![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কম্পিউটারে বিশাল সমস্যা দেখা দিছে। কেউ এই সমস্যা সমাধান করতে পারলে আওয়াজ দেন।ইদানিং কালে আমার কম্পিউটার ছাড়ার পর বিশাল একটা আওয়াজ করতে থাকে। তবে আওয়াজটা বেশিক্ষন থাকে না। কম্পিউটার সম্পূর্ণ রূপে চালু হলে শব্দটা একা একাই চলে যায়। কিন্তু যতক্ষন শব্দটা করতে থাকে আমার খুব ভয় করে যে আমার সাধের কম্পিউটার টা না ফেটে যায়। কিছুদিন ধরে এর সাথে আর একটা সমস্যা যোগ হইছে আর তা হলো এখন আমার কম্পিউটারের ইউপি এস চালু করলেই কম্পিউটারও চালু হয়ে যায়। কি করব ? জানলে হেল্প করেন।
২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩
মিজভী বাপ্পা বলেছেন: পাওয়ার সাপ্লাই টা চেক করেন।সকল ক্যাবল খুলে আবার লাগিয়ে দেখুন।আর কুলিং ফ্যানটা পরিষ্কার করুন।
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৬
অণুজীব বলেছেন: আমারো মাঝে মাঝে এমন হয়। এটা সম্ভবত কুলিং ফ্যান এর সমস্যা।
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬
অংকন কুরী বলেছেন: আইসি নষ্ট হয়ে যেতে পারে
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২
আমি কেউ না বলেছেন: ফ্যান পরিষ্কার করেন... লগে নিচের থারমাল পার্টও
৬| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
ভাবুক আমি বলেছেন: PC gular aktu boyos hole erokom problem dekha dei shadharonoto
৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮
গোবর গণেশ বলেছেন: যতদূর বুঝতে পারছি আপনার চেসিস ফ্যান (কম্পিউটার এর কেসিং-এ পিছনের দিকে বাতাস বের করার জন্য থাকে) একটু লুজ হয়ে গেছে। এটা ঠিক করা যাবে না। আপনি চাইলে নতুন একটা কিনে লাগিয়ে নিতে পারেন। দাম ১০০-২০০ টাকা হতে পারে। আইডিবিতে পাওয়া যায়। চেঞ্জ করার জন্য পুরনো টা খুলে সাথে নিয়ে গেলে সাইজ মিলিয়ে আনতে পারবেন।
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯
শিক কাবাব বলেছেন: এই শব্দটা আমারও আছে। না, আমার মানে আমার না, আমার পিসির। খোলার পর পর গো......... যেন পানির মটর চলতেছে। ভাবলাম ভিতরে বোধহয় ফ্যান আটকে গেছে। খুলে চালু করলাম। না, ফ্যানতো ঠিকই আছে। শব্দটা কোত্থেকে আসতেছে? খুজে পেলাম না। এখনো সেই শব্দটা আছে। পিসি খোলার পর উইন্ডোজ লোড হয়ে গেলে একটু পরই শব্দটা থেমে যায়।
তো, মনে হয় চিন্তার কিছু নাই। এটাই বোধহয় পিসিদের নিয়ম। আমারটার বয়স চলতেছে ৬ বছর। তাই, চিন্তা করার কিছুই নাই। চলতে দেন। আর আশে পাশে সব সময় ১ বালতি পানি রেডি রাখবেন, যদি কিছু হয়ে যায় তাড়াতাড়ি পানি মারার জন্য।