নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

বাসে বসে

১০ ই মার্চ, ২০২০ দুপুর ১:০৪


ছবিঃ ইন্টারনেট


আপনি না হয় সচেতন হলেন কিন্তু আসে পাশের বলদ গুলো যখন আপনার মুখ বরাবর এসে হাঁচি দেবে ?? সামলাবেন কিভাবে ?
অবাক হই , পকেটে সামান্য টিস্যুর কেনার মত টাকা কিংবা রাখার মত জায়গা থাকে না মানুষের ?


'ভাই , এখানে সেখানে থুথু ফেলবেন না' -- বাসের জানালা দিয়ে থুথু নিক্ষেপ করা লোকটাকে বলতেই আমাকে উল্টো প্রশ্ন করলো - 'মুখে থুথু এলে কি করবো ?' আমি বললাম - 'অন্তত একমাস থুথু গিলে খান।তবুও রাস্তায় থুথু ফেলবেন না।'


হ্যান্ড স্যানিটাইজার , হ্যান্ড রোব , মাস্ক মার্কেট আউট। পাওয়া গেলেও তা বিক্রি হচ্ছে চড়া দামে। এই দেশে একসময় পেঁয়াজের দাম ৪০ টাকা থেকে ২৫০ টাকায় উঠে গিয়েছিলো। পরবর্তীতে ১০০ টাকায় নেমে আসায় তৃপ্তি তে ঢেঁকুর তোলা জনগণের উচিত নিশ্চুপ থাকা , ধৈয্য ধারণ করা। খুব বেশি 'কষা' হলে পানের বোঁটা তো আছেই। নিজ পশ্চাৎ দেশে প্রবেশ করান। হাগু আসবেই !


বেশি লাভের আশায় মজুদদার প্রয়োজনীয় দ্রব্যাদি মজুদ করতে করতে বললেন - ' করোনাভাইরাস হলো চীনে মুসলমানদের উপর অত্যাচারের জন্য গজব।'
কিন্তু মজুদদার বললেন না -
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘পণ্যদ্রব্য আটক করে অধিক মূল্যে বিক্রয়কারী অবশ্যই পাপী।’ (মিশকাত)


থুথু নিক্ষেপ করা নিয়ে কথা বলতে বলতে একজন পেছনের সিট থেকে বিজ্ঞের মত বলে উঠলো , 'এতো চিন্তা করে লাভ নাই। কপালে যা আছে তাই হবে। মাস্ক পড়লেও হবে , না পড়লেও হবে। হাঁচি দিলেও হবে ,না দিলেও হবে।'
কে যেন বলে উঠলো , " আসুন আপনাকে ধরাধরি করে চলন্ত বাসের চাকার নিচে ফেলে দেই। বাস ব্রেক কষলে তো বাঁচলেন , না কষলে তো গেলেন। যা আছে কপালে ! '


তিন বিমানবন্দরে কোনো থার্মাল স্ক্যানার বসেনি। উল্টো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাধারণ যাত্রীদের জন্য ব্যবহৃত একটি স্ক্যানার গতকাল সোমবার রাতে নষ্ট হয়ে গেছে। সোমবার দিবাগত রাতে বিদেশ ফেরত অধৈর্য যাত্রীর চাপে স্ক্যানারটি ভেঙে যায় বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।


বাংলাদেশে গরম বাড়ছে। আজ ৩১ ডিগ্রি সে. । শুক্রবার আসতে আসতে ৩৬ ডিগ্রী হবে। করোনার বিস্তার কি কমবে ?
ইউনিসেফের কর্মী শার্লট গরনিৎজকা বলেন, আমরা জানি, গরমে ফ্লুজনিত ভাইরাস বেঁচে থাকতে পারে না। তবে আমরা জানি না যে করোনাভাইরাসের ওপর গরম কতটা প্রভাব ফেলতে পারে।’অধ্যাপক ব্লুমফিল্ড বলেন, ভাইরাস একবার শরীরে ঢুকে গেলে এটাকে মেরে ফেলার কোনো উপায় নেই; এই ভাইরাসের সঙ্গে লড়াই করা ছাড়া।


'জয় বাংলা' কে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা দিয়েছেন হাইকোর্ট।
আমি রাজনীতির সাথে যুক্ত নই। বাড়িতে কোন রাজনৈতিক আলোচনা হয়না।
তবে 'জয় বাংলা' বলে চিৎকার করতে ইচ্ছা হতো খুব। এখন থেকে 'জয় বাংলা ' চিৎকারে আকাশ কাঁপাবো। 'জয় বাংলা ' আমার। আমাদের।



স্বপ্নবাজ সৌরভ
১০.০৩.২০২০

মন্তব্য ৩৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০২০ দুপুর ১:২৭

নেওয়াজ আলি বলেছেন: বেশ । ভালো থাকুন। একমাত্র আল্লাহই রক্ষাকর্তা ।

১০ ই মার্চ, ২০২০ দুপুর ১:৪৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

আল্লাহ সহায় হউন। ব্রিটেনের অবস্থায় ভালো না। ইতালি অবস্থা করুন। আমাদের কি আছে ? কিচ্ছু নেই :(

২| ১০ ই মার্চ, ২০২০ দুপুর ১:২৮

ইসিয়াক বলেছেন: জয় বাংলা

১০ ই মার্চ, ২০২০ দুপুর ১:৪৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
জয় বাংলা

৩| ১০ ই মার্চ, ২০২০ দুপুর ১:৪২

মুক্তা নীল বলেছেন:
সৌরভ ভাই ,
তিন বিমানবন্দরে কোনো থার্মাল স্ক্যানার বসেনি আবার শুনেছি একটা সচল আছে বাকিগুলো নষ্ট হয়ে আছে তখন ভাবতে
অবাক লাগে আমরাই কোথায় বাস করছি!!

১০ ই মার্চ, ২০২০ দুপুর ১:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
বুঝুন অবস্থা !

৪| ১০ ই মার্চ, ২০২০ দুপুর ১:৫৮

নীলসাধু বলেছেন: বাসে বসে শিরোনামের লেখায় দেখি বহু কিছু!
ভালো লাগা রইলো।

আমাদের দেশের মানুষ অদ্ভুত। সেটা নানা বিচারে।
তবে করোনা ভাইরাস নিয়ে আমাদের সতর্কতার প্রয়োজন আছে। ভালোভাবেই আছে নাহলে সমস্যা হবে বলে মনে হয়। আশা করছি আমরা সবাই স্বাস্থ্যগত বিষয়ে অধিকতর সচেতন থাকবো।

১০ ই মার্চ, ২০২০ দুপুর ২:০০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

কয়দিনে লক্ষ্য করলাম, থুথু ফেলে কিছুটা কমেছে ।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৫| ১০ ই মার্চ, ২০২০ দুপুর ২:১০

ভুয়া মফিজ বলেছেন: করোনা নিয়ে এতো চিন্তার কিছু নাই। দেশে এর চেয়েও বড় সমস্যা আছে। তাতে মানুষ মারা যায় আরো বেশী।

পরিসংখ্যান বলছে, অতীতের অন্যান্য ফ্লু ভাইরাসের তুলনায় এটা কম ভয়ংকর। অবশ্য দেশে চিন্তা করেও খুব একটা লাভ নাই। সাবধান থাকাটাই যথেষ্ট (বাইরে সবসময় মাস্ক ব্যবহার করেন, বাইরে থেকে এসে হাত ধুয়ে ফেলেন)। জরুরী কাজ না থাকলে ঘর থেকে বের হবেন না। জ্যাম একটু কমবে। এটা ভালো দিক। :)

বৃটেনের অবস্থা ভালো না কে বললো? কিছু মানুষ কিছুটা প্যানিকড হয় সবসময়ই। বাকী সব নর্মাল এখানে।

১০ ই মার্চ, ২০২০ দুপুর ২:২৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

মানুষ তো প্ৰতিবছর এমনিতেই মারা যায়।
দুর্ঘটনা , নানা রোগে মানুষ মারা যায়। বিনা রোগেও মারা যায়। বয়স হলেও মারা যায়। সে মারা যাবার সাথে এই ধরণের মারা যাবার পার্থক্য আছে।
এই মারা যাবার ভেতর আলাদা আতংক কাজ করছে। সতর্ক থাকতে হচ্ছে। টেনশনে থাকতে হচ্ছে। আপনি যখন জানবেন একটি নির্দিষ্ট কারণে আপনার মৃত্যু হতে পাবে তখন ওই কারণ নিয়ে আপনি আতংকিত হবেন। দেশে যদি যুদ্ধ চলতো আমরা কিন্তু যুদ্ধে মারা যাবার ভয়ে থাকতাম।

জরুরি কাজ হচ্ছে টাকা ইনকামের জন্য অফিস। এইজন্যে বেরুতেই হবে। আপনি সচেতন হলেন , সতর্ক হলেন কিন্তু আরেক জনের কারণে আপনার সব কিছু বৃথা গেল। এটাও তো একটা আতঙ্ক। :(

লন্ডন জেনেটিক্স ইন্সটিটিউটের প্রধান ফ্রাঙ্কোইস ব্যালোওক্স এ ব্যাপারে বলেছেন, যুক্তরাজ্যে করোনাভাইরাসের পরিণতি ইতালির সঙ্গে মোটামুটি তুলনাযোগ্য। তবে ইতালিতে মহামারিটি যুক্তরাজ্যের পরিস্থিতি থেকে দুই থেকে তিন সপ্তাহ আগে এগিয়ে রয়েছে। এরই মধ্যে ব্রিটেনে তিন শতাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

৬| ১০ ই মার্চ, ২০২০ দুপুর ২:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই সময়টাতে সাবধান থাকতে হবে সবাইকে। কিন্তু বলদগুলোর জন্যই কিছু পারা যাবে না। যে লোকরা হাটার পথে মুততে বসে এদের জোতা দিয়া মরালেও শুনবে না আদর কইরা কইলেও শুনবে না। থুথুর জন্য যে বিরক্ত লাগে

১০ ই মার্চ, ২০২০ বিকাল ৩:০৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

হাঁচি দেয়ার সময় হাঁচি না ঢাকায় হাঁচিদাতাকে উত্তমমাধ্যম দিল ক্ষিপ্ত জনতা।
বাসের জানালা দিয়ে থুথু ফেলে বাস থেকে ঘাড় নামিয়ে দিল যাত্রীরা।
রাস্তায় কফ ফেলায় কান ধরে দাঁড় করিয়ে রাখলো জনতা।

উপায় নাই ছবি আপু। নিজে সতর্ক থাকুন। কি আর করা।

৭| ১০ ই মার্চ, ২০২০ বিকাল ৩:০১

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের মানুষ গুলো বিশেষ করে ঢাকা শহরের মানুষ গুলো বেয়াদপ। বদমাইশ।

১০ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ঠিক রাজীব ভাই। মাঝে মাঝে ভাবি সহ্য করবো না ভাই।

৮| ১০ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৫৩

শের শায়রী বলেছেন: হারাধনের চারটি ছেলের মত তিনটা থার্মাল স্ক্যানার আগেই গেছে এইবার বাকীটাও গেছে, কেন মধ্যপ্রাচ্যর দেশ সমূহ আমাদের যাওয়া নিষেধ করছে এইবার বুজছি, এই ব্যাবস্থাপনায় যে কেউ প্লেনে ভাইরাস সহ উঠে পড়লে অন্য দেশে ঢুকে পড়লে তাদের বারোটা বাজবে। তাই পুরা দেশের ওপর নিষেধাজ্ঞা অথচ আমাদের অবস্থা কিন্তু অতো খারাপ না। কিন্তু দায়িত্বশীলদের অব্যস্থাপনার জন্য সমগ্র জাতিকে সাফার করতে হচ্ছে :(

১০ ই মার্চ, ২০২০ বিকাল ৪:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

আমি মনে করি আমাদের এখনো যথেষ্ট সময় আছে। সচেতনতা বাড়াতে হবে , দারিত্বশীলদের ব্যবস্থাপনা জোরদার করতে হবে।
দুঃচিন্তার কথা , দ্রব্যমূল্যের উদ্ধগতি আর প্রাপ্যতা।

করোনাভাইরাস প্রতিরোধে একটি থার্মাল স্ক্যানার মেশিন আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামে এসে পৌঁছেছে। বিমানবন্দরের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা মো. শরীফ প্রথম আলোকে বলেন, ‘থার্মার স্ক্যানার দুপুরে চলে এসেছে। এটি বসানোর কাজ চলছে।’



৯| ১০ ই মার্চ, ২০২০ বিকাল ৪:২৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর হয়েছে তবে আপনি কি ব্লগার রাজীব নুর সাহেবের প্যাটার্ণ অনুসরণ করছেন?

১০ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৩১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

আসলে ঠিক তা না। যখন বড় পোস্ট লিখতে পারি না তখন ছোট ছোট ভাবনা গুলো টুকরো টুকরো ভাবে প্রকাশ করি। কিছু কিছু আবার ফেসবুক স্ট্যাটাস থেকেও ধার করি। আমি এর আগেও লিখেছি।

রাজীব ভাইয়ের লেখায় আলাদা মজা আছে। উনার প্যাটার্ণ এর সাথে মিলে গেলেও আসে অনুসরণ নয়।

অনেক ধন্যবাদ আপনাকে।

১০| ১০ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৩৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কে বলেছে আপনি লিখতে পারেন না। আপনার সব লেখাই সুন্দর।

১০ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৩৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

বড় পোস্ট লিখতে পারি না -- আসলে নিজের ভাবনা গুলো দিয়ে বড় কোন পোস্ট হচ্ছিলো না তাই আলাদা আলাদা ভাবে দিয়েছি। টুকরো টুকরো ভাবনা। আমি আসলে এইটাই বলতে চেয়েছিলাম। আমার সব পোস্ট ভালো লাগে জেনে অনেক ভালো লাগলো।

১১| ১০ ই মার্চ, ২০২০ রাত ৮:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গরমে করোনার বিস্তার কমবে আমার এরকম মনে হচ্ছে না।
কারন তিব্র গরমের দেশ ইরানেও করোনা বহাল তবিয়তে আছে।

১১ ই মার্চ, ২০২০ সকাল ৯:৫২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

ইরানের তাপমাত্রা কিন্তু অনেক নিচে এখন। তবে তাপমাত্রার সাথে আদৌ কোন সম্পর্ক আছে কিনা কে জানে। অনেক ধন্যবাদ লিটন ভাই। ভালো থাকবেন।

১২| ১০ ই মার্চ, ২০২০ রাত ৮:৩১

সোহানী বলেছেন: ওইতো ঝোঁকের মাঝে আছি আমরা। আর এ সুযোগে ব্যবসা করে নিচ্ছে চামারগুলা। আমাদের রক্ত চুষে খেতেইতো ওদরে জন্ম.....

১১ ই মার্চ, ২০২০ সকাল ৯:৪৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

এদের বিচার হবে একদিন সোহানী আপু।

১৩| ১০ ই মার্চ, ২০২০ রাত ১১:২০

ডঃ এম এ আলী বলেছেন:
সুন্দর লিখেছেন ।
মুক্তি যুদ্ধ চলাকালীন সময়ে জয় বাংলা মুক্তি পাগল জনতাকে দারুনভাবে উজ্জিবিত করত ।
এটা শুধু মুখের কথা না , এর প্রভাব নীজ চোখে দেখা ।

শুভেচ্ছা রইল

১১ ই মার্চ, ২০২০ সকাল ৯:৪৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

হুমায়ুন আহমেদের একটা সিনেমা দেখেছিলাম। যুদ্ধের সময় কিছু যাত্রী আর মুক্তিযোদ্ধা একটা নৌকা চরে আটকে যায়। কোন ভাবেই চালু হয়না। খুব কষ্টে যখন চালু হলো , তখন মাঝির সহকারী চিৎকার করে উঠলো - জয় বাংলা।

ভালো থাকবেন স্যার।

আপনার অনুপ্রেরণায় র‍্যাগনারক: পৃথিবীর শেষ এবং পুনঃজন্ম। (সম্পূর্ণ) নিয়ে লেখার চেষ্টা করেছিলাম। একটু দেখতে পারেন।

১৪| ১১ ই মার্চ, ২০২০ রাত ১২:৩০

নিভৃতা বলেছেন: সবাই ভালো থাকুক। দেশ ভালো থাকুক। পৃথিবীর সকল মানুষ ভালো থাকুক। বিকশিত হোক সকলের মস্তিষ্ক। তাহলেই দেহ মন পৃথিবী সব ভালো থাকবে।

১১ ই মার্চ, ২০২০ সকাল ৯:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
মহাপৃথিবীর জন্য শুভকামনা। অনেক ভালো থাকবেন আপনি।

১৫| ১১ ই মার্চ, ২০২০ রাত ১২:৩৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: যে দেশে যেকোনো মানুষের যেকোনো সময় অস্বাভাবিক মৃত্যু হতে পারে, সে দেশে করোনা নিয়ে বেশি আতংকিত হওয়ারও কিছু নাই আসলে।

১১ ই মার্চ, ২০২০ সকাল ৯:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

অনেক ধন্যবাদ জুনায়েদ ভাই। অনেকদিন পরে আপনি। আসলে আতঙ্কের জায়গাটা আলাদা। কিন্তু আপনার কথার পরে আর কথা থাকেনা। :)

ভালো থাকবেন আপনি।

১৬| ১১ ই মার্চ, ২০২০ সকাল ৮:০২

হাসান কালবৈশাখী বলেছেন:
বিমানবন্দরে থার্মাল স্ক্যানার নষ্ট দেখে এত সিরিয়াস হওয়ার কিছু নেই।
থার্মাল স্ক্যানার মামুলি একটা জ্বর মাপার যন্ত্র, নন কন্ডাক্ট থার্মোমিটার ১১ ডলারে পাওয়া যায়।
বিমানবন্দরে জ্বর মাপার আর্চওয়ে (গেইট) আছে, ইবোলার সময়ে কেনা। ভাল, চালু আছে। স্ক্যানারের চেয়ে ভাল কাজ দেয়।

হ্যান্ড স্যানিটাইজার নিয়েও সিরিয়াস হওয়ার কিছু নেই ।
শতটাকার হ্যান্ড স্যানিটাইজারের চেয়ে সাবান দিয়ে হাত ধোয়া অনেক কার্যকর।
সাবান না পাইলে বাংলা সাবান, বাংলাসাবান না পাইলে হুদা পানি দিয়া ধুইয়া চুলার আগুনে হাত শুকাবেন।

আর বাহিরে হাত ধোয়ার সুযোগ না পেলেও সমস্য নেই। হাত নাকে মুখে কানে না গেলেই হলো।
বাসায় এসে হাত ধুবেন। ব্যাস।

১১ ই মার্চ, ২০২০ সকাল ৯:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
অধৈর্য যাত্রীর চাপে স্ক্যানারটি ভেঙে যায় --- বুঝুন অবস্থা। আমরা কি ধৈয্য ধরে রাখতে পারছিনা।
হাত ধোয়া নিয়ে সমস্যা নেই হাত ধোয়া সাবান তো আছেই। কিন্তু সমস্যা হলো সব কিছুরই দাম বেড়ে যাচ্ছে, স্টক করছে। আশার কথা প্রশাসন প্রদক্ষেপ নিচ্ছে।

ভালো থাকবেন। আমি নিজে সচেতন আছি। অনেক ধন্যবাদ আপনাকে।

১৭| ১১ ই মার্চ, ২০২০ সকাল ১১:১৮

মনিরা সুলতানা বলেছেন: লাইভ আপডেট !!
আল্লাহ সবাই কে হেফাজত করুন।

১১ ই মার্চ, ২০২০ সকাল ১১:৪৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

আল্লাহ ভরসা মনিরা'বু। সতর্ক থাকুন।

১৮| ১১ ই মার্চ, ২০২০ দুপুর ১২:১৫

নীল আকাশ বলেছেন: ৭ নাম্বার পর্যন্ত তো ঠিকই লিখেছেন। কিন্তু জোর করে কী কারো আবেগ দখল করা যায়?
রাজনৈতিক বেশ্যাবৃত্তিকে কিভাবে সর্মথন করি বলুন? শেখ মুজিব'কে এখন পারিবারিক বানানো হয়েছে। সবাই তো এই পরিবারের অংশ নয়।

১১ ই মার্চ, ২০২০ দুপুর ১২:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ প্রিয় নীল আকাশ ভাই।
আপনার মন্তব্যের বিপরীতে ঠিক তেমন কিছু বলার নাই।

শেখ মুজিব'কে এখন পারিবারিক বানানো হয়েছে। সবাই তো এই পরিবারের অংশ নয়।

১৯| ১১ ই মার্চ, ২০২০ দুপুর ২:১২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
ঠিক রাজীব ভাই। মাঝে মাঝে ভাবি সহ্য করবো না ভাই।

এই শহরের মানুষ ঘর বাইরে বের হলেই অমানুষ হয়ে যায়। নিষ্ঠুর হয়ে যায়।

১১ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমি বিশ্বাস করি ঢাকা শহরের মানুষ বিষয়ে অনেক আপনার অভিজ্ঞতা আছে।এই শহরের অলিগলি ,মানুষ গুলোর সাথে আপনার পদচারণা।

অনেক ধন্যবাদ আপনাকে রাজীব ভাই। ফিরে আসায় ভালোবাসা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.