নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

অামার বন্ধু

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫


১.
আমার এক জন বন্ধু
হঠাৎ মুখে দাড়ি রাখার পর
নামাজি হয়ে গেল

দেখে বেশ ভালো লাগলো

দোকানদাররা যেমন সত্য কথা বললেও
কাষ্টমারের মনে একটা সন্দেহ থাকে,
আমার মনে তেমন কোন সন্দেহ রইল না

ও ব্যবসা করছে, বেশ তো, করুক না
ব্যবসার সাথে আবার দাড়ির কি সম্পর্ক

২.
খালের মাছ কি বিলে আসতে পারে না ?
-পারে
অতি বর্ষনে জল ভাটিয়ে কখনো নদীতেও,
কিন্তু কুয়োতে চলে আসলে
বুঝতে হবে, ও আসলে কুয়োর'ই মাছ ছিল
ওকে সাগর চিনিয়ে লাভ নেই

কথাটা অামার বন্ধু বলে বলছিনা ।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

বলেছেন: ভাল লাগল

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

স্রাঞ্জি সে বলেছেন:


লাইক দিলাম,

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল ।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

স্রাঞ্জি সে বলেছেন:

কবিতার মধ্যে একটা বাস্তবতা লুকিয়ে আছে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১

সাইন বোর্ড বলেছেন: অস্বাভাবিক না, অসংখ্য ধন্যবাদ ।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

চাঁদগাজী বলেছেন:


কিছু কথা পদ্যে বললে ভালো শোনায় না

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫

সাইন বোর্ড বলেছেন: লেখার মূল ভাবটাকে অাপনি কিভাবে নিয়েছেন জানিনা, তবে অামি যেটা বলতে চেয়েছি তা হলো, অামাদের সমাজে অনেকেই অাছে যারা দাড়িকে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করে, তারা ভাবে মুখে দাড়ি দেখলে অন্যরা সহজেই তাকে বিশ্বাস করবে এবং এই সুযোগে মানুষকে ঠকানো সহজ হবে । অামি ১০০% একজন অাস্তিক মানুষ, তারপরও মনে করি ধর্মটা ভেতর থেকে অাসতে হবে, তা না হলে সেটা বড্ড পোশাকি অার লোক দেখানো হয়ে যাবে এবং তাতে করে ইসলামের মত একটা সার্বজনীন ধর্মকে নিচে নামানো হবে, যেটা একজন মুসলমান হিসেবে মেনে নেওয়া যায় না । অামি মনে করি এই শ্রেণীর মানুষেরা প্রকৃত ধর্ম পালনের যোগ্য না, এরা অনেকটা কুয়োর মাছের মতই, সাগরের দেখা যারা কোন দিনই পাবেনা ।

কবিতার ভাবনাটা অামি সব সময় পাঠকের উপরই ছেড়ে দিই, অামি চাই পাঠক তার নিজের মত করে ভেবে নিক । তারপরও অাজ ব্যাখ্যা দিলাম । অনেক ধন্যবাদ অাপনাকে ।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব জটিল ধাঁধা।

আমি যেটা বুঝলাম না তা হলো, বন্ধুর দাড়ি রেখে নামাজি হয়ে যাওয়াকে কি তাকে কুয়োর মাছের সাথে তুলনা করা হয়েছে?

আপনার লেখা যেন হীরক খণ্ড, যদিও আমি যেটা বললাম মূল বক্তব্য ওটা হয়ে থাকলে তার সাথে আমি একমত নই।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৬

সাইন বোর্ড বলেছেন: লেখার মূল ভাবটাকে অাপনি কিভাবে নিয়েছেন জানিনা, তবে অামি যেটা বলতে চেয়েছি তা হলো, অামাদের সমাজে অনেকেই অাছে যারা দাড়িকে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করে, তারা ভাবে মুখে দাড়ি দেখলে অন্যরা সহজেই তাকে বিশ্বাস করবে এবং এই সুযোগে মানুষকে ঠকানো সহজ হবে । অামি ১০০% একজন অাস্তিক মানুষ, তারপরও মনে করি ধর্মটা ভেতর থেকে অাসতে হবে, তা না হলে সেটা বড্ড পোশাকি অার লোক দেখানো হয়ে যাবে এবং তাতে করে ইসলামের মত একটা সার্বজনীন ধর্মকে নিচে নামানো হবে, যেটা একজন মুসলমান হিসেবে মেনে নেওয়া যায় না । অামি মনে করি এই শ্রেণীর মানুষেরা প্রকৃত ধর্ম পালনের যোগ্য না, এরা অনেকটা কুয়োর মাছের মতই, সাগরের দেখা যারা কোন দিনই পাবেনা ।

কবিতার ভাবনাটা অামি সব সময় পাঠকের উপরই ছেড়ে দিই, অামি চাই পাঠক তার নিজের মত করে ভেবে নিক । তারপরও অাজ ব্যাখ্যা দিলাম । অনেক ধন্যবাদ অাপনাকে ।

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৬

রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো মনে হলো।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫০

সাইন বোর্ড বলেছেন: রাজীব সাহেব, অাধুনিক কবিতা অাসলে দৈনিক পত্রিকার কোন বিবৃতি নয়, তাহলে পত্রিকার মত কবিতার পাঠকও অনেক থাকত । অাধুনিক কবিতা একটা বিশেষ শ্রেণীর পাঠকের । অসংখ্য ধন্যবাদ অাপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.