নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
১.
রোদে জরাজীর্ণ চাতক পাখি ঘামতে ঘামতে বলে -
'' আজ বড্ডো গরম। ক'ফোঁটা জলের বড় প্রয়োজন। ''
আশেপাশের পক্ষিকুল মাথা নাড়ায় , সায় দেয় -
'' হমম... ক'ফোঁটা জলের বড় প্রয়োজন । ''
ক'ফোঁটা জলের জন্য পা বাড়েনা কেউ।
অভাগা চাতক মাতম তোলে , ডুকরে কাঁদে উদ্ধো আকাশে।
২.
চাতকের হাহাকারে বাতাস ভারী হয়
তপ্ত আকাশে জমতে থাকে কালো কালো মেঘ
সেই মেঘে বৃষ্টি হয়
বিলের জলে পানকৌড়ি ডুব দেয়
এপার থেকে ওপারে,
ডানা ঝাপটায় জলহাঁস।
সমগ্র পক্ষীকুলের গায়কেরা গা ভেজায় , গান গায়
সুর আর ছন্দের তুবড়ি ফোটায় পক্ষীকবিরা।
৩.
অতঃপর ,
রোদে জরাজীর্ণ চাতক পাখি ঘামতে ঘামতে বলে -
'' ক'ফোঁটা জলের বড় প্রয়োজন। ''
সমগ্র পক্ষিকুল মাথা নাড়ায় এবং সায় দেয়।
ফুটনোটঃ
পানির খুব কাছাকাছি থাকার পরেও চাতক বৃষ্টির পানি ছাড়া অন্য কোন পানি পান করে না। এমন কি মৃত্যুর সময় মাটিতে পিঠ ঠেকিয়ে ,পা দুটোই উপরের দিকে তুলে,ঠোঁট হা করে ,চোখ দুটো খুলে আকাশের দিকে তাকিয়ে মারা যায়।
----------------------
কর্পোরেট ডেস্ক থেকে
১৬.০৪.১৯
২| ১৩ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৫৫
সোনাগাজী বলেছেন:
আপনি রূপকথার জগতে থাকতে চান সব সময়!
৩| ১৩ ই অক্টোবর, ২০২২ রাত ১১:২৩
জহিরুল ইসলাম সেতু বলেছেন: ফুটনোটের উপরের অংশ সুন্দর কবিতা, আর নীচের অংশ ট্র্যাজিক গল্প।
ভাল লাগলো উভয়ই।
©somewhere in net ltd.
১| ১৩ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৪৫
মরুভূমির জলদস্যু বলেছেন: - ভালো লিখেছেন।
- পানির মর্ম ওয়াসা খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে আমাদের এলাকায়।