নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

দিস্তা দিস্তা কাগুজে আবেগ....

২৮ শে আগস্ট, ২০২১ রাত ১:৪৬


১.
চল 'কিছু' একটা করি! কিছুটা কি?
বাবর আলী সুপার মাকের্টের ছাদের সিঁড়িটার উপর বসে সিগারেট টানতে টানতে 'কিছুটা' নিয়ে ভাবি! একটার পর একটা সিগারেট যায়, সাথে বেশী করে দুধ চিনি মিশিয়ে এক আউন্স চায়ের সাথে বাড়ে নিকোটিন, বাড়ে সুগার, বাড়ে আতা চাচার দোকানের বাঁকি... কিন্তু কি অদ্ভুত! বয়স থেমে ছিল।

পড়ন্ত বিকেলে গিটার হাতে বি মাইনর শিখি। টুং টাং শব্দে.. "ও গানওলা!" তারপর, "ঝাপসা চোখে দেখা এ শহর।" মাঝে মাঝে চলে আসতো..."কতটা ব্যাথা পেয়ে কেঁদেছি এই আমি কি করে তোমাকে বোঝাই?"
বেসুরো আমার গীটার বাজে, বাড়ে টুংটাং শব্দ, বাড়ে সন্ধ্যের কোলাহল, বাড়ে মিঠুর দোকানে ভীড়... কিন্তু কি আশ্চর্য! বয়সটা থেমে ছিলো।

ছাদের ধারে কাটিয়ে দিয়েছি বয়স, কেটেছে সময়। ফেসবুক ছিলোনা নোটবুকের পৃষ্ঠায় দিস্তা দিস্তা কাগুজে আবেগ কুচিকুচি করে ছিঁড়ে উড়িয়েছি বাতাসে...
কিছু একটা করবো বলে?
চুল বেড়েছিলো, দাঁড়ি বেড়েছিলো, বেড়েছিলো বাংলা ফাইভের দাম, দশ টাকায় মিলতো তিনটা, প্রতি শলাকায় ৫০ পয়সা বেড়েছিলো... সেই সাথে বেড়েছিলো বয়স! টেরই পায়নি....

২ .

জাঁকালো শীত পড়েছে। রেল লাইনের ধারে কালাইয়ের রুটির দোকানে ভীড়। স্টেশন সরগরম - সেদ্ধডিম , ঝাল মুড়ি। অপেক্ষা আর ব্যস্ততা। জবুথুবু যাত্রীরা চায়ের দোকানে , অনবরত টুংটাং শব্দে চা চিনি আর দুধের মিশেল। কিছুক্ষন পরে হাজির হবে আন্তঃনগর। দীর্ঘশ্বাস ফেলে ফের ছোটা শুরু করবে। ট্রেন দীর্ঘশ্বাস ফেলে। আপনারা হয়তো খেয়াল করেননি। স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় নিঃশ্বাস ফেলার মত একটা শব্দ হয়। আমি অনেক খেয়াল করেছি। সামান্য একটু সময়ের অবসর , আবার ছুটে চলা। দীর্ঘশ্বাস বৈকি। দীর্ঘশ্বাস নিয়ে ভাবি খুব। স্টেশনে কোলাহল বাড়ছে। সবারই সামান্য অবসর। তারপর আবার ছুটে চলা। গৌন্তব্যে পৌঁছনো। আমি চুপচাপ বসে আছি। কিছুক্ষন পর আমিও উঠে দাঁড়াবো। আন্তঃনগরের মত দীর্ঘশ্বাস ফেলে আবার পুউউ ঝিক ঝিক.....
প্রিয়মুখ গুলো ফেলে কিংবা কে জানে ভুলে যাওয়া মুখ গুলো আচমকা স্মৃতির জানালায় আবছা আবছা আলোয়। কোনো এক আন্তঃনগর ট্রেন ছুটে চলতে চলতে এই লাইন থেকে ওই লাইনে মোড় নেয় , ঠিক যেন গল্পের মত। জীবনের গল্পের মত।
ছুটে চলা ট্রেন এক লাইন থেকে আরেক লাইনে গিয়ে নিরন্তর জীবনের গল্প বলে। সবার ই আসলে গল্প থাকে, দীর্ঘশ্বাস থাকে ! মানুষের জীবন ঠিক ছুটে চলা কোন ট্রেনের মত। ফেলে আসা শহর ছেড়ে , সুদূরের কোন আনন্দ নগরের সন্ধানে। ছুটেই চলা শুধু।


৩ .
অফিস থেকে এসে ঘুম ঘুম চলে এসেছিল। কয়েক মূহুর্তের জন্য ঘুমিয়েও গিয়েছিলাম।

ঘুমটা হালকা হলেও নিমেষেই নিয়ে গেলো অনেক অনেক দিন আগে...
আমাদের ঘরের পিছে একটা আম গাছ, একটু বাতাসেই পাকা আম গুলো ঝড়ে পরবে, পাড়ার ছেলেরা অপেক্ষা করছে... হৈচৈ করছে। আমার খাটের নিচে পাঁচটা স্ট্যাম্প, তার মধ্যে তিনটা কাঠের... আব্বা অর্ডার নিয়ে বানিয়ে দিয়েছিল। একটা ইমরান খানের নামওয়ালা ক্রিকেট ব্যাট, এরোপ্লেন টেনিস বল... খেলার সময় হয়েছে।

পাশেই রান্নাঘর, টিনের চালের উপর মাছ ধরা ছিপ... তাতে লাগানো পুঁটিমাছ ধরা বড়শী , ময়ূরের পেখমের 'কল' আর এয়ারগানের গুলি দিয়ে বানানো 'ভাড়া'... বিকালের সময় টাতে মাছ ধরে কাটানো যায়।

আরো আছে রঙ্গিন ঘুড়ি...তাতে আমার হাতের ছবি আঁকা, আমি ঘুড়ি ওড়াতে পারিনা কিন্তু সবচে সুন্দর ঘুড়িটা আমার... নাম লেখা আছে যাতে হারিয়ে না যায়।

এতো কিছু বাদেও আমি বাসার পাশের রাস্তায় দাঁড়িয়ে আছি... স্কুল থেকে আব্বার আসার সময় হয়েছে, প্রতিদিনের মত আব্বার হাতে থাকবে পাউরুটি ,কলা , বেকারীর বিস্কুট আর খবরের কাগজ। আমি অপেক্ষা করছি আর পাশে দাঁড়িয়ে আমার কুকুরটা লেজ নাড়াচ্ছে... আমরা অপেক্ষা করছি!

কয়েক মূহুর্তের তন্দ্রাচ্ছন্নতা অথবা স্বপ্ন। ঢাকা থেকে ভেড়ামারার দূরত্ব খুব বেশী না, বড়জোর ছয় ঘন্টার পথ....
কিন্তু শৈশব!

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ২:১৫

সাজিদ! বলেছেন: ডুবে গেলাম। প্রিয়তে।

২৯ শে আগস্ট, ২০২১ রাত ১২:১১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন। প্রিয়তে নিলেন? ভালো থাকবেন ।

২| ২৮ শে আগস্ট, ২০২১ ভোর ৪:২৫

চাঁদগাজী বলেছেন:



বাবা এখনো আছে? গীটার বাজাতে পারেন?

২৯ শে আগস্ট, ২০২১ রাত ১২:১৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাবা এখনো আছেন। সুযোগ থাকলে দেখা করিয়ে দিতাম। আমি গীটার বাজাতে পারিনা। গীটার নিয়ে টুংটাং করতাম। খুব ইচ্ছে ছিল শেখার।

৩| ২৮ শে আগস্ট, ২০২১ সকাল ৮:২৮

শেরজা তপন বলেছেন: ১ম। অঞ্জনের এই গানটা এখন গাইতে পারেন; আমার বয়স বাড়ে আমি বাড়িনা...
২য়। কয়লার ইঞ্জিনের দীর্ঘশ্বাসের শব্দটা স্পষ্ট শোনা যেত। ট্রেন শেষ মাথেয় গিয়ে উলটো পথে ফিরে আসে -কিন্তু জীবনতো ওয়ান ওয়ে জার্নি
৩য়। শেষের শৈশবের সত্য সপ্নের কথাগুলো ভাল লাগল। আ্মি বেশ অনেকদিন পাকশী ছিলাম

পুরো লেখাটা ভাল লেগেছে+

২৯ শে আগস্ট, ২০২১ রাত ১২:১৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমার মনটা তবু আশা করে যায়
এই মনটা তবু ভালবাসতে চায়
এই মন, আশা করে যায়। -----গুনগুন করে গাইতে পারি।

পুরো লেখাটা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে। পাকশী আমার পরিচিত এলাকা। আমাদের বসবাস পাকশীর উপর পাশে। পদ্মা নদীর ওপারে।

৪| ২৮ শে আগস্ট, ২০২১ সকাল ১০:১২

সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর নস্টালজিক লেখা।

২৯ শে আগস্ট, ২০২১ রাত ১২:১৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমি স্মৃতিকাতরতায় ভুগী। মাঝে মাঝে খুব কষ্ট হয়। মাথার মধ্যে অস্থির লাগে।

৫| ২৮ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৫৬

মিরোরডডল বলেছেন:



সৌরভ আবারও লেখায় ফিরে এসেছে দেখে ভালো লাগলো ।

সবার ই আসলে গল্প থাকে, দীর্ঘশ্বাস থাকে ! মানুষের জীবন ঠিক ছুটে চলা কোন ট্রেনের মত। ফেলে আসা শহর ছেড়ে , সুদূরের কোন আনন্দ নগরের সন্ধানে। ছুটেই চলা শুধু।

কথাগুলো সুন্দর এবং ধ্রুব সত্যি ।



২৯ শে আগস্ট, ২০২১ রাত ১২:১৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কেমন আছেন আপনি? আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে। অনেককেই খুঁজছি। আপনাকেও খুঁজেছি । ভালো থাকবেন ।

৬| ২৯ শে আগস্ট, ২০২১ রাত ১:৫০

রাজীব নুর বলেছেন: পোষ্ট টি পড়ে ভালো লাগলো।

২৯ শে আগস্ট, ২০২১ রাত ২:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই । ঘুমিয়ে গেছেন নিশ্চয়ই । শান্তির ঘুম হোক।

৭| ২৯ শে আগস্ট, ২০২১ সকাল ৯:২৪

শেরজা তপন বলেছেন: ভেড়ামাড়া ও আমার পরিচিত স্থান- সেজন্যই পাকশীর কথা বলেছি।

৩১ শে আগস্ট, ২০২১ রাত ১২:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: তাই নাকি! ! ভেড়ামারাতে ছিলেন?

৮| ৩১ শে আগস্ট, ২০২১ রাত ১২:২৩

কালো যাদুকর বলেছেন: সুন্দর হয়েছে লিখাটি।
আপনার অতীতা অনেকই আনন্দের ছিল মনে হচ্ছে।

০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ২:২২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ কালো জাদুকর। ফেলে আসা দিনের জন্য মন কাঁদে খুব। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.