নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘন্টায় দেড়শো পৃষ্ঠা পড়তে পারি

সিগন্যাস

নিশাচর প্রানীরা দিনের বেলা কিছু দেখতে পাই না।তাদের কাছ থেকে আলো ঝলমলে দিনের অসাধারণ সৌন্দর্য গোপন রাখা হয়েছে।আচ্ছা আমাদের কাছ থেকে কি গোপন রাখা হয়েছে সেটি কি কেউ ভেবে দেখেছে?

সিগন্যাস › বিস্তারিত পোস্টঃ

একটি ব্যাখ্যাহীন ঘটনা

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৮

ঘটনাটা আশির দশকের। তখন আমরা গ্রামে থাকতাম। একদিন সকালে ঘুম থেকে উঠেই কোলাহল শুনতে পেলাম। বাইরে গিয়ে দেখি বাড়ির সামনে লোকে লোকারণ্য। আশেপাশের দশ গ্রামের লোকজন সেখানে গোল হয়ে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে দেখার কৌতুহল হলো। তাই সামনে এগোলাম। ছোট ছিলাম,তাই জনগণের ফাঁক গলে সামনে এগোতেই দেখলাম মাঝখানে 'তানবাদশা' হাটু ক্রস করে মাটির উপর বসে আছে। বুঝলাম কেন এই সাতসকালে লোকজন জড় হয়েছে।
সবাই এসেছে এই 'তানবাদশাহ' কে দেখতে। তখন ছোট বড় সবাই এই তানবাদশাহর নাম জানতো। সে ছিল তৎকালীন সময়ের শ্রেষ্ঠ যাদুকর । আমি অনেক ছোট থেকে এই তানবাদশার কথা কথা শুনে আসছি। বলা হয়ে থাকে তানবাদশাহ একবার আস্ত ষাড়কে মানুষে রুপান্তরিত করেছিলেন। মানুষ হওয়ার পরেও সেই ষাড়টা নাকি অন্যসব ষাড়দের মতো দুহাতপায়ে হাঁটতো আর বিকটভাবে চেচাঁতো। পরে সেই মানুষরূপী ষাড়টাকে নাকি গ্রামের লোকজন মিলে কুরবানী করে দেই। এমনকি কিছু কিছু লোক সেই মাংসও খেয়েছে।

যায়হোক 'তানবাদশাহ' কে আমিও মুগ্ধ নয়নে দেখতে লাগলাম। তার বয়স কত কেউ জানেনা। গ্রামের সবচেয়ে বৃদ্ধ লোকটার দাদাও নাকি তানবাদশাহর গল্প করেছে। খালি গা,পরনে শুধু একটি লাল রঙের লুঙ্গিতে তাকে সন্ন্যাশীর মতো লাগছিল। চোখ বন্ধ করে যেন ধ্যান করছে। বেলা যতো বাড়তে লাগলো,ভীড় ততো বাড়তে থাকলো। গ্রামে এইধরনের ঘটনা সচরাচর ঘটেনা। তাই সকলে খুব আগ্রহভরে তানবাদশাহকে দেখতে আসছে।

একপর্যায়ে তানবাদশাহ চোখ খুলল।চারদিকে কটমট করে তাকাতেই সকলে কিছুটা পিছু হটলো। সেই সাথে গুঞ্জন ও থেমে গেল।চারপাশে তখন এক আশ্চর্য নীরবতা। তানবাদশাহ মনে হয় এতে সন্তুষ্ট হয়নি। সে তার হাত দিয়ে মাটিতে একবার আঘাত করতেই তার চারপাশে গোল করে আগুন জ্বলে উঠে মুহূর্তের জন্য।অতঃপর নিভে যায়।এটা দেখে লোকজন আরো পিছিয়ে যায়। এইবার তানবাদশাহ কিছুটা শান্ত হলো।আমি তখন হতভম্ব। হঠাৎ করে আগুন কোথা থেকে উদয় হলো আর কোথায়বা মিলিয়ে গেল?

এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে আবার তাকালাম তানবাদশার দিকে। এবার সে মাটি নিয়ে কিছু করছে।দুহাতে মাটি নিয়ে সেগুলো সে উপরে ছুড়ে দিতেই সঙ্গে সঙ্গে সেগুলো পাখিতে পরিনত হলো। এতো সুন্দর ও আর বিচিত্র পাখি আর কখনো দেখিনি । লোকজন বিস্ময় ধ্বনি প্রকাশ করলো সেটা দেখে।কিছু কিছু উৎসাহী লোক "মারহাবা" বলে চিৎকার শুরু করে দিল।
এইবার সে যে কাজটা করলো সেটার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। আমাদের বাসার দক্ষিণে একটা ছোট আম গাছ ছিল। তানবাদশাহ সেই গাছটার কাছে গিয়ে ঠোঁট নাড়িয়ে কি যেন বললো। তারপর দুহাতে গাছ টাকে ধরে প্রচন্ড ভাবে ঝাঁকাতে লাগলো।সাথে সাথে আঙুরের বৃষ্টি শুরু হলো। গ্রামের লোকজন হুমড়ি খেয়ে পড়লো আঙুর ফলগুলো ধরতে।
আমগাছ থেকে অনবরত আঙুর ঝড়ছে। আমরা দুহাতে সেটা মুখে পকেটে ভরছি। অবশেষে যখন তানবাদশাহ থামলো ততোক্ষণে আমাদের সকলের ঝুরি ভরে উঠেছে আঙুর ফলে। এরপর সে সোজা হাঁটা শুরু করলো নদীর ঘাটের দিকে। আমরা তার পিছুপিছু গেলাম। তারপর তানবাদশাহ একটা নৌকায় উঠে চলে গেলেন। যতক্ষন তাকে দেখাযাচ্ছিল ততক্ষণ সবাই নদীর দিকে তাকিয়েছিল। আমরা দীর্ঘদিন সেই আঙুরফল খেয়ে শেষ করতে পারেনি।
তখন ছোট ছিলাম। তাই এতোকিছু মাথায় আসেনি। এখন মাঝে মাঝে ভাবি এটা কিভাবে সম্ভব যে গাছ ঝাঁকালে বৃষ্টির মতো ফল ঝড়ে?

মন্তব্য ৪৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৯

কথার ফুলঝুরি! বলেছেন: লাঠি দিয়ে মাটিতে আঘাত করে আগুন সৃষ্টি B:-) মাটি উপরে ছুড়ে দিয়ে সেগুলো পাখি হয়ে যাওয়া B:-) আমগাছ থেকে আঙুরের বৃষ্টি B:-) ইনি কি তানবাদশা নাকি অন্যকিছু ? ?

ঘটনাগুলো কিভাবে সত্যি হয় ?

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫০

সিগন্যাস বলেছেন: প্রিয় ফুলঝুরি
আসলেই এটা ভাবলে আমিও তাজ্জব হয়ে যায়।সারা গ্রামের লোক এইটা দেখে ভয় পেয়ে গেছিল।এমন ঘটনা কিভাবে সম্ভব সেটা আমিও জানিনা :)

২| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৯

রাজীব নুর বলেছেন: এটা সত্য ঘটনা না। গ্রাম দেশে এরকম অনেক কথা প্রচলিত থাকে।

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫১

সিগন্যাস বলেছেন: আহা কি বলেন রাজিব ভাই।আপনি নিজেও তো অতিপ্রাকৃত সব বিষয়ে বিশ্বাস করেন।তাহলে এইটা বিশ্বাস করছেন না কেন?গ্রামের লোকেরা কি বানিয়ে বানিয়ে মিথ্যা বলবে?এতে তাদের কি লাভ?

৩| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫২

হাঙ্গামা বলেছেন: এই দুনিয়াতে অনেক অতিপ্রাকৃত ঘটনাই ঘটে যার কোন ব্যাখ্যা থাকে না।
আমি নিজে ও ৯০ এর শুরুর দিকে এরকম একটা ঘটনার স্বাক্ষী।

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৪

সিগন্যাস বলেছেন: জ্বি হাঙ্গামা ভাই,
আপনি একদম ঠিক বলেছেন।এই দুনিয়া কত কিযে ঘটে তার ব্যাখ্যা দিতে গিয়ে স্বয়ং আইনষ্টাইনও চুল ছিড়েছে।আপনার ঘটনাটা নিয়ে পোষ্ট করে ফেলুন।

৪| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫২

খাঁজা বাবা বলেছেন: যেহেতু আপনি প্রত্যক্ষদর্শী
জাদু না ভেল্কি, কি মন্তব্য করব বুঝতে পারছি না।

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৬

সিগন্যাস বলেছেন: এইজন্যই ঘটনাকে আমি ব্যাখ্যাহীন বলছি।তবুও আপনি কি চিন্তা করছেন সেটা বলুন

৫| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫২

খাঁজা বাবা বলেছেন: যেহেতু আপনি প্রত্যক্ষদর্শী
জাদু না ভেল্কি, কি মন্তব্য করব বুঝতে পারছি না।

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৬

সিগন্যাস বলেছেন: :)

৬| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০১

মিথী_মারজান বলেছেন: মজার গল্প তো!
তানবাদশাকে খুব পছন্দ হয়েছে আমার।
আম গাছ থেকে আঙ্গুর ঝরার দৃশ্যটা ভাবতেই বেশ্ মজা লাগছে!
গল্প বর্ণনাটাও সুন্দর হয়েছে।

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৫

সিগন্যাস বলেছেন: তানবাদশাহকে গ্রামের সবাই ভয় পেত।লোকেরা ভাবতো সে হয়তো পিশাচ-টিশাচ কিছু একটা হবে।আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম মিথী আপু।আমার প্রতিটি গল্পে আপনাকে পাই।এইজন্য আপনাকে অশেষ ধন্যবাদ :)

৭| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অদ্ভুত ঘটনা!!!!!!!!!!!!!!!!!

বিস্ময়কর!!

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৭

সিগন্যাস বলেছেন: জ্বি বিদ্রোহী ভাই,
কিছুটা বিস্ময়কর তো বটেই।তবে এমন ঘটনা কিন্তু আগে গ্রামবাংলায় প্রচুর ঘটতো।আপনি ভৌতিক গল্প লেখায় হাত দেন

৮| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৯

খাঁজা বাবা বলেছেন: জাদু বলে আসলে কিছু নেই
ভেল্কি

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৫

সিগন্যাস বলেছেন: কে জানে।কিন্তু গাছ থেকে অনবরত ফল ঝড়ার ভেল্কি দেখানো সম্ভব?

৯| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৯

রসায়ন বলেছেন: যাদুকরদের কাজকারবার সবই হলো ধান্দাবাজি । যাদু বলতে কিছু নেই ।

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৯

সিগন্যাস বলেছেন: ধান্দাবাজি করে একজনকে ফাঁঁকি দেওয়া সম্ভব
কিন্তু শতশত লোকের সামনে কি ভেল্কি দেখানো সম্ভব?

১০| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৬

সাইন বোর্ড বলেছেন: সত্য মিথ্যা যাই হোক, বর্ণনায় চমক অাছে ।

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১০

সিগন্যাস বলেছেন: ধন্যবাদ প্রিয় সাইন বোর্ড ভাই।প্রশংসায় খুশি হলাম

১১| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫১

بيت دعارة বলেছেন: উনি সম্ভবত জ্বীনসাধনা করতেন। এমন বহু লোকের কথা শোনা গেছে।

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১১

সিগন্যাস বলেছেন: জ্বি আমারো সেটাই মনে হয়।উনি বোধহয় জ্বিন সাধনাই করতেন।

১২| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৯

অচেনা হৃদি বলেছেন: আহ, উনি থাকলে তো আমাদের দেশের ফলের অভাব দূর হয়ে যেত । একটা আমগাছ থেকে উনি লাঠি মেরে জাম, লিচু, স্ট্রবেরি, আপেল সব ফল পেড়ে দিতে পারতেন ! বাঙ্গালির পুষ্টির অভাব দূর হয়ে যেত !
=p~

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২২

সিগন্যাস বলেছেন: হে হে ভালোই বলেছেন :)
ব্যাপারটা কিন্তু আরো সিরিয়াস।কিভাবে গাছ ঝাকালে ফল ঝড়ে সেটা ভেবে দেখেছেন?আধুনিক বিজ্ঞান এর ব্যাখ্যা দিতে পারেনা

১৩| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দেয়ার আর মেনি থিংস ইন হেভেন এ্যান্ড আর্থ-- উইলিয়াম সেকশপিয়র।

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩১

সিগন্যাস বলেছেন: জ্বি হেনাসাহেব।আফসোস আমরা এই কথাটার মানে বুঝিনা।আপনি লিখছেন না কেন?

১৪| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় সিগন্যাস ভাই,

গল্প ভালো হয়েছে। তবে আমাদেরও একটু এরকম আঙুর খেতে ইচ্ছে হচ্ছে। আমাদের এখানে পি সি সরকার একবার একটি ছেলেকে সম্পূর্ণ মেয়ে বানিয়ে দিয়েছিল। এমতাবস্থায় তিনি দ্বিতীয় আর একজনকে মঞ্চে ডাকলে আর কেউ রাজি না হওয়ায় বাধ্য হয়ে আগের ছেলেটিকে আবার ছেলে বানিয়ে ফিরিয়ে দেন।

একদিন অন্য একটি যাদুতে প্রত্যেকের ঘরিতে সময় দেখতে বললে, দেখি সন্ধ্যা ছটা বাজে। পরে আবার সময় দেখতে বললে দেখি ঘরিতে বারোটা বেজে গেছে। পরক্ষণেই আবার সঠিক সময়ে ঘরিগুলিকে ফিরিয়ে আনেন। কাজেই আমি আপনার সঙ্গে আছি।


শুভকামনা প্রিয় সিগন্যাস ভাইকে।

০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১০

সিগন্যাস বলেছেন: আহ পদাতিক ভাই,
আপনার মন্তব্যে মন ভরে গেল।আমি এখনো বুঝতে পারিনা ওরা এইসব কিভাবে করে?ছেলেকে মেয়ে বানানো নাহয় ঠিক আছে।কিন্তু সময় বাড়ানোকমানোটা কেমন যেন রহস্যময় মনে হয়।আসলেই পদাতিক ভাই আমাদের চারপাশের অনেক কিছু আমরা বুঝতে পারিনা।যখন বুঝতে পারবো তখন হবে জ্ঞানের সমাপ্তি

১৫| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমি অনলাইন মিডিয়ায় লিখছি না, এটা ঠিক। তবে আমার লেখালেখি বন্ধ নেই। প্রিন্ট মিডিয়ায় আমি নিয়মিত লিখি। ওটাই আমার শেকড়। অনলাইনেও লিখবো। বর্তমানে অনলাইনে লেখা চুরির খুব প্রকোপ। যাক আরও কিছুদিন।

ধন্যবাদ ভাই সিগন্যাস।

০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

সিগন্যাস বলেছেন: ঠিক আছে।যেমন আপনার ইচ্ছা।
কিন্ত লেখাচুরির ভয়ে না লেখাও কিন্তু একটা অপরাধ ।

১৬| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

করুণাধারা বলেছেন: আসলেই ব্যাখ্যাহীন ঘটনা!!

কি করে এটা সম্ভব হলো বুঝতে পারছি না।

০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:১৮

সিগন্যাস বলেছেন: জ্বি আমিও অনেক চিন্তা করে এর ব্যাখ্যা পেলাম না।জগত বড়ই বিস্ময়কর

১৭| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আসলেই ব্যাখ্যাহীন। তবে এখন বিভিন্ন শো-তে আসলে জাদুকরদের বহুল প্রচলিত বিভিন্ন ট্রিক কীভাবে করা হয় তা ব্যাখ্যা করা হয়। তবে জ্বিন দিয়ে অলৌকিক ঘটনা ঘটানো যায়...

০৯ ই জুলাই, ২০১৮ ভোর ৬:২১

সিগন্যাস বলেছেন: এখনকার ম্যাজিশিয়ানরা যা করে দেখায় তাঁর পেছনে রয়েছে বিজ্ঞান।একবার কাউকে দেখিয়ে দিলে সেও এখন এইসব করতে পারে।কিন্তু তানবাদশাহ যেটা করেছিল সেটা এককথায় ব্যাখ্যাহীন । আপনার কথা হয়তো ঠিক।জ্বিন দিয়ে সে এমন সব কাজ করেছিল

১৮| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৪

নীলপরি বলেছেন: আপনার উপস্থাপন ভালো লাগলো ।

০৯ ই জুলাই, ২০১৮ ভোর ৬:২৩

সিগন্যাস বলেছেন: ধন্যবাদ নীলপরি।আমি এখনো লেখালেখীতে অনেক কাঁচা।আপনার এহেন মন্তব্য পেয়ে খুব খুশি হলাম

১৯| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ২:৫৯

চাঁদগাজী বলেছেন:


আপনার লেখা ক্রমে সাবলীল হচ্ছে; বিষয়বস্তুও মোটামুটি চলার মতো

০৯ ই জুলাই, ২০১৮ ভোর ৬:২৪

সিগন্যাস বলেছেন: হে হে ধন্যবাদ হে চাঁদগাজী।আপনার কাছে লেখা আরো সাবলিল করার ট্রিক থাকলে বলুন :)

২০| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১৬

জুন বলেছেন:

কুটিকালে একটা বই পড়ছিলাম নাম আজব বটে গুজব নয় /:)
সেইরকম লাগলো আর কি সিগন্যাস #:-S
আহা আঙ্গুর ফল টক :P

তা এই গল্পরে কি পেলাস দেয়া উচিত !!
=p~ =p~

০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৮

সিগন্যাস বলেছেন: আজব বটে গুজব নয় বইটা তো আমি পড়িনি :) :) :) তাই সেই ব্যাপারে কিছু বলবোনা ।
আঙুর ফল টক তো হবেই।তানাহলে শেয়ালদের কি হবে?

২১| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যাদু ও জ্বীনের মাধ্যমে সে এগুলো করে থাকতে পারে।

সুন্দর ঘটনা। পড়ে ভাল লাগলো।

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৬

সিগন্যাস বলেছেন: জ্বি ভাই সব জ্বিনের কারবার

২২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪

জুন বলেছেন: সত্যি কি আঙ্গুর পরেছিল আম গাছ থেকে সিগ্ন্যাস B:-)
নাকি আমকেই মানে আমের কুশিকেই আঙ্গুর মনে হয়েছিল ছোটবেলায় :-*
কি বিস্ময়কর ঘটনা :|
+

২৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

খায়রুল আহসান বলেছেন: এক কথায় অবিশ্বাস্য!
তবে আপনি যখন এসব নিজ চোখেই দেখেছেন বলে লিখেছেন, তখন আর অবিশ্বাস করি কিভাবে?

২৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: অবিশ্বাস্য!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.