![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুমায়ন আহম্মদের প্রত্যেকটা লেখা আমার খুবই ভাল লাগে। আমি হুমায়ন আহম্মদের লেখা অনেকগুলো বই পড়েছি, মুভি এবং নাটক গুলো দেখেছি। খুব খুব ভাল লাগে তার নাটক , মুভি, এবং বইগুলো। হুমায়ন আহম্মদের মুভি দারুচিনি দ্বীপ, কি সুন্দর না সেই মুভিটি। এখনও মনে পড়ে সেই নাটক, সুমদ্র বিলাস প্রাইভেট লিমিটেড। সেই থেকে ইচ্ছা ছিল একদিন না একদিন আমি দারুচিনি দ্বীপ দেখতে আমি যাবই যাব। শেষ পর্যন্ত আমি গেলাম দারুচিনি দ্বীপ। আমি আগে থেকেই মনে রেখেছিলাম হুমায়ন আহম্মদের সেই বাড়ীটি অবশ্যই আমাকে দেখতে হবে। একা একা অনেক করে খুজছিলাম হুমায়ন আহম্মদের বাড়ীটি। কিন্তু পাইতেছিলাম না্। অবশেষে দ্বীপের একটি ছেলের সাথে আমাদের দেখা হলো যে কিনা আমরা দ্বীপে অবস্থান করার পুরো সময়টাই আমাদের সাথে ছিল। ওকে হুমায়ন আহম্মদের বাড়ী দেখাতে বল্লে সে আমাদের যা দেখালো তাতে আমি সম্পূর্ণরুপে হটাশ হয়ে গেলাম। অন্যান্য রিসোর্ট গুলো মোটামুটি ভালই ছিল। কিন্তু হুমায়ন আহম্মদেরটা ছিল একদম জরাজীর্ণ। দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। শেষে মনে হলো যে আজ যদি হুমায়ন আহম্মেদ বেঁচে থাকত তাহলে অবশ্যই উনার বাড়ীটার এমন দশা হতো না। শায়ন আহম্মেদ কে বলব অবশ্যই তিনি উনার রেখে যাওয়া স্মৃতিগুলো যথার্থ ভাবে সংরক্ষন করার চেষ্টা করবেন।
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০০
আরণ্যক রাখাল বলেছেন: আহম্মেদ!
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৪
রোলেন বলেছেন: নামটা হুমায়ুন আহমেদ