নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

আজ আমাদের সংলাপ

০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫২


এক ডালি (ঝুড়ি) ষাঁড়ের গোবর নিয়ে মাঠে যাচ্ছে ফেলানী; কারণ এগুলো হলো খুব ভালো জৈবসার, জমিতে দিলে ফসল তাড়াতাড়ি বড় অার মোটা- তাজা হয়। যদিও মাছের খাদ্য হিসাবেও উহা এখন ব্যবহৃত হচ্ছে । পথে মধ্যে হঠাৎ কুড়ানির সাথে দেখা; সে বলল
- গোবরগুলো আমাকে দিবি?
- ক্যান?
- আমি তোরে এর চেয়ে দশগুন বিষ্ঠা দেবো ।
- মাইনে ?
- মাইনসের গু, এগুলো ক্ষ্যাতে দিলে ফসল আরো বেশি তরতরাইয়া বড় হয়।
- তুই আমার সাথে ফাজলামি করছস ?
- ওমা, ফাইজলামি করব ক্যান, যা সত্য কথা, তাই কইলাম।
- সত্য কথা মাইনে?
- মাইনে হলো, আমি তো আর তোরে ল্যাদল্যাদাইয়া গু দেবোনা, শুকনা গু দেবো, যেটা দেখতে অতটা খারাপ না, তাতে দূর্গন্ধও কম।
- কিন্তু তুই তো এ গোবর দিয়ে খড়ি (জ্বালানী) বানাইতে পারবি না।
- ক্যান ?
- জানোছ না, ষাঁড়ের গোবর দিয়ে কিছু হয় না, সবটাই হলো ল্যাদল্যাদা ।
- হ, বুঝছি, এগুলো দিয়া আসলে কোন কাম হইবো না।

ফ্যালানী এবার গোবরের ডালি নিয়ে মাঠের দিকে হাঁটতে শুরু করলো। একটু দূরে দাঁড়িয়ে ছিল কৃষক কেরামত আলী। ফ্যালানীকে দেখে সে কাছে এসে অনেকটা হতাশার সুরে বলল- অাহা, এই গোবরগুলো যদি আরো কয়েক মাস আগে সে পেতো, তাহলে সে তার মুলার খেতে এগুলো ব্যবহার করতে পারতো। এতে করে সে আরো অনেক আগেই জমি থেকে মোটা মোটা মুলা পেতো।

বাজারে এবার মুলার যে দাম গেছে !

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৮

স্বপ্নীল ফিরোজ বলেছেন:

০১ লা নভেম্বর, ২০১৮ দুপুর ২:০১

সাইন বোর্ড বলেছেন: =p~

২| ০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭

রাজীব নুর বলেছেন: সংলাপের ফলাফল শূন্য।

০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০

সাইন বোর্ড বলেছেন: অতীত অভিজ্ঞতা সেটাই বলে । ধন্যবাদ ।

৩| ০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

মাহমুদুর রহমান বলেছেন: বেশ।

০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.