নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
১
গোল্ডফীশ গুলো রাখা ছিলো
বিছানার ঠিক পাশে কাঁচের জারে
তাকে নিয়ে বাতাস খেলা করে
খেলা করে নিকোটিনের ধোঁয়া,
ধোঁয়ায় অবরুদ্ধ কালচে পানি,
তাকে নিয়ে বাতাস খেলা করে!
পাশে পরে থাকা এক খন্ড শৈবাল
বলে উঠে,
তোমার কি হয়েছে?
আমার শরীরে অসুখ।
অসুখের নাম কি?
ঘুমন্ত গোল্ডফীশ দেয়না উত্তর।
২
আরও একটি শীতের সকাল,
একটি গোল্ডফিসের অপমৃত্যু এবং আমার
ফিরে আসা...
শিরোনামটাকে শিরোনামে আটকাতে চাই না
বিস্তৃতি হোক মননকেন্দ্রে, মস্তিস্কের নির্তেজ কোষে
চুরি করে আনা গুটি কয়েক কবিতার লাইন
জুড়ে দিয়েছি ছাপার অক্ষরে
ভাবছি,
কিছুক্ষনের মধ্যেই
অপঘাতে মরা গোলফীশটাকে
শেষ কৃতকার্য স্বরূপ
ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবো
আর
ফাঁকা জারটাকে
ছাইদানী হিসেবে কাজে লাগাবো!!
ছবিঃব্লগার আমিই রাকিব
***********
বেশ কয়েক বছর আগের কথা। আমরা তখন জাপান গার্ডেন সিটির কোন বিল্ডিংয়ের চোদ্দ তলায় থাকি।
সারারাত সিগারেট খাই। আড্ডা দেই।চিন্তা করি। ভাবি আর ভোরের বেলায় ঘুমাতে যায়।
একদিন সকালে দেখলাম খাটের পাশের ছোট্ট টেবিলে রাখা সোনালী মাছটা ভেসে উঠেছে। মারা গেছে।
কারন অনুসন্ধানে জানা যায় সিগারেটের ধোঁয়া ।
মনটা খারাপ হয়ে যায়। তাকিয়ে থাকি মাছটার দিকে। জানতে চাই, তোমার কি হয়েছে?
উত্তর পাইনা কোন।
উত্তর না পেলেও বেয়াড়া কিছু লাইন মাথায় নাছোড়বান্দা হয়ে চেপে বসে। সেই সাথে হুমায়ুন আহমেদের 'কে কথা কয়' বইয়ের কবিতার কয়েক লাইন চুরি করে এনে বসিয়ে দেই আমার খাতায়।
সোনালী মাছের অপমৃত্যু কোন এক শীতের সকালে কবিতা হয়ে ফিরে এসেছিল বহুদিন পর। আমার ফিরে আসা।
১৪ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:২১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ধন্যবাদ ভাই। আমাদের সেই বেখেয়ালির কারণ মানবতা মুমূর্ষু প্রায়। গোল্ডফিশের মত খাবি খেতে খেতে একদিন মারা যাবে।
২| ১৪ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩৩
রূপম রিজওয়ান বলেছেন: রূপকধর্মী সুন্দর কবিতা! মুগ্ধতা...
খুবই ভালো লাগলো।
১৪ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
মন্তব্যে ধন্যবাদ ভাই। ভালো লেগেছে জেনে ভালো লাগলো আমার।
৩| ১৪ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+
১৪ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ধন্যবাদ প্রিয় কবি।
৪| ১৪ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪০
এমজেডএফ বলেছেন: আমাদের বেখেয়ালীর কারণে প্রতি মুহুর্তে অহরহ দূর্ঘটনা ঘটছে, পরিবেশ নষ্ট হচ্ছে, সমাজ কলুষিত হচ্ছে। আপনার কবিতার সাথে কন্ঠ মিলিয়ে বলতে চাই, "বেখেয়ালীদের খেয়াল জাগ্রত হউক"।
১৪ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ধন্যবাদ আপনাকে, চমৎকার গঠনমূলক মন্তব্যের জন্য।
৫| ১৪ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৫
নেওয়াজ আলি বলেছেন: অপূর্ব , চমৎকার সৃষ্টি, পাঠে মুগ্ধ।
১৪ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনার মন্তব্য আর মুগ্ধতা অনুপ্রেরণা জাগালো।
ভালো থাকবেন।
৬| ১৪ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:২৫
মুক্তা নীল বলেছেন:
সিগারেটের ধোঁয়ার কারণে গোল্ডফিশের মৃত্যু আপনার মনকে
যে বিবেকের তাড়নায় নাড়া দিয়েছে লেখায় তা সুস্পষ্ট ।
১৪ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কিছু সময়ের জন্য বিবেকে নাড়া দিয়েছিলো। খানিক পরে জার তাকে ছাইদানি হিসেবে কাজে লাগাতে চেয়েছিলাম।
পাঠে মন্তব্যে ভালোবাসা রইলো। অনেকদিন আপনার লেখা পাইনা , ফিরে আসুন এই কবিতার মত।
৭| ১৪ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫০
রাজীব নুর বলেছেন: ব্লগার আমিই রাকিব ভাইয়ের পোষ্ট টি আমি পড়েছিলাম। মন্তব্যও করেছিলাম। আমার মনে আছে। অনেকদিন আগের কথা।
আপনার কবিতা খুব সূন্দর হয়েছে।
১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ব্লগার আমিই রাকিব এর কোন পোস্ট ? কবিতা ভালো লাগায় ভালো লাগলো। ভালো থাকবেন।
৮| ১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫২
নীল আকাশ বলেছেন: আমাদের বেখেয়ালীর কারণে অহরহ দূর্ঘটনা ঘটছে। সামাজিক দায়বদ্ধতা এড়িয়ে আমরা সহসাই ভুলেই আমাদের দায়িত্ব কিংবা কর্তব্য। অসহায় গোল্ডফীসের মতো আর কারও যেন এইরকম না হয়।
হুমায়ুন আহমেদ কী কবিতা লিখতেন? আগে কখনও পড়িনি।
১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
হুমায়ুন আহমেদের 'কবি' বইয়ে চমৎকার কিছু কবিতা আছে।
গৃহত্যাগী জোছনা নাম একটা কবিতার বই আছে।
'কে কথা কয়' বইয়ের কবিতাটি -
ঘুম্র হ্রদ
অঘুমো রাজকন্যা ছিল ঘুম্রহ্রদে
তাকে ঘিরে জল নাচে শোঁ শোঁ শব্দ হয়
রাজকন্যার ভয় হয় তার শরীরে অসুখ
অসুখের নাম কী? প্রশ্ন করে জলপাখি
অঘুমা রাজকন্যা দেয় না উত্তর।
৯| ১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪১
চাঁদগাজী বলেছেন:
কবিতায় কিছু বলতে চেয়েছিলেন?
১৪ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কিছু সময়ের জন্য মনটা খারাপ হয়েছিল। খানিক পরে আবার জার টাকে ছাইদানি হিসেবে কাজে লাগাতে চেয়েছিলাম।
এর বেশি কোন বক্তব্য নাই।
১০| ১৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১:১৫
সোহানী বলেছেন: আমার যে কতগুলো মাছ আর কচ্ছপ মারা গেছে তার হিসেব রাখলেতো ডায়রী ফুল হয়ে যেতো। অবশ্য বেশীরভাগই আমার দোষে নয় কিছুতেই.....................
১৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মাছ মরাটা খুব একটা বড় বিষয় না আপু। শুধু মনটা হটাৎ করেই খারাপ হয়েছিল। অনেকদিন লেখা বন্ধ ছিল। ওই ঘটনার পর বহুদিন বাদে এই কবিতাটি জন্ম নিয়েছিল। আদৌ হয়তো কবিতা নয়।
ভালো থাকবেন আপনি। মন্তব্যে অশেষ ভালো লাগা।
১১| ১৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
ব্লগার আমিই রাকিব এর কোন পোস্ট ? কবিতা ভালো লাগায় ভালো লাগলো। ভালো থাকবেন।
তাতে তো মনে নেই।
১৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
প্রতিউত্তরের উত্তরে ধন্যবাদ। রাজীব ভাই।
১২| ১৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৮
শ. ম. দীদার বলেছেন: অনুপম সুন্দর! তীর্যক!
১৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ধন্যবাদ সহব্লগার ! ভালো থাকবেন। আপনাকে আমার ব্লগে পেয়ে ভালো লাগছে। ভালো থাকবেন।
১৩| ১৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫১
ইসিয়াক বলেছেন: চমৎকার।
১৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ধন্যবাদ ভাই। এক বছর পাড়ি দিলেন ব্লগে , অভিনন্দন জানাই।
©somewhere in net ltd.
১| ১৪ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:১৮
ম্যাড ফর সামু বলেছেন: গোল্ডফিশের মৃত্যুটা একটা দূর্ঘটনা, আর কিছুটা বেখেয়ালীর কারণে।
কবিতাটি সুন্দর হয়েছে। আর এ নিষ্ঠুর সমাজে যেখানে মানবতা আজ প্রশ্নের সম্মুখীন, সেখানে একটি গোল্ডফিশের জন্য আপনার অনুভবতা হৃদয় ছুঁয়ে যায়!
ধন্যবাদ সুন্দর একটি কবিতা ও অনুভূতি শেয়ার করার জন্য।