নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

ছবি ও কথা ব্লগ: এ সময়ের দেশী ফল

০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫

১। পেঁপে এভাবে কেটে রাখার অর্থ, উপরে দেখতে সবুজ মনে হলেও ভিতরে বেশ পাকা। হতে পারে এটা কাষ্টমারকে আকর্ষণ করার জন্য করা হয়েছে ।


২। পানিতেই যার জন্ম তার নাম পানিফল। তবে অঞ্চল ভেদে একে অন্য নামেও ডাকা হতে পারে। ফলটি খুব বেশী সু-স্বাদু না হলেও খেতে একেবারে মন্দ না।


৩। চালতা। আচার ছাড়া এ ফল অন্য ভাবেও খাওয়া যায় কিনা, ঠিক জানা নেই ।

৪। সুপারিকে হয়ত ফল'ই বলা যায় না, কিন্তু পাকা সুপারি দেখতে অন্য যে কোন ফলের চেয়ে সুন্দর। আমি নিজে পান-সুপারি কিছুই খেতে পারিনা, তবে কারো পান-সুপারি খাওয়া দেখতে বেশ ভাল লাগে। আর কাঁচা-পাকা সুপারি দিয়ে পান খেতে নাকি দারুন মজা !


৫। ছোট বেলায় কদবেল খেয়েছি গাছ থেকে পেড়ে ফাটিয়ে ফাটিয়ে, আর এখন দেখি কদবেল বিক্রেতা কাঠি দিয়ে কদবেলের ভেতর খুঁচিয়ে খুঁচিয়ে তারপর বাচ্চাদেরকে খেতে দেয়।


৬। আনারস আসলে এ সময়ের ফল না, তবুও বাজারে দেখি প্রচুর আনারস।

৭। ড্রাগন এর সাথে এই ফলের আকৃতিগত কোন মিল অন্তত: আমি খুঁজে পাইনি, তবু ফল বিক্রেতা বলল, এর নাম নাকি ড্রাগন ফল এবং
এটি আমাদের দেশেই এখন চাষ হয়। ফলটি খেতে যেমন তেমন, দেখতে কিন্তু বেশ রঙ্গিলা !



৮। পাতলা ডাউলের ভেতর কয়েকটা জলপাই দিলে অনেকটা আমডালের স্বাদ পাওয়া যায়। এ ছাড়া ইহা দিয়া আচারও বানানো যায়। পাকা জলপাই নাকি খেতেও বেশ মজা, যদিও আমি নিজে কখনো খেয়ে দেখিনি।



৯। এখন সারা বছরই বাজারে পেয়ারা পাওয়া যায়। অফ সিজনের এই পেয়ারা বিক্রেতারা বলে, এগুলো নাকি থাইল্যান্ডের পেয়ারা ।জানিনা, আদৌ থাইল্যান্ড থেকে কোন পেয়ারা আসে কিনা। তবে আমাদের দেশেও এখন বারো মাসই বিভিন্ন জাতের পেয়ারার চাষ হয়।



১০। পুতুলটি বুঝিয়ে দিচ্ছে, এখন জাম্বুরার মৌসুম প্রায় শেষ। তাই, এটি কাউকে দেওয়া যাবেনা। তবে খুশীর কথা হলো, এখন বাজার থেকে কিছু বেশি টাকা দিয়ে জাম্বুরা কিনলেও ঠকার সম্ভাবনা নেই। কারণ, সব জাম্বুরাই এখন পাকা আর টুসটুসে। রসালো তো বটেই।



মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১২

টিয়া রহমান বলেছেন: ৭ নম্বর ছবিটা, ড্রাগন ফল, এটি ক্যান্সার প্রটিরোধে সাহায্য করে। এছাড়াও ডায়াবেটিকস সহ বিভিন্ন রোগের জন্য অনেক উপকারী।

০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২২

সাইন বোর্ড বলেছেন: উপকারী তথ্য জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

২| ০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২১

হাসান রাজু বলেছেন: চালতা দিয়ে একরকম টক মিষ্টি তরকারি রান্না করা হয়। বেশ মজাদার রান্না সেটি।

০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭

সাইন বোর্ড বলেছেন: অাপনার কথা শুনে তো এখন চালতার প্রেমে পড়ে গেলাম, জানা থাকলে এবার রান্নার পদ্ধতিটাও বলুন না, ট্রাই করে দেখি । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৩| ০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭

নজসু বলেছেন: দারুণ পোষ্ট করেছেন।
পানিফলকে আমাদের এলাকায় পানি সিংগারা বলা হয়।

০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০

সাইন বোর্ড বলেছেন: অামি নিজেও অবশ্য এরকম নাম শুনেছি, স্মরণ করিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ । শুভ কামনা রইল ।

৪| ০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০

রাজীব নুর বলেছেন: ছবি গুলো উপভোগ করলাম।

০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।

৫| ০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:

সুন্দর ফল এর ছবি ব্লগ।

০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৬| ০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০

হাসান জাকির ৭১৭১ বলেছেন: সুন্দর সব ছবি ও লোভনীয় সব দেশি ফল!
তবে ড্রাগন ফল দেশীয় ফল না, যদিও এর দামের কারনে এদেশেও এখন চাষ হয়।

০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮

সাইন বোর্ড বলেছেন: অামার একজন অফিস কলিগও এই একই কথায় বলল, অাগে থাইল্যান্ড থেকে অাসত । কয়েক বছর হলো সীমিত অাকারে এটি অামাদের দেশে চাষ হয় । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৭| ০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জানলাম দেখলাম। প্রশ্ন হল ড্রাগন ফল সম্পর্কে। এটা কোথায় পাওয়া যায়??? আর গাছ রোপন করলে এটা ফল ধরে তো?

০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

সাইন বোর্ড বলেছেন: যেহেতু এটি এখন বাংলাদেশেই চাষ হচ্ছে তখন সঠিক নিয়মে চাষ করলে ফল না ধরার তো কোন কারন দেখিনা, তবে ড্রাগন ফলটি মূলত থাইল্যান্ডের ফল, মাত্র কয়েক বছর হলো এটি বাংলাদেশে খুব সীমিত অাকারে চাষ শুরু হয়েছে । অামি মাত্র দু,সপ্তাহ অাগে ঢাকা নিউ মার্কেটের সামনে এটি বিক্রি করতে দেখেছি এবং ছবিটাও তখনই উঠানো । অামার মনে হয় অাপনি ঢাকাতে কোথাও না কোথাও এটি পেয়ে যাবেন । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

৮| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১১:০২

সুমন কর বলেছেন: ড্রাগন ফলটি এখনো খাওয়া হলো না........সবই তো ভালো এবং উপকারী ফল।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩১

সাইন বোর্ড বলেছেন: অামি নিজেও এখনো খাইনি, এটি দেখেছিও মাত্র অল্প দিন হলো । অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.