নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘন্টায় দেড়শো পৃষ্ঠা পড়তে পারি

সিগন্যাস

নিশাচর প্রানীরা দিনের বেলা কিছু দেখতে পাই না।তাদের কাছ থেকে আলো ঝলমলে দিনের অসাধারণ সৌন্দর্য গোপন রাখা হয়েছে।আচ্ছা আমাদের কাছ থেকে কি গোপন রাখা হয়েছে সেটি কি কেউ ভেবে দেখেছে?

সিগন্যাস › বিস্তারিত পোস্টঃ

তেনারা (অতিপ্রাকৃত গল্প)

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৩






দিনশেষে বাড়ি ফিরছিল দিপু।রাস্তায় প্রচন্ডরকমের ভীড়।হাটঁতে অসুবিধা হচ্ছে। "দেখে মনে হচ্ছে কুরবানীর গরুর হাট" মনে মনে ভাবলো দিপু।সবার মাঝে অস্থিরতা।কি সব ছেলেমানুষী যে শুরু হয়েছে! কিছুদিন ধরে শহরে নানা গুজব ছড়াচ্ছে।হাস্যকর ধরনের গুজব।আর জনগণও সেই গুজবে তাল মেলাচ্ছে।সন্ধ্যা হতে না হতেই বাড়ি ফেরার টনক পড়ে যায়।রাতে নাকি রাস্তাঘাটে "তেনারা" চলাফেরা করে।"যত্তসব গন্ডমূর্খের দল" বিড়বিড় করে গালি দিল লোকজনকে।দিপু নিজে উচ্চশিক্ষিত।মাল্টিন্যাশনাল কম্পানির সিনিয়র অফিসার হওয়ায় অহংকার একটু বেশি।নিজের গাড়ি না থাকলেও সে সবসময় অফিসের গাড়িতে চড়ে।কিন্তু আজ নাকি তার ড্রাইভার লোকমান আলি গুরুতর অসুস্থ।তাকে নাকি গতকাল রাতে "তেনারা" ধরেছিল।তাই আজ কাজে আসেনি।ফলে দিপুকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে।দিপু ভাবছে নিশ্চয় কাজে না আসবার জন্য লোকমান আলি এই অজুহাত দাঁড় করিয়েছে।ব্যাটা ছাগল।দীর্ঘদিন ধরে হাঁটাহাঁটির অভ্যাস না থাকায় কিছুদূর যেতেই দিপু ক্লান্ত হয়ে পড়লো।সামনে একটা চায়ের টং দেখতে পেয়ে সেখানে গিয়ে বসলো।সন্ধ্যা প্রায় হয়ে এসেছে।দিপু অবাক হয়ে লক্ষ করলো রাস্তাঘাট প্রায় খালি হয়ে এসেছে।অথচ কিছুক্ষণ আগেও ভীড়ের জন্য সে ঠিকমত হাঁটতে পারছিল না।কিছুক্ষণ পর চা এলো।কয়েক চুমুকে শেষ করে আরেক কাপ চেয়ে পাঠালো ।এখানে বসে থাকতে ভাল লাগছে।এই ভালোলাগার সাথে অফিসে সুন্দরী সেক্রেটারির পাশে বসে থাকার ভালোলাগার কোন মিল নেই।দ্বিতীয় কাপে চুমুক দিল দিপু।পাশের কয়েকটা টুলে বসে লোকজন আড্ডা দিচ্ছে।আড্ডার বিষয় যথারীতি "তেনারা" ।একজন গমগমে গলায় বলে যাচ্ছে-

"ভাইয়েরা শুনেন।আমার দুলাভাই সেদিন গ্যাস্টিকের ব্যথার ঔষধের জন্য বাসার পাশের ফার্মেসিতে যাচ্ছিল।গিয়ে দেখে ফার্মেসি বন্ধ।বাধ্য হয়ে বাসা থেকে একটু দূরে অন্য ফার্মেসিতে যায়।ঔষধ নিয়ে আসার সময় দুলাভাই দেখতে পায়,কালো আলখাল্লা পড়া কিছু লোক রাস্তার মাঝখানে কি যেন মুছছে।দুলাভাই কিছুটা অবাক হয়ে সামনে এগোতেই দেখতে পায়,সারা রাস্তা রক্তে মাখামাখি। কালো আলখাল্লাধারীরা সেই রক্ত পরিষ্কার করছিল।এটা দেখে দুলাভাই ভয়ে পেয়ে তাদের জিজ্ঞেস করে -আই কে তোমরা কি করো এখানে?তখন আলখাল্লাধারীদের একজন উঠে দাঁড়িয়ে মাথার হুড ফেলতেই দুলাভাই দেখে,যেখানে মাথা থাকার কথা সেখানে শেয়ালের মাথা।আর বাকি শরীর মানুষের মতোই।এটা দেখে প্রচন্ড ভয়ে দুলাভাই জ্ঞান হারায়।"
এটুকু বলে লোকটা থামতেই পাশে বসা লোকগুলো চোখ বড় বড় করে তাকায়।মনে হয় লোকগুলো ঘটনা শুনে ভয় পেয়েছে।এটা দেখে হাসি পাই দিপুর।সে টাকা মিটিয়ে রাস্তায় উঠে পড়লো।নাহ,তাড়াতাড়ি ফিরতে হবে।ইভা নিশ্চয় চিন্তা করছে।দিপু যখন হাঁটা শুরু করেছে তখন সন্ধ্যা মিলিয়ে রাত হয়ে গেছে।রাস্তায় হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ নেই।"গুজব ভালোভাবেই ছড়িয়েছে" ভাবলো দিপু।ঝিঝি পোকা ডাকছে।বাসা থেকে আরো বেশি দূরে নেই।দিপু এখন যে রাস্তা দিয়ে যাচ্ছে তার উভয়পাশে বেশ বড়সড় কিছু গাছের বাগান।ফলে এই রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় পার্কের ভেতর দিয়ে হাঁটছে।গাছ গুলোর মধ্য দিয়ে কিছুদূর এগোলো দিপু।জায়গাটা বেশ নীরব।এমনকি ঝিঝিপোকার ডাকও আর শোনা যাচ্ছে না।কিছুটা অস্বস্থি অনুভব করলো দিপু।ঠিক তখনি প্রচন্ড শব্দে উপর থেকে কিছু একটা এসে পেছনে পড়লো।চমকে উঠলো দিপু।পেছনে তাকালো সে।কিছু নেই।নিশ্চয় মনের ভুল।একটু পরে আবার পেছনে প্রচন্ড কিছু পতনের শব্দ হলো।এইবার দিপু কিছুটা ভয় পেল।মুহূর্তে ভূতপ্রেত নিয়ে সমস্ত ঘটনা তার মনে পড়ে গেলো।এতে ভয় দশগুন বেড়ে গেল।ভয়ে ভয়ে পেছনে তাকালো সে।কিছু নেই।ফলে ভয় আরো বেড়ে গেল।সে দ্রুত হাঁটতে শুরু করলো।আতংকে মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবে।কিছুদূর এগোতেই আবারো শুনতে পায় প্রচন্ড শব্দে কিছু একটা পেছনে পড়লো।দিপুর মনে হচ্ছে কিয়ামত শুরু হয়ে গেছে।আশেপাশের গাছগুলোতেও তান্ডব ছড়িয়ে পড়েছে।পেছনে আবার শব্দ হতেই সে ছুটতে শুরু করলো।কোনমতে পার্কের মতো জায়গাটা থেকে বেরুলো।

খোলা জায়গায় পৌঁছুতেই সে রাস্তায় বসে পড়লো।ঘামে ভিজে গেছে সমস্ত শরীর।ভয়াবহ ভাবে হাপাচ্ছে সে।এমনসময় কেউ একজন তার কাঁধে হাত রাখলো।আহ! এতোক্ষণে কোন মানুষের সংস্পর্শে এলাম।মনে আশা নিয়ে সেদিকে তাকাতেই সব আশা উবে গেল।ভেতরের প্রচন্ড আতংক চিৎকার করে বের করার জন্য মুখ খুললো দিপু।কিন্তু কোন আওয়াজ বেরুলোনা।গলাটা যে আগেই বিচ্ছিন্ন করে দিয়েছে পাশে দাঁড়ানো ভয়ানক অশরীরীটা।
কেউ যদি তখন ওইখান দিয়ে যেত তাহলে সে দেখতো কালো আলখাল্লাধারী কিছু লোক রাস্তার রক্ত পরিষ্কার করছে।দিপুর রক্ত।
(সমাপ্ত)

মন্তব্য ৭২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: জীবনেও একটা গল্প লিখতে পারলাম না। :(


লেখাটি একটু গল্পের মত সাজিয়ে নিতে পারেন। মনে হয়,গল্পটি তাড়াহুলো করে লিখেনে। তবে ভালো লিখেছেন...

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৯

সিগন্যাস বলেছেন: প্রিয় শাহরিয়ার ভাই,
আপনার মনে চিরকাল বসন্ত বিরাজ করে।আপনি আগে মন থেকে বসন্তকাল দূর করুন।

আহা ভাইয়া এইটা সম্পূর্ণ বাস্তব ঘটনা।এখানে সাজানোর কিছু নেই

২| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৮

রাজীব নুর বলেছেন: এই সব গল্প পড়তে হয় রাতের বেলা। দিনের বেলা ভয় লাগে না। বরং হাসি এসে পড়ে।

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪১

সিগন্যাস বলেছেন: সামুর ব্লগাররা যে মহাভীতু সেটা জানেন?আপনার কি মনে হয় তারা রাত জেগে যদি ভৌতিক গল্প পড়ে তাহলে সুস্থ থাকবে?রাতের বেলাতো এম্নিতেই সামু খালি থাকে :)

৩| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৯

কানিজ ফাতেমা বলেছেন: থাক সে পথে গিয়ে কাজ নেই ।
গল্পে ভালোলাগা

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪২

সিগন্যাস বলেছেন: না কাজ নেই কেন?অবশ্যই কাজ আছে।আপনি সেই পথে যাবেন।ভয় পাবেন সেটা নিয়ে গল্প লিখবেন।আমরা পড়বো।কাজ নেই কে বললো?

৪| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন:

আপনার মনে চিরকাল বসন্ত বিরাজ করে।আপনি আগে মন থেকে বসন্তকাল দূর করুন।

বসন্ত বলতে ? জীবনে তো একবার শরীরে গুটিবসন্ত উঠেছিল,তাতে ভীষণ কষ্ট পেয়েছিলাম। :P


ইশ! আমি সে অর্থ বলিনি।বলেছি যতিচিহৃ বা লেখার টাইপিং স্পেস দেওয়ার ব্যপারটা। :P যদিও লেখকের নিজস্বতা থাকে।

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১২

সিগন্যাস বলেছেন: না ভাইয়া আমি সে বসন্ত বোঝায় নি :)
আসলে আপনার ধ্যান জ্ঞান সম্পূর্ণ কবিতার উপর নিবন্ধ তাই আপনি গল্প লিখতে চাইলেও আপনার অবচেতন মন কবিতা লিখে ফেলে।সিদ্ধান্ত নিন নে পুরো একমাস কোন কবিতা পড়বেন না,তাহলে দেখবেন লেখালেখি পুরো জলবৎতরলং হয়ে গেছে

৫| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভয় পেয়েও পেলাম না ভাই। আজকালকার মানুষগুলো অশরীরী আত্মার চাইতেও ভয়ানক।

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৮

সিগন্যাস বলেছেন: আহা আপনি ভয় পাননি সেটা আমার ব্যর্থতা।
তবে আজকাল মানুষ অশরীরীদের চেয়ে কিছুটা ক্ষতিকর হলেও এখনো বহুলোক ভূতে ভয় পাই।

৬| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২২

অচেনা হৃদি বলেছেন: রাস্তায় কোন মানুষ নেই !
স্ব ফাঁকা, ধু ধু করছে !
আহারে, এটা কোন দেশের কোন জায়গার রাস্তা ভাইয়া ? এরকম একটা জায়গাতে মনের ইচ্ছেমত হেঁটে বেড়াতে মন চায় । আমি তেনারা বা উনারা জাতীয় কিছুকে ভয় পাই না । আমার কাছে শুধু মানুষকেই ভয় লাগে ।

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২৮

সিগন্যাস বলেছেন: হায় হায় হৃদি আপু এটা কি বলছেন?
আমি কি উন্মাদ হয়ে গেছি যে আপনাকে সেই রাস্তার নাম বলি আর আপনি সেই রাস্তায় হাঁটতে গিয়ে অশরীরীদের খাবার হোন।আপনি ভয় না পেলেও আমি পাই।
বন্যেরা বনে সুন্দর
হৃদি সামুর পাতায়

৭| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় সিগন্যাস ভাই,

গল্প ভালো হয়েছে । আরোও লিখতে থাকুন ।

শুভ কামনা রইল ।

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২৯

সিগন্যাস বলেছেন: প্রিয় পদাতিক ভাই,

আপনি সুস্থ জেনে আমারো ভাল লাগছে।আমি ভাবছিলাম আপনার হার্ট এটাক হয়েছে :)
এতো ভয় পান কেন?

৮| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অতিপ্রাকৃতিক গল্প
এক বৈঠকে শেষ করলাম
দারুন উপভোগ্য হয়েছে।
ধন্যবাদ আপনাকে।

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩২

সিগন্যাস বলেছেন: আহ নূরু ভাই আপনার মন্তব্যে দারুণ খুশি হয়েছি।
গল্পের প্রশংসা করেছেন সেজন্য আরো খুশি।আপনাকেও ধন্যবাদ

৯| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫০

কাওসার চৌধুরী বলেছেন: প্রিয় ভাইয়ের লেখাটি ভাল লেগেছে। হয়তো বাস্তবে এমন হয়। আমার আব্বু ও এক সময় এমন গল্প বলতেন। একটি ছোট্ট সাজেশন, বাক্য শুরু করার আগে একটি স্পেস দিলে ভাল হয়।


শুভ কামনা রইলো।

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৪

সিগন্যাস বলেছেন: কাওসার ভাই,আমি জানি আপনি ভূতপ্রেতে বিশ্বাস করেন না।কিন্তু স্বয়ং আইনষ্টাইন বলেছেন বাস্তবের চেয়ে কল্পনা বেশি দরকার।রাতের বেলা একা হাটাহাটি করলে হয়তো বোরিং লাগবে।কিন্তু যদি চিন্তা করেন আপনি একা হাটছেন না,আপনার পাশাপাশি অদৃশ্য কোন সত্তা হেটে আসছে তাহলে কখনো বোরিং লাগবে না।
সুন্দর সাজেশন দিয়েছেন।আগামী লেখায় এমনটাই করবো

১০| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫১

কল্পদ্রুম বলেছেন: তারমানে 'তেনাদের' ক্ষমতায় বিশ্বাস করতে হবে?তা নাহলে রাস্তায় ধরে গায়েব করে দেবে! :(

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৬

সিগন্যাস বলেছেন: এতক্ষনে মেধাবী কাউকে পেলাম।জ্বি ভাইয়া আপনি একদম ঠিক বলছেন।রাস্তায় হাটার সময় উনাদের বিশ্বাস করবেন।তানাহলে আপনিও হঠাৎ গায়েব হয়ে যাবেন।

১১| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: আরোও একটু যোগ করবো, কোলকাতার পাশে মেসে থাকলেও সেদিন ইউনিভার্সিটির ক্লাস শেষে বাড়ি ফেরা খুব জরুরি ছিল। শিয়ালদা থেকে ট্রেন ধরলেও সন্ধ্যের পরে সেদিন প্রবল ঝড় বৃষ্টির কারনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। ওভার হেডের তার ছেড়ার ফলে মাঝপথে ট্রেন গেলো বন্ধহয়ে। অনেক পরে লাইন মেরামত করে যখন ট্রেন চালু হল রাত তখন ১২ পার হয়ে গেছে। ফাইনালি নির্দিষ্ট স্টেশনে নেমে বেশ কয়েকদিন আগে রাখা সাইকেল নিয়ে নির্জন রাস্তায় বিভিন্ন জায়গায় কুকুরের ঘেউ ঘেউ ছাড়া তেমন কিছু সামনে পড়লোনা। অবশেষে এবার এগিয়ে এলাম গ্রামের শ্মশানের রাস্তায়। ভাঙা ইঁটের রাস্তা, চারদিকে বাঁশবাগান। পথে রাস্তার ধারে কয়েকটি কবরস্থানও পার করলাম। এদিকে সাইকেল প্রচন্ড লাফাচ্ছে হয়তো আমার টেনশনের কারনে এমনটা হতে পারে। এমন সময় শ্মশানের গেটের কাছে বটগাছটা সবে পার হয়েছি, অন্ধকারে দেখি সামনে রাস্তা উদাও। হুরমুড়িয়ে সাইকেল নিয়ে পড়লাম পাশের ডোবায়।

পরের দৃশ্য আর জানা নেই। সকালে যখন চৈতন্য আসে চোখমেলে তাকিয়ে দেখি হাফেজ সাহেব সামনে বসে আসেন। চারদিকে প্রচুর লোকজন । আমার বাবামাও হাফছেড়ে বাঁচলেন । যদিও গ্রামের কেউ একাকী শ্মশান রোডের দিকে কখনও যেতোনা । তবে এখন ইলেকট্রিক এসে ওখানে বড় হ্যালোজিন বসে গেছে। অবশ্য আমি ভীতুর ডিম হওয়ার কারনে যেটা হয়েছে সাহসীদের ক্ষেত্রে এসব ভাবা অবান্তর।

শুভ কামনা রইল।

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৭

সিগন্যাস বলেছেন: প্রিয় ভাই দাঁড়ান একটু পরে আসছি।

১২| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: শেষ মেষ দীপু মরেই গেল।

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৮

সিগন্যাস বলেছেন: দিপু নির্বোধের মতো কাজ করেছে।'তেনাদের' অসম্মান করেছে।তাই 'তেনারা' ধরে দিপুর ঘার মটকে দিল

১৩| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১১

প্রামানিক বলেছেন: ভৌতিক কাহিনী ভালই হয়েছে। আরো লিখতে থাকুন। ধন্যবাদ

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩০

সিগন্যাস বলেছেন: আহ প্রামানিক ভাই,আপনার মন্তব্যে উৎসাহিত হলাম।আপনার ভাল লাগা জানানোর জন্য শুকরিয়া।আপনিও লিখা শুরু করেন

১৪| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২১

চাঁদগাজী বলেছেন:


এই প্লট ভেবে বের করতে আপনার কি পরিমাণ সময় লেগেছে?

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩০

সিগন্যাস বলেছেন: আপনি হঠাৎ এই প্রশ্ন জিজ্ঞাস করছেন কেন?

১৫| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫১

চঞ্চল হরিণী বলেছেন: দিপু নিশ্চয়ই মাদক কারবারিদের সাথে জড়িত ছিল কিংবা ওর নিজেরই গোপন মাদকের ব্যবসা ছিল। তাইতো তেনারা কালো আলখেল্লা পরে ধরে মেরে আবার নিজেরাই রাস্তা পরিষ্কার করে যায়।

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৬

সিগন্যাস বলেছেন: হে হে হে ব্যাখায় সন্তুষ্ট হলাম।
কিন্তু আমার কাছে ভৌতিক বিষয়গুলো বেশি ভাল লাগে।আমি এটা বিশ্বাস করতেই ভালবাসি দিপু অতিপ্রাকৃত কোন ঘটনার শিকার।দিপুর এই পরিণতির কারণ কি জানেন?কারণ সে 'তেনাদের' অস্তিত্বে বিশাস করতো না।তাই সে এতো নির্মম মৃত্যু লাভ করে।আপনিও কিন্তু 'তেনাদের' বিশ্বাস করছেন না।রাস্তায় সাবধানে থাকবেন।

১৬| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

করুণাধারা বলেছেন: ভালই লাগলো পড়ে। একটা কি হয়, কি হয়, ভয় ভয়, আবহ তৈরি করতে পেরেছেন যা গল্পের শেষটুকু জানার আগ্রহ জাগিয়ে রাখে।

গল্পে লাইক ।

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

সিগন্যাস বলেছেন: ধন্যবাদ করুণা আপু।
আপনি যখন বলছেন তখন গল্প অবশ্যই ভাল হয়েছে।
প্লাসে উৎসাহিত হলাম

১৭| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

রিফাত হোসেন বলেছেন: অতিপ্রাকৃত গল্প ভাল লাগে। তবে সবগুলো নয়। গাটছাড়া একই রকম হলে, একঘেয়েমিতে পরে যাই।

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

সিগন্যাস বলেছেন: জ্বি ভাইয়া আমারও অতিপ্রাকৃত গল্প বেশ ভাল লাগে।এই গল্পটা আপনার ভালো লেগেছে কিনা সেটা কিন্তু বলেননি

১৮| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

রাকু হাসান বলেছেন: কিছুটা ভয় পেয়েছি.......।তবে কি দিনদুপুরে ভয় কাজ করে ;) । ++++

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

সিগন্যাস বলেছেন: হে হে সূর্যদেবতা ভয় কমিয়ে দেয়।এক কাজ করুন রাত্রে এসে আবার পড়ুন।পড়ে জানান ভয় লাগলো কিনা।তাহলে বড় একটা কাজ হবে :)

১৯| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০১

নীলপরি বলেছেন: 'তেনাদের'গল্প ভালো লাগলো ।

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

সিগন্যাস বলেছেন: নীলপরি আপনি সাবধানে থাকবেন

২০| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দিপুকে না মেরেও 'তেনাদের' অস্তিত্ব দেখাতে পারতেন গল্পে...

০৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪০

সিগন্যাস বলেছেন: প্রিয় তালগাছ ভাই,
'তেনাদের' সম্পর্কে আরেকটা পোষ্ট লিখছি।সেখানে তাদের অবশ্যই দেখাবো।আপনি রাজনীতি থেকে ভৌতিক গল্পে আগ্রহ প্রকাশ করাই আমি খুবই আনন্দিত।আপনিও আপনার জীবনের অতিপ্রাকৃত ঘটনাগুলো শেয়ার করুন

২১| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:০১

দূর পাহাড়ে বলেছেন: ডিবি পুলিশের নামে প্রতিনিয়ত ‌'তেনারা' হানা দেয়। নিখোজ হয়। লাশ গুম হয়। আহারে কত বাস্তব গল্পটা।

০৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪২

সিগন্যাস বলেছেন: আহা ভাইয়া এমন কথা বলবেন না।কত আগ্রহ নিয়ে এই গল্প লিখেছি আর আপনি এখানে ডিবি পুলিশ টেনে আনছেন।এটা কিন্তু ঠিক না।

২২| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:১০

জুন বলেছেন: আলখাল্লার আড়ালে তেনার শিয়ালের মুখ দেখে ভাবলাম প্রাচীন মিশরের মৃতুর দেবতা আনুবিসকে নিয়ে গল্প লিখেছেন বুঝি সিগ্ন্যাস । কিন্ত এতো দেখি এই যুগে মাল্টি কোম্পানীতে জব করা দীপুকে মেরে ফেল্লো :-&

তবে একটু প্যারা করে লিখলে পড়ে আরাম পেতাম /:)

ভয়ংকর ভুতের গল্পে ভালোলাগা রইলো :)
+

০৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৪

সিগন্যাস বলেছেন: আনুবিসের নাম এই প্রথম শুনলাম প্রিয় জুন আপু।তবে যেহেতু তার নাম অতিপ্রাকৃত লিষ্টে আছে, তাই নেট ঘেটে আনুবিসের কাহিনী জানতে হবে।
আসলে প্যারা করে লেখার অভ্যাস না থাকায় কিছুটা সমস্যা হচ্ছে।আপনি ভূতের গল্প লিখছেন না কেন?

২৩| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৭

শামচুল হক বলেছেন: তেনাদের গল্প মন্দ নয় ভালোই লাগল। ধন্যবাদ

০৬ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৫৬

সিগন্যাস বলেছেন: প্রিয় শামচুল ভাই 'তেনাদের' একটু সম্মান করে কথা বলুন।তানাহলে আপনিও রাস্তায় গায়েব হয়ে যেতে পারেন।

২৪| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫১

মনিরা সুলতানা বলেছেন: নাহ!
এই ব্লগে আর আসা যাবে না /:)
কি সব লেখে।

০৬ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৫৬

সিগন্যাস বলেছেন: ওমা এখন আবার কি হলো?
আপনি কি অতিপ্রাকৃত গল্প পড়ে ভয় পাচ্ছেন?

২৫| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:১০

মোস্তফা সোহেল বলেছেন: ভালই লাগল।অনেকদিন পরে এমন গল্প পড়লাম।

০৬ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৫৯

সিগন্যাস বলেছেন: আহ এমন সুন্দর একখানা মন্তব্য পেয়ে খুব খুশি হলাম সোহেল ভাই।আপনি নিশ্চয় ভৌতিক গল্প পছন্দ করেন।তাই আপনার কাছে এটা ভাল লেগেছে।

২৬| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৩

সুমন কর বলেছেন: হুম, আমার কাছে মোটামুটি লাগল ! লাইনের পর স্পেস দেননি, পরের বার দিয়েন.... ;)

০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৭:০১

সিগন্যাস বলেছেন: জ্বি অবশ্যই, লাইনের পর স্পেস দেয়ার অভ্যাস করতে হবে।গল্পটা পড়ার জন্য আপনার ধন্যবাদ প্রাপ্য।

২৭| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ১১:১২

সনেট কবি বলেছেন: গল্প ভাল হয়েছে।

০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৭:০২

সিগন্যাস বলেছেন: আহ সনেট কবি?
আপনাকে পেয়ে আনন্দিত হলাম হে কবি।গল্প পড়েছেন সেজন্য আরো বেশি খুশি ।

২৮| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ১২:১৪

কথার ফুলঝুরি! বলেছেন: আমার একদিন তেনাদের সাথে পরিচিত হতে হবে :P কারন আমার কখনও ভুতের সিনেমা দেখলে ভয় লাগেনা উল্টো হাসি পায় =p~
তবে ভাইয়ার ভৌতিক গল্পে হাসি না পেলে ও ভালো লেগেছে :D

০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৭:০৭

সিগন্যাস বলেছেন: ভয় লাগেনা উলটো হাসি পাই?
এটা কিন্তু ভৌতিক লেখকদের জন্য চরম অপমান। যদি ভয়ই না পান তাহলে আর হরর মুভি দেখতে গেলেন কেন?
তাই এখন থেকে ভূতের কোন মুভি দেখলে যদি হাসি পাই তখন হাসিটা গিলে সেখানে ভয় ফুটিয়ে তুলবেন।অন্তত ভয় পাচ্ছেন এমন অভিনয় করবেন :)

২৯| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ২:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: লিখতে থাকুন । :)

০৬ ই জুলাই, ২০১৮ সকাল ৭:০৮

সিগন্যাস বলেছেন: প্রিয় সেলিম ভাই,
আপনি যখন নিশাচরদের মতো রাত দুটোয় মন্তব্য করে বলেন 'লিখতে থাকুন' তখন কি না লিখে উপায় আছে?

৩০| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৬

অর্থনীতিবিদ বলেছেন: তেনাদের অবহেলা করতে নেই। কখন কোন নির্জন রাস্তায় আবির্ভুত হয় কেউ বলতে পারে না। গল্প ভালো লেগেছে। এরকম গল্প আরো চাই।

০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১৯

সিগন্যাস বলেছেন: জ্বি অর্থনীতিবিদ আপনি ঠিক বলেছেন।
তেনারা খুবই নিষ্ঠুর।আপনিও রাস্তায় চলাফেরা করার সময় সাবধানে থাকবেন।কখন কে আবিভূত হয় সেটা কে জানে?

৩১| ০৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

স্রাঞ্জি সে বলেছেন: ভাল লাগল, এইটুকুই বলব।

০৬ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০২

সিগন্যাস বলেছেন: ভাল লাগলে আপনার প্লাস দেওয়া উচিত

৩২| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩৯

নিশি মানব বলেছেন: দিপুরে মাইরা ফেললেন কেন? বাচায়ে রাখতেন।
অন্তত পাগল বানায়ে ছাইড়া দিতেন।
আমরা দেখতাম , ইভা কি করে?

০৭ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৩৮

সিগন্যাস বলেছেন: আহ দিপু একটা নির্বোধ।
সে 'তেনাদের' অস্থিত্বে বিশ্বাস করেনা।তাই 'তেনারা' তাকে ধরে শিক্ষা দিয়েছে।

৩৩| ০৭ ই জুলাই, ২০১৮ সকাল ৮:২৪

স্রাঞ্জি সে বলেছেন: নেন তাহলএ

++++++++++

০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৯

সিগন্যাস বলেছেন: হা হা ধন্যবাদ :) :):)

৩৪| ০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২৬

শাহরিয়ার কবীর বলেছেন: নতুন লেখা কই? নতুন গল্প পড়তে আসলাম। :D

০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৩

সিগন্যাস বলেছেন: নতুন লেখা দিলে কি হবে?আপনিতো ভূতে বিশ্বাস করেননা

৩৫| ০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

মনিরা সুলতানা বলেছেন: ইয়ে মানে ভয় পাচ্ছি বলা যাবে না :-B

০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

সিগন্যাস বলেছেন: হে হে হে স্বাভাবিক । অনেকেই ভয় পেয়েছে।বলছেনা আরকি

৩৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০

খায়রুল আহসান বলেছেন: এ ধরণের গল্প লেখায় আপনার হাত পাকা হচ্ছে। তবে ভিন্ন ধরণের কিছুতেও প্রয়াস চালিয়ে দেখতে পারেন।
আর মনে রাখবেন, যতিচিহ্নও একটা শব্দের মত। সকল যতিচিহ্নের পরে একটা স্পেস দিবেন। এ কথাটা আরও অনেকে আগে বলে গেছেন, আমিও বললাম।

৩৭| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৭

কালীদাস বলেছেন: গল্পটা ভাল লেগেছে আপনার স্বভাবজাত ঝরঝরে লেখনির জন্য। কিন্তু প্রচন্ড ভীড় থেকে এরকম হঠাৎ জনশূণ্য হয়ে যাওয়াটা বেখাপ্পা লেগেছে যেটা পরবর্তীতে পার্কের ঘটনাতেও কন্টিনিউ করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.