নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
ছানাটা রাতে ঘুমাতে চায়না। ঘুমাতে ঘুমাতে রাত সাড়ে বারোটা। মাঝে মাঝে তাকে ভয় দেখানো লাগে। জুজু বুড়ির ভয় না , শাকচুন্নীর ভয় না। এইসবে তার ভয় নেই।
বৃষ্টি হলেই বাইরে ঘ্যাঁঙোর ঘ্রাঙ ব্যাং ডাকে। ছানাটা কান খাড়া করে শোনে । আমি বলি - "শোন বীরব্রতী, না ঘুমালে কিন্তু ব্যাঙ এসে তোর "নুনথুন পাখি' খেয়ে নিবে।" বলা বাহুল্য, 'নুনথুন পাখি' নিয়ে সে যথেষ্ট সিরিয়াস! সকালবেলা ঘুম ভাঙ্গার সময় 'নুনথুন পাখি' যখন কাঠি লজেন্সের মত হয়ে যায় তখন কোলের ভেতর ঢুকে 'বাববাব শীশ ' বলতে বলতে আমার কোল ভিজিয়ে দেয়। আমি রেগে বলি (কপট রাগ) , বাববাব এটা কি হলো? সে তখন "নুনটুন পাখি'র দিকে আঙ্গুলের ইশারায় বলে-- শীশ শীশ।
ব্যাঙের 'নুনথুন পাখি" খাওয়া নিয়ে সে বেশ ভয় পায়। মাঝে মাঝে কেঁদেও ফেলে । যখন সে না ঘুমোতে চায় , যখন ব্যাঙ এসে "নুনথুন পাখি' খেয়ে নেবে বলা হয় তখন তড়িৎ গতিতে 'নুনথুন পাখি' হাত দিয়ে ঢাকে, চোখও বন্ধ করে। ঘুমিয়ে যায়।
গত পরশু রাস্তায় ঘুরতে ঘুরতে দেখি একটা ব্যাঙের বাচ্ছা লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। আমি ছানাটাকে ডেকে বলি, "নিহাল দেখতো এটা কি? " নিহাল চুপ করে তাকিয়ে দেখে। আমি বলি, "এটা হলো ব্যাঙ। " ছানাটা আমার কথা শুনে ব্যাঙের পিছু নেয়। যেন ধরেই ছাড়বে ।
ব্যাঙ চেনানোই কাল হলো। বীরব্রতী নিহালকে ব্যাঙের ভয় দেখিয়ে ঘুম পাড়ানো যাচ্ছে না। সে জেনে গেছে, সামান্য ব্যাঙ তার 'নুনথুন পাখি' খাওয়ার 'যোগ্যতা' রাখে না।
পৃথিবীর সমস্ত ছানারা ভালো থাকুন । রাত জাগুক কম বেশি । বকাঝকার দরকার নেই অতো । নিরাপদে থাকুক তাদের 'নুনথুন পাখি' । কারণ ব্যাঙের চেয়ে মানুষ অনেক ভয়ংকর।
বাংলাদেশের মা বাবা কিংবা পরিবার মেয়ে সন্তান নিয়ে খুব চিন্তায় থাকেন। কিন্তু ছেলে সন্তান নিয়ে ততোটা ভাবেন না। ছেলে সন্তানের নিরাপত্তাও খুব জরুরী । সময় থাকতে সচেতন হোন।
শুভরাত্রী।
২০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শিশুদের জন্য পৃথিবী চাই। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ ।
২| ২০ শে আগস্ট, ২০২১ ভোর ৪:১৫
হাবিব বলেছেন: রাশানের নুনথুন পাখি, কাঠি লজেন্স আর শিশশিশ এর গল্প উপভোগ করলাম।
২০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হা হা হা । অনেক ধন্যবাদ ।
৩| ২০ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৪০
চাঁদগাজী বলেছেন:
এটি আপনার ১ম সন্তান?
আপনি বলেছেন যে, গ্রামে চলে গেছেন; দেশের কোন এলাকায়? আগে কোন শহরে ছিলেন?
২০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: জ্বী, এটাই একমাত্র সন্তান আমার।
আমি ঢাকাতে ছিলাম এখন কুষ্টিয়ার ভেড়ামারাতে আছি।
৪| ২০ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:০০
রাজীব নুর বলেছেন: সুন্দর লিখেছেন। নিরপেক্ষ লেখা।
ছেলে মেয়ে দুজনের প্রতিই বিশেষ লক্ষ্য রাখা দরকার।
২০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাই। ছেলেমেয়ে সকলের প্রতি খেয়াল রাখতে হবে।
৫| ২০ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:২১
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার ছানার ছবি দেখে মনে হচ্ছে ও আমার ছানার বয়সী হবে বেশ ভালো আর সময়োপোযোগী লিখা। বিষয়গুলো নিয়ে আমি আমার স্ত্রীকে জানিয়েছি। বাজানের জন্য অনেক অনেক দোয়া আর আদর।
২০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ ভাই। ছেলের বয়স দেড় বছর। ছেলে বাচ্চাদের প্রতি খেয়াল রাখা জরুরী । আমি আলাদা পোস্ট দিবো একদিন। ভালো থাকবেন। সচেতন থাকবেন।
৬| ২০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩০
ইসিয়াক বলেছেন: বাবুসোনার জন্য অনেক আদর।
২৮ শে আগস্ট, ২০২১ রাত ১২:২৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আদর দিয়ে দিলাম ঘুমন্ত চোখে। ভালো থাকবেন আপনি।
©somewhere in net ltd.
১| ২০ শে আগস্ট, ২০২১ রাত ২:৪৭
ফেক রুধির বলেছেন: আসলেই পৃথিবীর সমস্ত ছানা ভালো থাকুক। নিরাপদে থাকুক। শান্ত সমাজে সুন্দর মন নিয়ে বড় হয়ে উঠুক।