নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
১।
মাঝে মাঝে ওয়াজ শুনি। অনেকেই অনেক প্রশ্ন করেন। প্রশ্ন উত্তর পর্ব শুনতে ভালো লাগে। নানা ধরণের প্রশ্ন , তিনি উত্তর দিচ্ছেন ইসলামের আলোকে। একজন প্রশ্ন করলেন , চিরকুটে লেখা ---
"আচ্ছা হুজুর কোন পুরুষ কি তার বিধবা স্ত্রীর বোনকে বিবাহ করতে পারবে ? "
প্রশ্নটা হুজুর কয়েকবার পড়লেন। তারপর ইসলামের আলোকে উত্তর দিলেন।
হুজুর না হয় ইসলামের আলোকে উত্তর দিলেন। আপনার কি মত ?
আপনার ভাবনায় কি উত্তর দিবেন ?
২।
ধাঁধা জিনিসটা মাঝে মাঝে হাসির খোরাকের জন্ম দেয়। এইযে ধরুন আপনার কাছে যদি জানতে চায় -
"কোন পাখি ডিম পারে না , বাচ্চাও দেয় না ?"
এখন আপনি হাসবেন না উত্তর দেবেন ? উত্তরই বা কি ?
৩।
বাংলাদেশে প্রাইভেট কার গুলোতে ড্রাইভারের সীট থাকে ডানপাশে আর বাইরের দেশগুলোতে বাম পাশে। কোনো এক উইকএন্ডে জন তার স্ত্রী জেনির সাথে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ উল্টোদিক থেকে একটা ট্রাক এসে জনের গাড়িকে আঘাত করে এবং জনের গাড়ি দুমড়ে মুচড়ে উল্টে যায়। জন প্রচন্ড ভাবে আহত হয় কিন্তু জেনির কিছুই হয়নি। এটা কে কি আপনি মিরাকল হিসেবে ধরে নিবেন ?
৪।
বৃহস্পতিবার। প্রথম পিরিয়ড চলছে। আগামীকাল শুক্রবার মনে হলেই আনন্দ হচ্ছে। হটাৎ খবর পেলাম স্কুলের এক পাশের পুরোনো দেয়ালটা ভেঙে গেছে। দেয়ালটা মেরামত করতে ১৫ বস্তা সিমেন্ট , গড়ে ৩০ বছর বয়েসের ৬ জন শ্রমিকের ৩ ঘণ্টা সময় লাগল। এখন ২০ বস্তা সিমেন্ট , ২৬ বছর বয়সী ৩ জন শ্রমিকের ঐ দেয়ালটা মেরামত করতে কতক্ষণ সময় লাগবে?
৫।
৭ দিনে এক সপ্তাহ। প্রতি সপ্তাহে একটা শুক্রবার। মানে ধরে নেয়া যায় ৩০ দিনে ১ মাস হলে সেই মাসে ৪ টা শুক্রবার থাকবে। কিছু মাসে আছে ৩০ দিন, কিছু মাসে আছে ৩১ দিন। কয়টি মাসে ২৮ দিন আছে?
৬।
ছবির উত্তর দিতে চাইলে , দিতে পারেন।
২৫ শে জুন, ২০২২ বিকাল ৩:২৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দুই হয়নাই। ভাবুন খুব সহজ কিন্তু। জীবন্ত পাখি কিন্তু।
ধন্যবাদ।
২| ২৫ শে জুন, ২০২২ দুপুর ২:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ৩। মোবাইলে কথা বলছিলো।
২৫ শে জুন, ২০২২ বিকাল ৩:২৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হয়ে গেছে !
৩| ২৫ শে জুন, ২০২২ দুপুর ২:৫৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: ৮ টা ছিদ্র আছে।
২৫ শে জুন, ২০২২ বিকাল ৩:২৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: একদম !!
৪| ২৫ শে জুন, ২০২২ দুপুর ২:৫৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ৪। ৬ ঘন্টা লাগবে।
২৫ শে জুন, ২০২২ বিকাল ৩:২৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আরেকবার পড়লেই পারবেন !
৫| ২৫ শে জুন, ২০২২ বিকাল ৩:০৩
রাজীব নুর বলেছেন: পোষ্ট পড়লাম। মন্তব্যে উত্তর পেলাম। আমার মাথা খাটাতে হয়নি।
২৫ শে জুন, ২০২২ বিকাল ৩:২৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দুইটা বাদ আছে। মাথা খাটালেই হবে।
৬| ২৫ শে জুন, ২০২২ বিকাল ৩:০৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: ১। বিধবা স্ত্রীর বোনকে বিয়ে না করাই উত্তম হবে। তবে মনে হয় জায়েজ আছে।
২। পাখিরাও পরিবার পরিকল্পনা করে এটা জানতাম না।
৩। জনের জন্য সবাই পড়েন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
৪। মেয়েদের পিরিয়ডের কথা ব্লগে না বলাই ভালো।
৫। ১২ টা মাসেই ২৮ দিন আছে।
২৫ শে জুন, ২০২২ বিকাল ৩:৩১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ১। বিধবা স্ত্রীর বোনকে বিয়ে না করাই উত্তম হবে। তবে মনে হয় জায়েজ আছে।
---- বিধবা স্ত্রীর স্বামী মারা গেছে না জীবিত !!
২। পাখিরাও পরিবার পরিকল্পনা করে এটা জানতাম না।
---- বংশগতি কিন্তু বজায় রাখতে পারে !! হা হা হা
এইতো হয়ে গেছে।
৩। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। জেনির কিন্তু আঁচড়ও লাগেনি।
৪। ক্লাস পিরিয়ড !!
৫। সঠিক বলে বিবেচনা করা হলো।
৭| ২৫ শে জুন, ২০২২ বিকাল ৩:২২
মোহাম্মদ গোফরান বলেছেন: উত্তর তো দস্যু ভাই আর সাচু ভাই দিয়েছেন।
২৫ শে জুন, ২০২২ বিকাল ৩:৩২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দুইটা বাদ আছে। আপনার আর রাজীব ভাইয়ের জন্য।
৮| ২৫ শে জুন, ২০২২ বিকাল ৩:৩৮
মরুভূমির জলদস্যু বলেছেন: পুরুষ পাখি।
এই সহজটা পারি নাই আগে!!
২৫ শে জুন, ২০২২ বিকাল ৪:০৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মোরগের ডিম পাড়ার ব্যাপারটা মাথায় ছিল না হয়তো !!
৯| ২৫ শে জুন, ২০২২ বিকাল ৩:৪০
মরুভূমির জলদস্যু বলেছেন: দেয়াল বানানো শেষ, এক মিনিটও লাগবে না আর।
২৫ শে জুন, ২০২২ বিকাল ৪:০৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধাঁধাও শেষ ভাই ! অনেক ধন্যবাদ।
১০| ২৫ শে জুন, ২০২২ বিকাল ৩:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ তো দেখি দাদা রে ধাঁধা!! হেডিঙে উল্লেখ থাকলে তো আগেই আসতাম নে
প্রথম প্যারা পড়ে ভেবেছিলাম, এটা কোনো আর্টিকেল। ধর্মীয় রীতিতে সমাধান আসছে। তাই বোঝার চেষ্টা করছিলাম, আমার বিধবা স্ত্রীর বোনকে বিয়ার ব্যাপারটা। মাথা যখন হ্যাং হইয়া গেল - আমি জীবিত থাকা অবস্থায় আমার স্ত্রী আবার বিধবা হয় কীভাবে, তখনই মনে হলো - আরে, সে তো আমার তালাকপ্রাপ্তাও হতে পারে!! কিন্তু তখন তাকে 'আমার বিধবা স্ত্রী' বলা ভুল হবে। সে সিমপ্লি একজন বিধবা স্ত্রীলোক, আমার নয়।
২০০২ সালের ঘটনা। বিদেশে (সিয়েরা লিয়নে) আমাদের একটা চলন্ত গাড়ি উপর থেকে গড়াইতে গড়াইতে নীচে খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। গাড়িটা যারা দেখেছিলেন, তারা বললেন যে, ওটা একটা গোলাকৃতির ফুটবলের আকার ধারণ করেছিল। ঐ গাড়ির ২ জন স্পট ডেড (সঠিক মনে নেই), ১জন পরে মারা যায়, ১জন গুরুতর আহত, এক হাত কাটা হয় পরে, আরেকজন সম্পূর্ণ অক্ষত। সিট বেল্ট ছিল কী ছিল না, সেই প্রশ্ন আসে নি। যেভাবে এসব ঘটনা ঘটে - গড়িয়ে পড়ার সময় বাঁচার জন্য বডির ন্যাচারাল মুভমেন্টে কেউ কেউ গাড়ির দরজা (যে ঝাঁকিতে খুলে যেতে পারে) দিয়ে ছিটকে পড়ে, কারো সিটবেল্ট বাঁধা থাকলে হয়ত অক্ষত থাকে। কেউ গড়িয়ে পড়ে গাড়ির নীচে পড়েই চ্যাপ্টা হয়ে মারা যায়। আমি নিজেও ৩ বার বাস দুর্ঘটনায় পড়ে মরতে মরতে বেঁচে গিয়েছি, বিশেষ করে ১ম দুর্ঘটনায়। মিরাকল। আচ্ছা, আমি আপনার এ ধাঁধার গভীরে ঢুকি নি। পরে সময় পেলে এ ব্যাপারে বলতে আসবো।
ঐকিক নিয়ম আমার খুবই পছন্দের সাবজেক্ট। বাচ্চাদের শেখানোর জন্য আমার কিছু নিজস্ব ফর্মুলা আছে। বাট, আপনার প্রশ্নগুলো আমি নিজেই পারবো কিনা, একটি পরে এসে ট্রাই করবো নে
২৫ শে জুন, ২০২২ বিকাল ৪:১২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হেডিংটা দিয়েছে ধাঁধায় ফেলার জন্য !
লেখাতো শুরু করেছিলাম একটু ভিন্ন ভাবে।
পড়েছেন , উত্তর দিচ্ছেন। মজা পাচ্ছি।
১১| ২৫ শে জুন, ২০২২ বিকাল ৩:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার ২ নাম্বার ধাঁধা
একটা গভীর পুকুর। মাঝখানে একটা লম্বা উঁচু বাঁশ পুঁতে রাখা আছে। সাচু ভাইয়ের লাল টকটকে মোরগটা উড়ে গিয়ে ঠিক ঐ বাঁশের মাথায় গয়ে উত্তর দিকে মুখ করে বসে পড়লো। ওটা ডিম পাড়লে ডিমটা কোন দিকে পড়বে- উত্তর দিকে, নাকি দক্ষিণ দিকে? ঐ ডিমের কুসুমের রঙ লাল, নাকি হলুদ?
৩। জেনি কি গাড়িতে ছিল, নাকি মোবাইলে?
৪। দেয়ালটা আবার ভেঙে ফেলতে হবে, তারপর মেরামত করার অংক কষতে হবে
৫। ২৮ দিনের মাস প্রতি ৪ বছরে ৩টা আসে। প্রতি মাসেই ২৮ দিন থাকে
৬। ৮ ছিদ্র - গলা, দুই হাত, নীচে, আর দুই ছিদ্র সামনে। দুই ছিদ্র পিছনে, যেহেতু হলুদ ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে।
২৫ শে জুন, ২০২২ বিকাল ৪:২০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
দুই দিকে ঢালু এক টিনের চালায় মুরগি ডিম পারলে ডিম কোনদিকে পড়বে ? ডান দিকে না বাম দিক ?
দুই দিকে ঢালু এক টিনের চালায় মুরগি ডিম পারলে ডিম কোনদিকে পড়বে ? ডান দিকে না বাম দিক ?
৩. চলন্ত অবস্থায় গাড়ি মোবাইলে কথা বলা ঠিক না।
৪. হা হা হা !! টানা হলে ২০ বস্তা সিমেন্ট কাজে লাগবে।
৫. খুবই কঠিন ছিল !!
৬. অনেক মাথা খাটিয়েছেন কিন্তু।
অনেক ধন্যবাদ ভাই। মজা পেয়েছি অনেক।
১২| ২৬ শে জুন, ২০২২ রাত ৩:৩৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
৬। টি শার্টে ৭ টি ছিদ্র হবার কথা।
২৬ শে জুন, ২০২২ দুপুর ১২:০১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এইবার দেখুন !!
১৩| ২৬ শে জুন, ২০২২ দুপুর ১২:৪৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার কোন কাম নাইক্যা?
২৬ শে জুন, ২০২২ দুপুর ২:২৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এতক্ষন কাজ করতে ছিলাম। এখন লাঞ্চ করবো।
১৪| ২৬ শে জুন, ২০২২ দুপুর ১২:৪৬
বিটপি বলেছেন: ১। পুরুষটি তার স্ত্রীকে বিবাহ করলে সে আর বিধবা থাকবেনা, কারণ তার স্বামী তখন জীবিত। এই অবস্থায় সে স্ত্রীর বোনকে বিবাহ করতে পারবেনা।
২। পুরুষ লিঙ্গের যে কোন পাখি।
৩। মিরাকেল হিসেবে ধরে নেবনা। হতে পারে জেনির এয়ার ব্যাগ সময়মত খুলে গেছিল।
৪। যে দেয়াল ভেঙে গেছে, সেটা মেরামত করে কোন লাভ নেই, আবার গড়তে হবে।
৫। বছরের সব মাসেই ২৮ দিন আছে। নইলে ৪টি শুক্রবার পাবেন কি করে?
৬। ছবির উত্তর অলরেডি দেয়া হয়ে গেছে। তবে ৭টি ছিদ্রও সঠিক উত্তর হতে পারে।
২৬ শে জুন, ২০২২ দুপুর ২:৩২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ১। মরুভূমির জলদস্যু বলেছেন: বিধবার স্বামী আসে কই থেইকা?
২। যেমন ধরুন মোরগ !!
৩। চলন্ত অবস্থায় গাড়ি মোবাইলে কথা বলা ঠিক না।
৪। ২০ বস্তা সিমেন্ট দিয়ে গড়তেই বা কতদিন লাগবে ?
৬। আমি তো ৮ টাই দেখি !!
অনেক ধন্যবাদ আপনাকে। পড়লেন , মাথা খাটলেন , মন্তব্য করলেন। নিশ্চয় কোন অর্থ আছে।
১৫| ২৬ শে জুন, ২০২২ দুপুর ১:১৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: দুইটা বাদ আছে। মাথা খাটালেই হবে।
অর্থ ছাড়া আমি মাথা খাটাই না।
২৬ শে জুন, ২০২২ দুপুর ২:২৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অর্থ বলতে কি আপনি টাকা বোঝাচ্ছেন ?
১৬| ২৬ শে জুন, ২০২২ দুপুর ২:০৮
মিরোরডডল বলেছেন:
সবাইতো উত্তর দিয়ে দিয়েছে, আর বলে কি হবে ইভান ।
তবে ৬নং উত্তর হবে ৪টি । সামনের হলুদ অংশটি ডিজাইন ।
২৬ শে জুন, ২০২২ দুপুর ২:৩৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: নতুন একটা দিলাম। উত্তর দিয়ে দেয়ার আগেই উত্তর দিতে পারেন।
ধন্যবাদ আলিওনুশকা বোন।
১৭| ২৬ শে জুন, ২০২২ দুপুর ২:১৭
মিরোরডডল বলেছেন:
দস্যু আর ধুলো উত্তর দিয়ে দিয়েছে ৮টি ।
কিন্তু আমি যদি ধরে নেই ওটা টি-শার্টের ডিজাইন তাহলে ৪টি ।
এখন কেমন করে প্রমাণ হবে ওটা ছেড়া নাকি ডিজাইন ।
সামনে পেছনে একই শেইপে ছিদ্র থাকবে এটা অস্বাভাবিক
২৬ শে জুন, ২০২২ দুপুর ২:৩৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধরেন ডিজাইন করেই ছিঁড়েছি !!
©somewhere in net ltd.
১| ২৫ শে জুন, ২০২২ দুপুর ২:৫৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
১। বিধবার স্বামী আসে কই থেইকা?
২। ছবির পাথি, খেলনা পাখি।
৩। !!
৪। !!
৫। সব মাসে।
৬। ৮টি