নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

রাশান রাজপুত্রের হাঁটা শেখা....

১৩ ই আগস্ট, ২০২১ রাত ১২:৫০



আমার রাশান রাজপুত্রের হাঁটা শেখা
-------------------------------
১.
পূবের সূর্যটা কেবল মাত্র আলো ছড়াতে শুরু করেছে। রাশান রাজপুত্র ঘুম ঘুম চোখে আমার কোলে। আমরা হাটতে থাকি। আমাদের রুটিনের খেলাপ হয়না। কিংবা বিকেলের সূর্যটা পশ্চিমে যখন মিনমিনে আলোয় মিলিয়ে যাচ্ছে, তখনো রাশান রাজপুত্র আমার কোলে লেপ্টে থাকে। আমরা হাঁটতেই থাকি। আমরা মানে , আমি। ছেলেটা হাঁটতে শেখেনি।
ছেলেটা আমার কোলে কোলে ঘোরে আর আমি হাজার প্রশ্নের উত্তর দিই।
'বাবুর বয়স কত হলো? '
- এগারো মাস।
'এখনো হাঁটা শিখেনি? '
-- না।
'দাঁড়াতে পারে?'
-- কিছু ধরে দাঁড়িয়ে থাকে। তাছাড়া পারে না।
'আমার নাতি তো আট মাসেই হাঁটা শিখেছে। অনেকের সমস্যা থাকে । '

এমন কথা শুনতে শুনতে মাঝে মাঝে রাগ হয়। মাঝে মাঝে মনে মনে বলি- 'ছেলের বাপ ই তো এখনো হাঁটা শেখেনি। '
কেউ কেউ আবার বলে-
'সব সময় কোলে রাখলে হাঁটা শিখবে কিভাবে? মাঝে মাঝে ছেড়ে দিতে হয়।'

আমি ছানাটাকে জাপটে ধরে রাখি। সহজে নামায় না। আমি জানি ছানা একদিন হাঁটবে । কোল থেকে নামবে। আর জাপটে ধরে রাখা যাবে না। :(

হুট করে মনটা খারাপ হয়ে যায়। আমি রাশিয়ান শৈশবের বইয়ে রাজপুত্রের দিকে তাকায়। দেখি কি ভীষণ মায়া নিয়ে আমার দিকে তাকিয়ে আছে ।

২.
বেশ কিছুদিন ধরে রাজপুত্র হাঁটাহাঁটি পা পা করছে । এখন আর কোলে থাকে না। হাত ধরে রাখাও দায়। হাত ছেড়ে ছুটতে থাকে ।
আমি পেছন থেকে বলি, কি করছিস নিহাল?
ছানাটা যেন বলে ওঠে, 'দৌড়াচ্ছি বাবা।'
তাতো দেখছিই। দাঁড়া, আগে হাঁট। হাঁটা শিখতে ইচ্ছা হয়না নাকি?
--- 'হাঁটা তো আমি শিখেছিই!'
ওটা কে কি আর হাঁটা শেখা বলেরে?
--- 'তাহলে কাকে বলে? '
আমি পেছন থেকে বলি- বড় হ তারপর বুঝবি।

আমার রাশান রাজপুত্র হাঁটি হাঁটি পা পা করলেও , হাঁটা শেখার মানে বোঝে না।বোঝে না- হাঁটতে গেলে পড়ে যেতে হয়। পড়ে গেলে আবার উঠে দাঁড়াতে হয়। একদিন সে বড় হবে। বড় হয়ে নিশ্চয়ই জানবে। তবে ভয়ংকর ব্যাপার হচ্ছে - হাঁটা না শিখলে বড় হওয়া যায়না ।

**রাশান রাজপুত্রঃ ব্লগে লেখালেখিতে আমার 'রাশিয়ান শৈশব' বারবার ফিরে এসেছে। বাস্তব জীবনেও এর ভীষণ প্রভাব। আমার সেই স্মৃতিময় ঝলমলে রাশিয়ান শৈশব কিংবা শৈশবের স্কুলের রাজপুত্র হচ্ছে আমার ছানাটা। আমার রাশান রাজপুত্র ।

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০২১ ভোর ৫:১০

সোহানী বলেছেন: ওরে আমার সোনাবাচ্চা। অনেক বড় হও......

১৩ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৩১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ সোহানী আপু। ভালো থাকবেন ।

২| ১৩ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৩০

শেরজা তপন বলেছেন: আপনি নিজেকে বিষন্ন স্মৃতিকাতর মানুষ বলেছেন! সোভিয়েত ইউনিয়ন( মুলত রাশিয়া) আপনার মন ও মননে একদম সেঁধিয়ে গেছে।
সময় পেলে আসবেন আমার ব্লগে- রাশিয়া নিয়ে আমার লেখা গল্পগুলো পড়বেন যদি ইচ্ছে করা।

রাশিয়ান রাজপুত্রের হাটা শেখা- লেখাটা ভাল লেগেছে।

১৪ ই আগস্ট, ২০২১ রাত ১২:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ব্লগার শেরপা, লজ্জা দিলেন আপনার ব্লগে ঘুরে আসতে বলে। আপনার লেখা গুলো আমি পড়ি। একযুগেরও বেশি সময় ধরে ব্লগ সমৃদ্ধ করছেন। ভালো থাকবেন। রাশিয়ান শৈশবের ঝলমলে শুভেচ্ছা রইল ।

৩| ১৩ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৪৮

রাজীব নুর বলেছেন: রাশান ভালো থাকুক। সুস্থ থাকুক।

১৪ ই আগস্ট, ২০২১ রাত ১২:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শৈশবও ভালো থাকুক । ঝলমলে হোক।

৪| ১৩ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৪২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৪ ই আগস্ট, ২০২১ রাত ১২:৩৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

৫| ১৩ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩৩

কামাল১৮ বলেছেন: আপনার ছেলে এখন কয় মাস।আমার নাতি কয়েক দিন হয় আমাদের বাসায় এসেছে ,ওর একুশ মাস। সারা দিন কথা বলে,আমরা সব কথা বুঝি না ওর মা বুঝে।সুস্থ সুন্দর ভাবে বেড়ে উঠুক আপনার ছেলে।

১৪ ই আগস্ট, ২০২১ রাত ১২:৩৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ওর ১৮ মাস। আপনার নাতির জন্য আমার রাশিয়ান শৈশব দিলাম ।পড়ে দেখবেন, দেখাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ আর শুভকামনা ।

৬| ১৪ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৩৯

শেরজা তপন বলেছেন: আরে তাইতো একটু ভুল হয়ে গেছে ভায়া
আমার অনেক লেখাতেই আপনার কমেন্টস আছে
ধন্যবাদ

১৬ ই আগস্ট, ২০২১ রাত ২:২৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কমেন্ট করা হয়না বললেই চলে। পড়ি আর পর্যবেক্ষণ করি।☺

৭| ১৪ ই আগস্ট, ২০২১ রাত ৮:২৯

জুন বলেছেন: সুন্দর দেখে একটা রাশিয়ান নাম রাখতেন :)

১৫ ই আগস্ট, ২০২১ রাত ১:১২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: রাশিয়ান নাম যদি হজম না হয়।☺

৮| ২০ শে আগস্ট, ২০২১ ভোর ৪:৩৮

দেয়ালিকা বিপাশা বলেছেন:





অসাধারন! পড়ে খুব ভালো লাগল। ভালো থাকুক আপনার রাজপুত্র। দোয়া রইল।

- দেয়ালিকা বিপাশা

২৮ শে আগস্ট, ২০২১ রাত ১২:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । রাজপুত্রর দোয়া খুব দরকার ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.