নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নবাজ সৌরভের ১২ বছরের ব্লগ অন্য রকম হতে পারতো....

০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:০০


বেশ কিছুদিন ধরে ব্লগে আসা হয়না। লগইন তো দূরের কথা। ব্লগে অনেক কিছুই ঘটে যায় খুব একটা কানেও আসেনা। আসার কথাও না। তবে জরুরী কিছু হলে দুইএকজন ব্লগার আমাকে জানানোর তাগিদ অনুভব করেন। এর আগে আমাকে নিয়ে একটা ব্লগ লিখেছিলেন ব্লগার । আমি ব্লগে আসিনা দেখে শূন্যতা অনুভব করেছিলেন। আমাকে খুঁজেছিলেন, পোস্ট দিয়েছিলেন। সেই পোস্ট আমার পড়াই হতো না যদি না দুই ব্লগার আমাকে ম্যাসেজ করে না জানাতেন।
আজ ব্লগে ঢুকে দেখি ১ যুগ ১ চলছে এই ব্লগে।সামহোয়্যার ইন ব্লগে। আসলে আমার তো একটাই ব্লগ। আমার প্রেমিকাও ছিল একটা। ঐ যে ৭ এলিফ্যান্টরোডের মেয়েটা। ভালোবাসার জিনিসগুলো আমার একটাই থাকে। যে যায় হোক, আমার ১২ বছর কাটিয়ে দেয়ার ব্যাপারটা আমি জানতামই না যদি না দুইএকজন ব্লগার আমাকে না জানাতেন। তাঁদেরকে ধন্যবাদ।
এক সময় ভাবতাম ১২ বছর উপলক্ষ্যে খুব দারুণ একটা দেব। ১২ বছরের ভালো লাগা, ভালোবাসা, খারাপ লাগা, অভিমান সবকিছুই লিখে ফেলবো ব্লগে। আসলে তেমন কিছুই লেখা হচ্ছে না।
একসময় অফিসের কাজের ফাঁকে সময় বের করতাম ব্লগিং করার জন্য। ব্যাপারটা খুব ঝামেলা পূর্ণ ছিলো। হাবিজাবি অন্য সাইট সবার খোলা থাকলে সমস্যা ছিলো না কিন্তু ব্লগ পড়তে গেলেই রাজ্যের সমস্যা। আমি সেই সমস্যার মধ্যেই ব্লগিং করেছি। শুনেছিলাম ব্লগার রাজীব নুর চাকুরী হারিয়েছিলেন ব্লগিং করতে গিয়ে। যদিও তেমন তো জটিলতার মধ্যে আমাকে পড়তে হয়নি।
কিছুদিন আগেও অফিসে তেমন কাজের চাপ ছিলো না কিন্তু কেন জানি ব্লগে আসা হয়নি। কি হচ্ছে না হচ্ছে কিছুই জানা হয়নি। ইচ্ছেটা হঠাৎই কমে গেল কেন বুঝলাম । নাকি আমিই দমে গেলাম।

নতুন করে লেখার কিছু মাথায় আসে না। সমসাময়িক, বৈশ্বিক, বৈজ্ঞানিক, ধর্মীয়, অধর্মীয় , রাজনৈতিক কোন কিছুই নিয়েই আমার লেখার ক্ষমতা হয়ে ওঠেনি কোনদিন। আমার লেখার আর জানার গন্ডী ছিল একেবারে ছোট। কবিতা, স্মৃতিচারণ আর আমার শৈশবের রাশিয়ান বই গুলোই ছিলো আমার সীমারেখা। এর বাইরে যাওয়া হয়নি একেবারেই। এই ভেতরেই আমি বিচরণ করেছি। এ ছোট পরিসরে বিচরণ করেও টিকে ছিলাম শুধুমাত্র ভালোবাসার জোরো, আসলে এই ব্লগটাকে আমি ভীষণ ভালোবাসি।

ফেসবুকে আমার নিক ছিল স্বপ্নবাজ সৌরভ। স্বপ্নবাজ নিয়ে আলোচনা করতাম বলে বন্ধুরা ভালোবেসে স্বপ্নবাজ নামটা দিয়েছিল। সেই স্বপ্নগুলো রাতেরবেলা আমাকে মোটেও ঘুমাতে দিতো না। বহুদিন যাবৎ রাতে ঘুম আসেনা সেটা দুঃস্বপ্নের কারণে। আমি সেই দুঃস্বপ্ন থেকে মুক্ত হতে পারছি না মোটেও।

আমি বেশ ভালোই ক্রিকেট খেলতাম। ইন্টার স্কুল টুর্নামেন্টের জন্য নাম দিলাম। নিয়মিত প্র্যাকটিসে যেতাম। কারণ প্র্যাকটিসে ভালো না করতে পারলে বাছাইয়ে বাদ পড়ে যেতে হবে। স্কুলের অন্য ছেলেরা বলতো হেডস্যারের ছেলের আবার প্র্যাকটিস করার কি দরকার, এমনিতেই চান্স পাবে। এমন অনেক কথা শোনার পর প্র্যাকটিস বাদ দিলাম। ঠিক করলাম নাম দিবো না। আব্বা একদিন শুনে বললেন, পৃথিবীতে হেরে যাওয়া সবচেয়ে সহজ কাজ।
আমি সেই টুর্নামেন্টে বেস্ট প্লেয়ার হয়েছিলাম। টিম চ্যাম্পিয়ন হয়েছিল। মাঝে মাঝে খুব কষ্ট হয়। যখন ভাবি স্কুল লাইফের পর আব্বার সাথে খুব একটা সময় কাটানো হয়নি কিংবা শৈশবই ভালো ছিল। আর দুই বছর ধরে তো আব্বা ঠিকমত কথাই বলতে পারেন না।

১২ বছরের ব্লগটা আব্বার জন্য। আমি মনে প্রাণে বিশ্বাস করি সময়কালে আব্বা ঠিকই ব্লগিং করতেন।








মন্তব্য ৪০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:৩৪

মিরোরডডল বলেছেন:




অভিনন্দন!



২৭ শে জুন, ২০২৪ দুপুর ১:২৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেক ধন্যবাদ। :)

২| ০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:৫৩

খায়রুল আহসান বলেছেন: ব্লগে যুগপূর্তির অভিনন্দন!
দুঃস্বপ্নগুলোকে দূরে সরিয়ে রাখুন। সময় পেলে একবার পোস্টটার উপর একটু চোখ বুলিয়ে নিবেন। ছোট ছোট কিছু ত্রুটি সম্পাদনা করে নিলে লেখাটা আরও সুখপাঠ্য এবং আকর্ষণীয় হবে।
৭, এলিফ্যান্ট রোডের সেই মেয়েটা আপনার কোন গুণটাকে সবচেয়ে বেশি এ্যাপ্রিশিয়েট করতো?

২৭ শে জুন, ২০২৪ দুপুর ১:২৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
৭, এলিফ্যান্ট রোডের সেই মেয়েটা আপনার কোন গুণটাকে সবচেয়ে বেশি এ্যাপ্রিশিয়েট করতো?

- জেনে নিতে হবে। ঠিক মনে করতে পারছি না। তেমন কোন গুণ ছিলোনা হয়তো।

৩| ০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:৫৪

ইসলামী জ্ঞান বলেছেন: আসসালামুয়ালাইকুম

২৭ শে জুন, ২০২৪ দুপুর ১:২৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ওয়ালাইকুম আসসালাম

৪| ০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:০৭

অপু তানভীর বলেছেন: সময় গুলো আগের মত থাকে না । সময় বদলে যায় । কারো ভাল আর কারো খারাপ !

এক যুগ পূর্তিতে অভিনন্দন ।

২৭ শে জুন, ২০২৪ দুপুর ১:২৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ঠিক বলেছেন আপনি।

৫| ০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:০৯

মনিরা সুলতানা বলেছেন: ব্লগে যুগপূর্তির অভিনন্দন! আপনাকে স্বপ্নবাজ !!!
শুভ কামনা।

২৭ শে জুন, ২০২৪ দুপুর ১:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।

৬| ০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:৩৮

সোনাগাজী বলেছেন:



অভিনন্দন।
সময় পেলে আসবেন।

২৭ শে জুন, ২০২৪ দুপুর ১:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনি ভালো থাকবেন।

৭| ০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:৪৭

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নবাজ সৌরভ,




হ্যা এটা ঠিক যে, ব্লগে আপনার স্বপ্নময় লেখাগুলোর সংখ্যা দিনদিন কমেছে। কারনটাও বলেছেন। তবে মাসুষের ইচ্ছে-অনিচ্ছে নিয়ে বলার তো কিছু থাকেনা। তবুও সহব্লগার হিসেবে বলতেই হবে - লেখার ইচ্ছেটাকে স্বপ্নের মতো ফুরিয়ে যেতে দেবেননা। দুঃস্বপ্নগুলো ঝেড়ে ফেলে গা ঝাড়া দিয়ে উঠুন।

অভিনন্দন একযুগ পূর্তির।

আর একটু কথা, খুব তাড়াহুড়ো করে লিখেছেন মনে হয়! বেশ কিছু ত্রুটি রয়ে গেছে। সেরে নিলে অন্যরকম লেখা হতে পারতো!

২৭ শে জুন, ২০২৪ দুপুর ১:২৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অগোছালো লেখা।
না পড়েই পোস্ট করছিলাম। ঠিক করে নেবো।

আপনাকে ধন্যবাদ।

৮| ০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:৫৭

ডঃ এম এ আলী বলেছেন:



সামুতে এক যুগ পাড়ি দেয়ার জন্য অভিনন্দন ।
সকল সপ্নই সফলতা পাক এ কামনা রইল ।
ক্রিকেটে এখনো লেগে আছেন কিনা জানিনা!
সময় সুযোগ থাকলে লেগে থাকুন ,
জাতি উপকৃত হবে ।
উৎসর্গ উত্তম হয়েছে ।

২৭ শে জুন, ২০২৪ দুপুর ১:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

এখন তো ক্রিকেট দেখাও হয়না ঠিক মত।
ধন্যবাদ আপনাকে।

৯| ০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:২১

শেরজা তপন বলেছেন: ১২ বছর পূর্তিতে অভিনন্দন আপনাকে।

২৭ শে জুন, ২০২৪ দুপুর ১:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনাকে ধন্যবাদ প্রিয় ব্লগার।

১০| ০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:২৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অভিনন্দন স্বপ্নবাজ সৌরভ !

আপনাকে নিয়ে আমার সেই " নিখিল সামু ছাপোষা ব্লগার সমিতি"-র ভাবনা এখনও টনটনে আছে । আল্লাহ চাহে তো একদিন হবে !

ভালো থাকবেন স্বপ্নগুলোকে সাথী করে !

২৭ শে জুন, ২০২৪ দুপুর ১:৩১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনাকে মিস করছি।

১১| ০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: বিকেলের দিকে আপনার কথা মনে পড়ছিল হঠাৎ। এখন ঢুকে দেখি আপনার পোস্ট। এক যুগ ব্লগিং দারুণ ব্যাপার। অভিনন্দন।

২৭ শে জুন, ২০২৪ দুপুর ১:৩১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এক যুগ ব্লগিং দারুণ ব্যাপার।সত্যিই সেটা।
ধন্যবাদ সাধু।

১২| ০৭ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:১২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ১২ বছর পূর্তিতে অভিনন্দন আপনাকে।

২৭ শে জুন, ২০২৪ দুপুর ১:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ধন্যবাদ সুজন ভাই।

১৩| ০৭ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:২৭

চারাগাছ বলেছেন: অনেকদিন পর এসে ১২ বছর উপলক্ষ্যে যে পোষ্ট দিলেন সেটা যুতসই হলো না।
গা ছাড়া লেখা। লেখার পর পড়েও দেখেন নি। এটা প্রমাণ করে আপনার সময়টা আসলেই অগোছালো।
কষ্ট পেলাম আর কি।

তবে অভিনন্দন জানাই। এটা আপনার প্রাপ্য।
ভালো থাকবেন। রাশিয়ান সাহিত্য, কবিতা আর স্মৃতিচারণ বাদেও আর একটা জায়গা আছে আপনার সেটা হচ্ছে বাপছেলে।

২৭ শে জুন, ২০২৪ দুপুর ১:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
'গা ছাড়া লেখা। লেখার পর পড়েও দেখেন নি। এটা প্রমাণ করে আপনার সময়টা আসলেই অগোছালো।'
ঠিক বলেছেন। কষ্ট পেয়েছেন তাই খারাপ লাগছে।

১৪| ০৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:২৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: যুগ পূর্তির শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামীর পথচলা আরও আনন্দময় হোক। আর আপনার বাবার জন্য সালাম এবং দোয়া রইলো। আশা করি ব্লগে নিয়মিত হবেন। ভালো থাকুন সবসময়।

২৭ শে জুন, ২০২৪ দুপুর ১:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ বোকা মানুষ।
ভালো থাকবেন।

১৫| ০৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:০৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: অভিনন্দন আপনাকে। ক্রিকেট খেলা পুনরায় শুরু করেন।

২৭ শে জুন, ২০২৪ দুপুর ১:৩৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এখন ছেলের সাথে খেলা শুরু করবো। :)

১৬| ০৭ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:১১

বাকপ্রবাস বলেছেন: ব্লগ এক প্রকার নেশা, তবে এটার জন্য অন্য কাজ হেলা করা যাবেনা, ব্লগ আমার অপিষ কাজে বেঘাত ঘটাত, তায় আমি ব্লগ এভয়েড করে থেকেছি অনেকদিন, যখন অপিষ কাজের চাপ কম থাকে তখন ব্লগে আসি।
আমার মনে হয় বয়স হয়ে বুড়ো হয়ে গেলে তখন ব্লগই একমাত্র বন্ধু হবে

২৭ শে জুন, ২০২৪ দুপুর ১:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনি সেই পুরোনো সহযাত্রী।
ভালো থাকবেন সর্বদা।

১৭| ০৭ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৩৮

রাজীব নুর বলেছেন: পোষ্টে আমার নাম দেখে ভীষন অবাক হয়েছি।

হ্যাঁ অফিসে বসে ব্লগিং করতে গিয়ে চাকরি চলে গিয়েছিলো। অবশ্য অফিসের দোষ নেই। তাঁরা আমাকে উনেকবার নিষেধ করেছিলো। আমি তাদের নিষেধ শুনি নাই।

২৭ শে জুন, ২০২৪ দুপুর ১:৩৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
হুম অফিসের নির্দেশ মানা উচিত ছিল।

১৮| ২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪১

বিজন রয় বলেছেন: আপনার খবর কি?
কয়েকদিন হলো আমি ব্লগে আসছি, কিন্তু আপনাকে দেখছি না।
ব্লগে আসুন।

২৭ শে জুন, ২০২৪ দুপুর ১:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনি আবার হারিয়ে গেছেন !

১৯| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ২:০০

চারাগাছ বলেছেন:
আপনি কেমন আছেন জানিনা।
আপনার স্বপ্নবাজ ছানাটা ।
আপনার বাবা।

স্মৃতি শৈশব বাপ ছেলের মেলবন্ধন নিয়ে কি আর ভাবেন না?

২৭ শে জুন, ২০২৪ দুপুর ১:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ভাবি তো!

২০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:০৪

খায়রুল আহসান বলেছেন: আপনার শেষ পোস্টটা দেয়ার পর চার মাস পার হয়ে গেল। আশাকরি, শারীরিক ও মানসিক দিক দিয়ে ভালো আছেন।
নতুন একটা পোস্ট নিয়ে ব্লগে ফিরে আসুন। ব্লগের অনেকের কাছেই আপনি স্নেহ-ভালবাসার পাত্র। তাদের অনুভূতিকে সম্মান জানিয়ে ব্লগে পুনরায় ফিরে আসুন।

২৭ শে জুন, ২০২৪ দুপুর ১:৪৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
"ব্লগের অনেকের কাছেই আপনি স্নেহ-ভালবাসার পাত্র।"
এটা জানা ছিল না। তবে জানাতাম আমি অনেকজনকে শ্রদ্ধা করি। তাদের অনুভূতিকে সম্মান জানাই।
নতুন লেখার চেষ্টা করছি। পোস্ট দিয়েছি।
আপনি ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.