাটবে ব্লগ ডে প্রিয় সব চেনা-অচেনা মুখদের সান্নিধ্যে।

সবার ছবি আর অনুভূতি সম্বলিত পোষ্টের আপক্ষায় থাকলাম।

শুভকামনা সতত।
ভালো থাকুন স্বপ্নবাজ কবি।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেক সুন্দর কেটেছে। তবে আপনার সাথে দেখা হলো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.