![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তবু মনে রেখো যদি দূরে যাই চলে । যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেমজালে । যদি থাকি কাছাকাছি, দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি– তবু মনে রেখ
ঘুমের ঘোর কাটলো যখন, তখনও চোখের পাতা দুটো ভীষন ভারী। চোখ মেলতে কষ্ট হচ্ছিলো খুব। তীব্র পিপাসায় ফেঁটে যাচ্ছিলো বুকের মধ্যেটা। নানা ধরণের জটিলতার কারণে পেথিড্রিন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিলো আমাকে। ঢুলু ঢুলু চোখ মেলে চাইতেই পারছিলাম না। বারে বারে বন্ধ হয়ে আসা চোখের পাতাটা এক ঝটকায় খুলে গেলো একটি কচি কন্ঠের কান্নার শব্দে। আমার পাশেই গোলাপী তোয়ালেতে জড়ানো ছোট্ট একটি মুখ। উঁকি দিচ্ছিলো সে মামশ্বাশুড়ির কোল থেকে। আমি চোখ মেলতেই তার কান্না থেমে গেলো। অবাক হয়ে তাকিয়ে রইলো সে, বড় বড় চোখ দুটি মেলে। সিনেমায় থেমে যাওয়া স্থির চিত্রের মত আমরা দুজন তাকিয়ে রইলাম একে অন্যের দিকে। আত্মজা। এ আমার আত্মজা। দশ মাস দশ দিন তিলে তিলে নিজের জঠরে গড়ে তুলেছি যারে।
উঠে বসতে পারছিলাম না তবুও ভীষন ইচ্ছে হচ্ছিলো একটু ছুঁই ওকে। মুখ ফুটে লজ্জায় বলতেও পারছিলাম না। মুখচোরা স্বভাব আমার।ঘর ভর্তি শ্বাশুড়ি, শ্বশুর,মামী মামা, চাচীদের ঢল । তারা সবাই একে একে ওকে কোলে নিচ্ছিলো এটা সেটা বলছিলো। মামী ওর গালটা একটু ছুঁইয়ে দিলো আমার গালে। মেডিসিনের ঝাঁঝালো সব গন্ধ ভেদ করে সেই অপূর্ব সুমিষ্ট গন্ধটা মিশে গেলো আমার স্বত্বার সাথে। আমি এখন যখন তখনই পাচ্ছি গন্ধটা।সেই অসাধারণ গন্ধটা মনে হচ্ছে আমৃত্যু রয়ে যাবে আমারই সাথে। কখনই ছেড়ে যাবেনা সে আর আমাকে।
রাতে একটু নিরিবিলি হয়েছে।একে একে সবাই বিদায় নিয়েছেন হসপিটাল থেকে।আমার সাথে রয়ে গেছেন শুধু বড় চাচী। রাতে বাচ্চার কোনো অসুবিধা হয় কিনা, কাঁথা কাপড় বদলে দেবার জন্য, আমাকে সাহায্য করবার জন্য। চাচীকে বললাম, চাচী আমাকে একটু কোলে দেবেন? চাচী আমাকে ধরে উঠিয়ে বসিয়ে দিলেন। কোলে দিলেন ওকে। ছোট্ট এক তুলতুলে পুতুল। কি অঘোরে ঘুমুচ্ছে। ছোট্ট ছোট্ট চোখ, নাক, ছোট্ট ছোট্ট মুঠি। তোয়ালের থেকে বের হয়ে আসা একটা লাল টুকটুক পা।এ যেন এক জীবন্ত পুতুল। চোখের পাতায় উপরে একটা আনকমন ভাজ। মেয়েটার চোখ দুটো এখনি এত সুন্দর যেন মাশকারা লাগানো। আমি অবাক হয়ে দেখছি তো দেখছিই। চাচীর কথায় টনক নড়লো। চাচী বললেন, এখন একটু ঘুমাও। এত ধকল গেছে শরীরের উপরে। মা হওয়া কি চাট্টিখানি কথা!
চাচী শুইয়ে দিলেন পুতুলটাকে আমার পাশেই রাখা ছোট্ট একটা হসপিটালের বেবিকটে। কিন্তু একি চিন্তায় তো আমার ঘুমই হচ্ছেনা। বাবুটাকে আমার বেডে রাখলে কি হত? অতটুকুন বাচ্চা কি একা একা থাকতে পারে নাকি মাকে ছাড়া? আমার একটু রাগ হচ্ছিলো। চাচীর যে পাঁচ পাঁচটা বাচ্চা তবুও চাচী এই কথাটা জানেন না? খুব আস্তে বল্লাম, চাচী ওকে আমার কাছে নিয়ে শুই? আমার বুকের কাছে নিয়ে। চাচী হেসে ফেল্লেন । আমার লজ্জা লাগলো, আবার রাগও হলো । কি এমন বলে ফেল্লাম যে উনার হাসতে হবে? চাচী বললেন, আমি তো আছি দরকার পড়ে আমি সারারাত জেগে তোমার বাচ্চা পাহারা দেবো । তুমি ঘুমাও মা।
একটু অভিমান হলো আমার চাচীর উপরে তবুও কিছু বললাম না। একটু ঘোর লেগে এসেছিলো হঠাৎ দেখি বাবু কাঁদছে। আর আমার সারারাত জেগে বাচ্চা পাহারা দেবার ইচ্ছা পোষনকারী চাচী অঘোরে ঘুমোচ্ছেন। আমি চিৎকার করে উঠলাম। চাচী...... বাবু কাঁদছে। চাচী আমার চিৎকারে ধড়মড় করে উঠে বসলেন। তারপর ব্যাপারটা উপলদ্ধি করে ধাতস্থ হয়ে বললেন, ওহ' তারপর ধীরে সুস্থ্যে বাবুর কাঁথা চেঞ্জ করে দিলেন।
বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করা হলো। বাচ্চাটা কিছুই খেতে পারছেনা। আমার এত কান্না পাচ্ছিলো। আমি বললাম চাচী ওকে কিছু খেতে দাও ওতো না খেয়ে বাঁচবেনা। চাচী আমার কথা শুনে আবরও হেসে ফেললেন । আরে আমাকে এরা পেয়েছে কি? এর চাইতে এরা না থাকলেই আমি বাচ্চার ভালো দেখাশোনা করতে পারতাম । সারারাত ঠিক মত ঘুমাতেই পারলাম না বাচ্চার চিন্তায়।
দুদিন পর বাসায় ফিরে এলাম। এই দুইমাসে যতটা সময় পারি আমি ওকে কোলে নিয়ে বসে থাকি। বসে বসে দেখি কি করে ঘুমায় বাবুটা! ঘুমের মধ্যে হাসে আবার ফুপিয়ে কেঁদেও ওঠে। তার কান্ডগুলো দেখে আমি হাসতে হাসতে মরি। সবাই বলে আমি নাকি ওর অভ্যাস খারাপ করে দিচ্ছি। এরপর ও আর কোল ছাড়া ঘুমাতে চাইবেনা। বাচ্চাকে কোলে রাখার অভ্যাস করাতে নেই।যতটা পারা যায় শুইয়ে রাখতে হয়। আমার রাগ লাগে।
আমার বাচ্চা আমি কোলে রাখবো, ও কোল ছাড়া না ঘুমালে কোলেই ঘুমাবে .......
তাতে কার কি?
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩১
আমি ময়ূরাক্ষী বলেছেন: ধন্যবাদ প্রামানিক। অনুভুতিমূলক পোস্টটি কষ্ট করে পড়বার জন্য।
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৯
এস কাজী বলেছেন: আপু অনেককককককক দিন পর
উহু তাহলে এই ছিল কাহিনী
অনেক অনেক অভিনন্দন আপনাকে মা হওয়ার জন্য।
ভাল থাকবেন
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩২
আমি ময়ূরাক্ষী বলেছেন: অজস্র ধন্যবাদ এস কাজী। ভালো থাকবেন।
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩১
চাঁদগাজী বলেছেন:
দুজনেই ভালো থাকুন।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩২
আমি ময়ূরাক্ষী বলেছেন: অসংখ্য ধন্যবাদ চাঁদগাজী।
৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৭
নতুন বলেছেন: আপনার রাজকন্যা যেন থাকে দুধে ভাতে
আমার মেয়ের বয়স এখন ৪ মাস ১ সপ্তাহ। ওর মা ও এই রকমের করতো পাশে বসে দেখতো ও কি করে।
http://www.babycenter.com/ এই সাইটা খুবই কাজের। অনেক তথ্য পাবেন বাচ্চাদের সম্পকে।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪০
আমি ময়ূরাক্ষী বলেছেন: অজস্র ধন্যবাদ নতুন। আমি চোখ ফেরাতেই পারিনা এই নিয়ে গুরুজনদের গঞ্জনাও কম শুনতে হয়না। কিন্তু আমি নিরুপায়। আপনার মেয়ের জন্য দোয়া রইলো। ভালো থাকবেন।
৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৯
আহমেদ জী এস বলেছেন: আমি ময়ূরাক্ষী ,
"মাতৃত্বেই নারীর সৌন্দর্য্য" এ আপ্ত বাক্যটি আবারও সত্য করে দিয়ে একজন সদ্য হয়ে ওঠা "মা" এর মতো লেখনিতে ছড়ালেন সৌন্দর্য্যের রোশনাই । নারীর এ সৌন্দর্য্য শরীরবৃত্তিতে নয় , মননে - অনুভবে । তা আপনার লেখার আভাসে পরিষ্কার ।
একজন নতুন মা'কে অভিনন্দন ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪২
আমি ময়ূরাক্ষী বলেছেন: এত সুন্দর মন্তব্যে মনটা ভরে গেলো আহমেদ জী এস ভাই। তবে লজ্জা পাচ্ছি লেখাটা মন দিয়ে লেখা নয়। খুব সাধারনভাবে মনে যা আসে তাই দিয়েই লিখে ফেল্লাম আর কি।
আপনাকে অজস্র ধন্যবাদ। ভালো থাকবেন।
৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪১
সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন সুপ্রিয় ব্লগার । আপনার সন্তানের সার্বিক মঙ্গল কামনা করছি ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৩
আমি ময়ূরাক্ষী বলেছেন: অজস্র ধন্যবাদ সেলিম আনোয়ার। শুভকামনা রইলো।
৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৫৮
ধমনী বলেছেন: অনেক অনেক শুভকামনা আপনার এবং নবাগত অতিথির জন্য।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪১
আমি ময়ূরাক্ষী বলেছেন: অজস্র ধন্যবাদ ধমনী। ভালো থাকবেন। শুভকামনা আপনার জন্য।
৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৬
রাবার বলেছেন: অভিনন্দন আপু আর বাবুর জন্য শুভকামনা
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪১
আমি ময়ূরাক্ষী বলেছেন: অজস্র ধন্যবাদ রাবার। ভালো থাকুন।
৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল আপনাকে এবং প্রিয় ছোট্ট মামনির জন্য রইল অনেক আদর ও ভালোবাসা।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪২
আমি ময়ূরাক্ষী বলেছেন: কৃতজ্ঞতা ও শুভকামনা কাল্পনিক।
১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২১
সুমন কর বলেছেন: আপনার অনুভূতি পড়ে খুব ভালো লাগল।
অভিনন্দন এবং মা'মনির জন্য অনেক অনেক আদর রইলো।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪
আমি ময়ূরাক্ষী বলেছেন: অনুভুতিগুলো আসলে ভাষায় প্রকাশ করা যায়না। সেটা সম্ভবও না। যদি ক্যামেরার ফ্রেমে আটকে রাখা ছবির মত অনুভুতিগুলোকে বন্দী করে রাখা যেত । বড় ভালো হত।
শুভকামনা সুমন।
১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩১
লালপরী বলেছেন: থ্যাংক ইউ আপু খালামনি হবার জন্য তবে ব্লগ বিধায় এই আনন্দের মিস্টি পেলাম না
পিচ্চির জন্য এত্তগুলা আদর
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৫
আমি ময়ূরাক্ষী বলেছেন: ওয়েলকাম লালপরী। মিষ্টি পৌছে দেওয়া হবে ।মন খারাপ করবেন না। শুভকামনা লালপরী।
১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫
জসিম বলেছেন: অভিনন্দন. সন্তানকে ঘিরে মায়ের আর সঙ্গ ছাড়া ভালো কিছু হতে পারে না. ভালো থাকুন. অনেক শুভকামনা.
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬
আমি ময়ূরাক্ষী বলেছেন: অসংখ্য ধন্যবাদ জসিম। আমার বাবুটার জন্য দোয়া করবেন, সে যেন মানুষের মত মানুষ হয়।
১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১
মানবী বলেছেন: অনেক অনেক অভিনন্দন আপনাকে। আপনার সন্তান ও আপনি এখন সুস্থ জেনে ভালো লাগলো।
অবাক হলাম জন্মের সাথে সাথে ওকে আপনার কোলে দেয়া হয়নি জেনে। আধুনিক ধাত্রী বিদ্যা মতে যথা শিঘ্রী সন্তানকে মায়ের বুকে দেয়াটা জরুরী। এমনকি সিজারিয়ান সেকশনের মাধ্যমে হলেও ওটি থেকে ঘরে ফিরিয়েই নার্সরা সবচেয়ে প্রথম শিশুর সকল পোষাক খুলে মায়ের জামার ভিতর বুকে রেখে দেয়, গবেষনায় দেখা গেছে এটা সব দিক দিয়ে শিশুর জন্য উত্তম। আর জন্মের পর পরই মায়ের বুকের দুধ বা কোলোস্ট্রাম কোন শিশুর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার।
সেসময় শিশু ঠিকমতো গ্রহন না শিখলেও চেষ্টাকালীন সময়েই অনেকটা সে গ্রহন করে থাকে যা এতো বেশি গুরুত্বপূর্ণ যে এই কোলস্ট্রাম কে "লিকুইড গোল্ড" হিসেবে অভিহিত করা হয়।
দীর্ঘ দিন আগে ব্রেস্টফিডিং এর উপর লিখেছিলাম আপনার উপকারে এলে ভালো লাগবে।
আপনার শিশু ও আপনার সুস্থতার শুভ কামনা রইলো।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫২
আমি ময়ূরাক্ষী বলেছেন: মানবী প্রথমেই অজস্র ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত ও অসাধারণ লিন্কটির জন্য। জায়গাটা ছিলো রাজশাহী এবং আমাদের আত্মীয় স্বজনেরাও সেই আগের আমলের প্রথাকেই এখনও বর্তমানের সকল প্রথা সমুহের চাইতে উপোযোগী ও অধিক কার্য্যকর ভাবেন। তাদের উপরে কথা বলা আসলে... একে আমি মুখচোরা স্বভাব তায় এত এত গুরুজন। এছাড়া আমার অবস্থাও সঙ্গীন ছিলো।
আপনাকে কৃতজ্ঞতা জানাই। আপনার লিন্কটি আমার কাজে লাগবে।
১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪১
টেক সমাধান বলেছেন: এত্তোগুলা সুন্দর...।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০০
আমি ময়ূরাক্ষী বলেছেন: ধন্যবাদ টেক সমাধান। ভালো থাকুন।
১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৬
জেন রসি বলেছেন: শুভকামনা রইলো।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০১
আমি ময়ূরাক্ষী বলেছেন: অজস্র ধন্যবাদ জেন রসি। শুভকামনা।
১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৮
হাসান মাহবুব বলেছেন: অনেক শুভকামনা রইলো।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০২
আমি ময়ূরাক্ষী বলেছেন: অজস্র ধন্যবাদ হামা। ভালো থাকুন।
১৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০০
সাহসী সন্তান বলেছেন: প্রথম মা হওয়ায়, অভিনন্দন জানবেন! আর ছোট্ট মনির নামটা কি রাখছেন সেটা জানাতে ভুলবেন না যেন?
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১২
আমি ময়ূরাক্ষী বলেছেন: ধন্যবাদ সাহসী সন্তান। ছোট্ট মামনিটার নাম নিয়ে এক ঝড় ঝঞ্ঝা-পেরুতে হচ্ছে। নানীবাড়িতে এক নাম। মামা একটা রাখে, খালা আরেকটা। ঐদিকে শ্বাশুড়ি ঠাকুরণ বেঁকে বসেছেন উনার মৃতা শ্বাশুড়ির নামে নাতির নাম রাখতে হবে। এত সেকেলে নাম আমার পছন্দ নয় কিন্তু সে কথা বলবার সাহস নেই আমার। আসলে সাহস প্রকাশ করতে পারছিনা এ কারণেই যে নাতীকে ঘিরে উনাদের মমতার প্রকাশই এসব সেই বোধটা থেকেই। তাই মুখ ফুটে কাউকে কিছু না বললেও স্বামী দেবতার কানে কানে বলে রেখেছি, আমরা কিন্তু ওকে ময়ুরাক্ষী বলেই ডাকবো।
১৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০১
অন্ধবিন্দু বলেছেন:
অনেক অনেক শুভ কামনা ও দোয়া রইলো। আপনাদের সবরকম মঙ্গল হোক।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১২
আমি ময়ূরাক্ষী বলেছেন: ধন্যবাদ অন্ধবিন্দু।
১৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: এরচে বিস্ময় কি আর দ্বিতীয়টি আছে ত্রিভুবনে?
নেই। একমাত্র সূখ আনন্দ আর অকল্পনীয় অনুভবের এক সমুদ্র যেন! যাতে যতই মন্থন কর- যেন বেলাভূমিই পার হওয়া শেষ হয়না একজীবনে!!!
এরপরের পর্বে আসবে তার প্রতিক্রিয়া, শব্দ করা, সাড়া দেওয়া, নিজেকে প্রকাশ করার চেষ্টা! ধিরে ধিরে একটু একটু বেড়ে ওঠা!
পুরোটাই বিস্ময়ে ভরপুর।
নতুন খুশির রাজ্যে আনন্দে মেতে থাকুন। মা মেয়ে দু-জনেই সুস্থ সুন্দর আর নিরাপদ থেকে।
+++
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৭
আমি ময়ূরাক্ষী বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ বিদ্রোহী ভৃগু। বুঝতে পারছি মা হওয়াটা খুব সহজ ব্যাপার নয় তবে এই কঠিন কাজগুলোর মত আনন্দময় অনুভুতি পৃথিবীর আর কিছুতে আছে কিনা জানা নেই।শুভকামনা জানবেন।
২০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৫
গেম চেঞ্জার বলেছেন: আপনি এখন থেকে পৃথিবীর একজন গর্বিত মা, জননী । জানেন তো আপনার মর্যাদা ? আপনার পায়ের নীচে এই সন্তানের বেহেস্ত ।
আপনাকে পৃথিবীর সব সন্তানদের পক্ষ থেকে অভিনন্দন ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৮
আমি ময়ূরাক্ষী বলেছেন: অজস্র ধন্যবাদ গেম চেঞ্জার। দোয়া করবেন।
২১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৩
গরু গুরু বলেছেন: জয়হে জননী তোমায় সালাম।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৯
আমি ময়ূরাক্ষী বলেছেন: গুরুভাই কৃতজ্ঞতা জানবেন।
২২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫২
ঢাকাবাসী বলেছেন: নতুন মা কে শুভেচ্ছা।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৯
আমি ময়ূরাক্ষী বলেছেন: শুভকামনা জানবেন ঢাকাবাসী।
২৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮
লেখোয়াড়. বলেছেন:
সবচেয়ে ভাল খবর দিলেন।
শুভকামনা।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২০
আমি ময়ূরাক্ষী বলেছেন: অজস্র ধন্যবাদ লেখোয়াড়।
২৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২০
নীল-দর্পণ বলেছেন: পড়তে পড়তেই মনে হচ্ছিল নরম একটা ছোঁয়া পাচ্ছি যেনো! অনেক অনকে আদর বাবুটার জন্যে ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৩
আমি ময়ূরাক্ষী বলেছেন: নীল দর্পন শুভকামনা।
২৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০২
রঙ তুলি ক্যানভাস বলেছেন: অভিনন্দন এবং শুভকামনা।
বাবুটার ছবিও শেয়ার করতেন আমাদের সাথে,নিষ্পাপ শিশুদের মুখ দেখতে কার না ভাক লাগে
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৬
আমি ময়ূরাক্ষী বলেছেন: ধন্যবাদ রঙ তুলি ক্যানভাস। বাবুটার ছবিও আপলোড করবো। অনেক ভালো থাকুন।
২৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৩
রঙ তুলি ক্যানভাস বলেছেন: * ভাল" হবে, টাইপিং মিস্টেক।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৫
আমি ময়ূরাক্ষী বলেছেন: ওকে রঙ তুলি ক্যানভাস। বুঝে নিয়েছি।
২৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২১
শায়মা বলেছেন: আপুনি বাবুনির ছবি দাও আর অনেক অনেক দোয়া বাবুটার জন্য!!!!!!!!!!
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৯
আমি ময়ূরাক্ষী বলেছেন: ধন্যবাদ শায়মা। বাবুর ছবি দেবো শিঘ্রী। শুভকামনা।
২৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩
সাহসী সন্তান বলেছেন: "লেখক বলেছেন: ধন্যবাদ সাহসী সন্তান। ছোট্ট মামনিটার নাম নিয়ে এক ঝড় ঝঞ্ঝা-পেরুতে হচ্ছে। নানীবাড়িতে এক নাম। মামা একটা রাখে, খালা আরেকটা। ঐদিকে শ্বাশুড়ি ঠাকুরণ বেঁকে বসেছেন উনার মৃতা শ্বাশুড়ির নামে নাতির নাম রাখতে হবে। এত সেকেলে নাম আমার পছন্দ নয় কিন্তু সে কথা বলবার সাহস নেই আমার। আসলে সাহস প্রকাশ করতে পারছিনা এ কারণেই যে
নাতীকে ঘিরে উনাদের মমতার প্রকাশই এসব সেই বোধটা থেকেই। তাই মুখ ফুটে কাউকে কিছু না বললেও স্বামী দেবতার কানে কানে বলে রেখেছি, আমরা কিন্তু ওকে ময়ুরাক্ষী বলেই
ডাকবো।"
-খুবই সুন্দর নাম 'ময়ুরাক্ষী'! আপনার স্বামী দেবতার আবার ইহাতে কোন আপত্ত্বি নেই তো? তবে আপনার মামনীটা আমাদের কাছে ময়ুরাক্ষী হয়েই থাকলো! দোয়া করি যাতে ওর ভবিষ্যতটা অনেক সুন্দর আর সাবলিল হয়!
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৬
আমি ময়ূরাক্ষী বলেছেন: নাহ স্বামী দেবতা একজন সর্বদলীয় ব্যাক্তি। মায়ের সামনে রাফেজা খানম বলে ডাকবেন আর লুকিয়ে ময়ুরাক্ষী বলে। সে ব্যপারে আমি মোটামুটি নিশ্চিৎ । উনি শান্তিবাদী পন্থা অবলম্বনে চলতে বিশ্বাসী।
২৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫২
সাহসী সন্তান বলেছেন: ও তার মানে মামনীর নাম ইতোমধ্যে সিলেক্টেড? রাফেজা খানম? এইটাই কি আপনার শাশুড়ী ঠাকুরনের মৃতা শাশুড়ীর নাম? তবে আর যাই হোক নামটা কিন্তু চমৎকার! আপনার শাশুড়ীর শাশুড়ী যে একটু মর্ডান টাইপের সেটা কিন্তু প্রকাশ্য! কারন তৎকালীন সময়ে এমন নামকেই মর্ডান ভাবা হতো!
আপনার স্বামী দেবতা কিন্তু অত্যন্ত বিচক্ষন ব্যক্তি সেটা বলতে হবে! ঐযে কথায় আছে না "যে ভাবে পড়ে পানি সেভাবে ধরতে হয় ছাতা"! সেদিক থেকে আপনার স্বামী পারফেক্ট!
ওহ, তবে আপনার এই ময়ুরাক্ষী নাম এতটা পছন্দ কেন একটু জানতে পারি?
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০০
আমি ময়ূরাক্ষী বলেছেন: ময়ুরাক্ষী নামের পিছে একখানা গল্প আছে। সে নাহয় আরেকদিন বলা যাবে। আর আমার স্বামীদেবতা একজন বিচক্ষন ব্যাক্তি যে সে ব্যাপারে আমারও সন্দেহের অবকাশ নেই। সেসব নিয়ে বিস্তারিত লিখলেই সে ব্যাপারে আপনিও নিসন্দেহ হয়ে যাবেন। আর আমার শ্বাশুড়ি প্রদ্ত্ত নামটি সুন্দর কিন্তু দুখের বিষয় হলো তিনি ময়ুরাক্ষী নামটি শুনে এমনভাবে রিয়্যাক্ট করেছিলেন যেন এটা কোনো ভুত পেত্নীর নাম। কাজেই ভুলেই এই সব অপদেবতার নাম এ বাড়িতে নেওয়া যাবেনা তাই মনটা বেশ খারাপ হয়েছিলো।
ধন্যবাদ সাহসী মন্তব্যের জন্য।
৩০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১১
সাহসী সন্তান বলেছেন: সাহসী সন্তান নাম ধারন করলেও আমি এই ব্লগের শায়মা আপুনির কাছে কিন্তু ভীতুর ডিম হিসাবে পরিচিত! সবাই আমার সাহসী মন্তব্যে প্রশংসা করলেও উনিই একমাত্র নাছড়বান্দী যে আমাকে ভীতু বানিয়ে রেখেছেন!
একটা কথা আপু! আমি একটু বেশি কৌতূহল প্রবণ! আর যে জন্য আপনার ময়ূরাক্ষীর পিছনের অজানা ইতিহাসটা জানতে ভীষন ভাবে ইচ্ছা করছে! আশা করি আমাকে নিরাশ করবেন না! খুব সুন্দর একটা পোস্ট করে ফেলেন? আমরাও একটু জানি কি আছে এই ময়ূরাক্ষীর পিছনে?
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪
আমি ময়ূরাক্ষী বলেছেন: অবশ্যই জানাবো সাহসীভাই। ভালো থাকুন।
৩১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪
রাতুল_শাহ বলেছেন: আপনার জন্য অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল
মামনির জন্য অনেক দোয়া আর ভালবাসা রইল।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৬
আমি ময়ূরাক্ষী বলেছেন: ধন্যবাদ রাতুল শাহ। শুভকামনা।
৩২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৮
রেজাউল করীম বলেছেন: মাতৃত্ব একটা নারীর সবচেয়ে বড় উপহার। এটা পাওয়ার অনুভুতিটা শেয়ার করার জন্য ধন্যবাদ। শুভকাম রইল নতুন অতিথি ও তার মায়ের জন্য।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০১
আমি ময়ূরাক্ষী বলেছেন: অজস্র ধন্যবাদ ভাই। ভালো থাকুন।
৩৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭
শতদ্রু একটি নদী... বলেছেন: শুভেচ্ছা আপনাকে। দৃশ্যগুলো কল্পনা করতে করতে পড়ছিলাম। আপনার লাজুক স্বামীর অনুভুতি আর কার্যকলাপ নিয়েও লিখতে পারেন। লাজুক দুলাভাই কি কান্ড করছিলো জানতে ইচ্ছা করতেছে।
পিচ্চি আর তার বাবা মার প্রতি শুভকামনা রইলো।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৪
আমি ময়ূরাক্ষী বলেছেন: ধন্যবাদ শুভকামনার জন্য। আমার লাজুক স্বামী বা আপনার লাজুক দুলাভায়ের কান্ড নিয়ে লিখেছিলাম আমি। আপনার হয়তো লেখাটি চোখ এড়িয়ে গেছে। লেখাটি এইখানে আছে।
আমার লাজুক স্বামী
আবারও ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন শতদ্রু একটি নদী...।
৩৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০২
রিকি বলেছেন: মেডিসিনের ঝাঁঝালো সব গন্ধ ভেদ করে সেই অপূর্ব সুমিষ্ট গন্ধটা মিশে গেলো আমার স্বত্বার সাথে। আমি এখন যখন তখনই পাচ্ছি গন্ধটা।সেই অসাধারণ গন্ধটা মনে হচ্ছে আমৃত্যু রয়ে যাবে আমারই সাথে। কখনই ছেড়ে যাবেনা সে আর আমাকে।
মন থেকে বের হওয়া কথাগুলো মন ছুঁয়ে গেল। পিচ্চি এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আপু।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫
আমি ময়ূরাক্ষী বলেছেন: রিকি আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা জানবেন।
৩৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫
শতদ্রু একটি নদী... বলেছেন: না, ঐ পোস্টের কথা মনে ছিলো দেখেই জিজ্ঞেস করেছিলাম আমাদের লাজুক দুলাভাই বাবা হবার পর কি কান্ড করলো। নাকি আগের মতই বোবাই হয়ে থাকলো? থাকবার কথা না অবশ্য। মা হবার মত বাবা হওয়াও আনন্দের হবার কথা, অনেক অনেক আনন্দের। সেই আনন্দে লাজুক দুলাভাই বাচাল হয়ে যেতেও পারে।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
আমি ময়ূরাক্ষী বলেছেন: নাহ বাঁচাল হয়ে ওঠা তার বোধ হয় এ জনমে আর হবে না। তিনি তো মায়ের সামনেই বাচ্চা কোলে নিতে লজ্জা পাচ্ছিলেন। ওদিকে আবার তার মায়ের এ ব্যাপারে মতামত তার বাবু এত ছোট বাচ্চাকে কোলে নিতে জানেনা বা পারেনা। উনি এখনও বাড়ির বড় ছেলে হওয়া সত্বেও এবং এরপর আরও ছেলে থাকার পরেও ছোটটাকে বাবু না বলে বড়টাকেই বাবু বলে ডাকেন। বাবা হওয়া আনন্দের না নিরানন্দের সে বুঝা যাচ্ছে না তাকে দেখে। তার চেয়ে বরং বাচ্চার বাবার বাবা মানে দাদুর খুশীরই সীমা নেই। এখন থেকেই নানারকম পুতুলে ঘরবাড়ি ভর্তি করে তুলছেন। কবে উনার নাতনী পুতুল নিয়ে খেলবেন তবুও তার উৎসাহের শেষ নেই। রোজ একবার করে উনাকে কোলে নিতে হবে। আর তার সাথে কথার শেষে নেই উনার। কত কথা যে বলতে পারেন উনি। অবুঝ বাচ্চা কিছুই বুঝেনা কিন্তু চোখ গোল গোল করে দাদুর মুখের দিকে তাকিয়ে থাকেন।
৩৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: বেবীর পা টা অনেক কিউট, কোথায় পেয়েছেন এই পিক ম্যাডাম ?
০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৪
আমি ময়ূরাক্ষী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ডাইরেক্ট টু দ্যা হার্ট। কোথায় পেয়েছি বলতে কি বুঝাতে চাচ্ছেন?
আপনার ব্লগবাড়ি ঘুরে এলাম। আমার বেশ কয়েকটি পোস্ট আপনার প্রিয় তালিকাতে। কিন্তু পিক নিয়ে এমন দুষ্টামীর মানে কি বুঝলাম না।
৩৭| ০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: প্রথম বাচ্চা জন্ম দেয়ার অনুভুতি সবার মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ। অনেক অনেক অভিনন্দন আপনাকে। আপনার সন্তান ও আপনি সুস্থ জেনে ভালো লাগলো। তবে জন্মের সাথে সাথে নবাগতকে আপনার কোলে দেয়া জরুরী ছিল।
ভালো থাকবেন নিরন্তর।
০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৬
আমি ময়ূরাক্ষী বলেছেন: ধন্যবাদ মশিউরভাই। আসলে আমার অবস্থা একটু খারাপ থাকায় তারা আমাকে নিয়ে ব্যাস্ত ছিলো এ কারনেই নবাগতাকে পরে দেওয়া হয়েছে।
৩৮| ০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অভিনন্দন! একজন মা'কে পড়লাম আজ...
০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫০
আমি ময়ূরাক্ষী বলেছেন: অজস্র ধন্যবাদ মইনুলভাই। শুভকামনা।
৩৯| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৮:২৬
আমিনুর রহমান বলেছেন:
মিষ্টি ছাড়া কিছু কমু না আমি
০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৫
আমি ময়ূরাক্ষী বলেছেন: আমিনুরভাই মিষ্টি আপনার বাড়ি পৌছে দেওয়া হবে। দোয়া করবেন।
৪০| ০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৪
অগ্নি সারথি বলেছেন: অনুভূতিগুলো কল্পনা করার খুব করে চেষ্টা করলাম কিন্তু সেভাবে ছুতে পারলাম না। পুরুষ তো হয়তোবা তাই। সন্তান এবং মায়ের জন্য অভিনন্দন এবং শুভকামনা।
০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৬
আমি ময়ূরাক্ষী বলেছেন: কল্পনা এবার বাস্তবে পরিনত হবে। বাবার অনুভুতিও মায়ের চাইতে কোনো অংশেই কম নয়। আপনাদের জন্য শুভকামনা রইলো।
৪১| ০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৪
জানা বলেছেন:
অভিনন্দন নতুন 'মা' ময়ুরাক্ষী।
অনেক আদর আর মঙ্গল প্রার্থনা ছোট্ট ময়ূরাক্ষীর জন্যে।
০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৭
আমি ময়ূরাক্ষী বলেছেন: অজস্র ধন্যবাদ জানা আপা। কৃতজ্ঞতা রইলো।
৪২| ০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২
আবু শাকিল বলেছেন: বাবুর জন্য অনেক দোয়া এবং আদর রইল।
অভিনন্দন আপু।
ভাল থাকবেন।
০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৫
আমি ময়ূরাক্ষী বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।
৪৩| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৮
প্রবাসী পাঠক বলেছেন: পৃথিবীর সর্ব শ্রেষ্ঠ এবং সম্মানিত " মা " হবার জন্য অভিনন্দন। সুস্থ সবল এবং সাফল্যমণ্ডিত হোক ছোট্ট মামনির জীবন।
২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৭
আমি ময়ূরাক্ষী বলেছেন: অজস্র ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রবাসী পাঠক।
৪৪| ১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০২
অপর্ণা মম্ময় বলেছেন: প্রথমেই অভিনন্দন আপনাকে।
আমার প্রথম মা হবার অনুভূতিটা মনে পড়ে গেলো। আমার বাচ্চা যেদিন হয়েছে ওকে আমি আমার সাথেই হাসপাতালের বেডে শুয়েছিলাম। আর ও রাতে আমি ছাড়া ওর নানীর কাছে থাকতে চাইত না। অন্য কারো কোলে গেলেই কাঁদত। আমার কাছে এলেই ঠাণ্ডা।
ব্যাপারটা অদ্ভুত লাগে খুব। বাচ্চারা মা-বাবার গন্ধ ঐ বয়সেও আলাদা করে বুঝতে পারে, গায়ের স্পর্শ টের পেয়ে যায়।
আপনার রাজকন্যার জন্য অনেক অনেক দোয়া রইলো।
১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৪
আমি ময়ূরাক্ষী বলেছেন: অজস্র ধন্যবাদ অপর্ণা মন্ময়। মায়ের সাথে সন্তানের বন্ধন আসলেই জন্ম জন্মান্তরের। তাই অতটুকু শিশুরও চিনে নিতে ভুল হয়না মাকে। ভালো থাকবেন। শুভকামনা আপনার আর আপনার সন্তানের জন্য।
৪৫| ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৮
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনবদ্য অনুভূতির প্রকাশ। নবজাত রাজকন্যা , রানী ও রাজা তিনজনের জন্যই অনেক শুভেচ্ছা রইলো।
২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৫
আমি ময়ূরাক্ষী বলেছেন: তনিমাআপা অজস্র ধন্যবাদ। শুভকামনা জানবেন। আজ থেকে কয়েক বছর আগে এদিনটি ছিলো নতুন জীবন শুরু প্রথম দিন।
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৮
প্রামানিক বলেছেন: প্রথম বাচ্চা জন্ম দেয়ার অনুভুতি শেয়ার করার জন্য ধন্যবাদ।